![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-মামা ভাড়া দেন।
ঢাকার লোকাল বাসে নিয়মিত বহুল ব্যবহৃত স্বাভাবিক একটা বাক্য। হঠাৎ গতদিন মনেহল একটু প্যাচ লাগিয়ে দেই!! দেখা যাক কি হয়!
-ভাড়া দেব না।
-কেন, আগে দিছেন?
-না আগেও দেই নি।
-তাইলে দিবেন না কেন?
-তুমি না মামা বললা? মামার কাছ থেকে ভাড়া নিতে হয় নাকি?
-তাইলে ভাড়া কে দিবো?
-মামির কাছ থেকে নাওগা, যাও!
-মামি কোন টা?
-কি লজ্জার কথা? নিজের মামি কেউ চেন না?
সুপার ভাইজার ততক্ষনে পুরোপুরি বিভ্রান্ত। আশপাশের লোকজনও খেয়াল করছে এবং মজা পেতে শুরু করেছে! আমি একেকটা কথা বললেই কমিডি সিরিয়ালে যেমন ব্যাকগ্রাউন্ডে হাসির শব্দ থাকে তেমন ভাবে তারা হেসে উঠছে। সবার হাসির মাঝে সেও ক্ষেপে যেতে পারছে না! খুবই মজার একটা অবস্থা! যাই হোক ভাবলাম থেমে যাই। পকেট থেকে টাকা বের করে দিতে গেলাম। দেখলাম নিতে সাহস পাচ্ছেনা। নিয়ে আবার কি বিপদে পড়ে তাই দ্বিধান্বিত! তারপর যেভাবে সে টাকার দিকে তাকাল দেখে বহু কষ্টে চেপে রাখা হাসিটা আর চেপে রাখতে পারলাম না।
আশপাশে ঘটতে থাকা স্বাভাবিক ঘটনায় মাঝেমাঝে প্যাচ লাগিয়ে দিতে পারলে মন্দ হয় না!!
২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৩
রানা সোহেল বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: আরো কিছু প্যাচ লাগিয়ে আমাদের সাথে শেয়ার করুন, আমরাও মজা পাই।
ওহ প্রথম ভাল লাগা আপনার পোষ্টে।
২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৫
রানা সোহেল বলেছেন: ধন্যবাদ! আরো কিছু প্যাচ লাগিয়ে শেয়ার করার ইচ্ছা রইলো! আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। লোকাল বাস (১), (২) চেষ্টা করে দেখতে পারেন। খারাপ লাগবেনা মনে হয়!
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬
জনাব মাহাবুব বলেছেন: ভালোই তো প্যাচ লাগাইছেন।
মাঝে মধ্যে প্যাচ খুলতে পারলে কিন্তু মন্দ হয় কি বলেন ?
দ্বিতীয় ভালো লাগা পোষ্টে।
২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০২
রানা সোহেল বলেছেন: এই দেশে প্যাচ ছাড়াতে গেলেই সবাই সন্দেহ করে! আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ!
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫১
স্বস্তি২০১৩ বলেছেন:
২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:০২
রানা সোহেল বলেছেন:
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩
সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: লোকাল বাসে এমন প্যাঁচ লাগাতে গিয়ে অর্ধচন্দ্র ভোগ যেন করতে না হয় কারন টাকা সংগ্রহকারী সবাই সমান স্বভাবের নয়। দেখবেন কেউ হয়তো আপনাকে না বুঝেই অভদ্র ব্যাবহার করে বসল। তখন, বিব্রত হওয়া ছাড়া উপায় থাকে না।
তবে রসকস লাগিয়ে চারপাশটাকে উপভোগ করে চলতে পারাটা সত্যিই সবাই পারে না। আপনি ব্যাতিক্রমদের মধ্যে পরেন। নিজে হাসিখুশি থাকার পাশাপাশি সামনের মানুষটির মুখে হাসি ঝুলিয়ে দিতে সবাই পারেনা। আপনাকে ধন্যবাদ এমন একটা ক্যারাকটারের জন্য।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৫
রানা সোহেল বলেছেন: হুম। খুব খেয়াল করে চরিত্র বাছাই না করতে পারলে রস হঠাৎ করেই কষ হয়ে যেতে পারে। খুব খেয়াল!!
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫০
ক্ষুদ্র খাদেম বলেছেন:
ভালাই তো মজা দিলেন
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৫
রানা সোহেল বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে ভাল লাগলো। ধন্যবাদ!
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪
রাজীব নুর বলেছেন: বাহ !! খুব মজা পেলাম। আমি ফেসবুকে দিলাম।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৭
রানা সোহেল বলেছেন: মজা পেয়েছেন জেনে ভাল লাগলো। ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:১০
আজমান আন্দালিব বলেছেন: হুমমমম!