![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“অবুঝ বালক”-এর সাথে “আমি রাজকন্যা”র যোগাযোগ ফেসবুকে। ফেসবুকে চ্যাট করতে করতেই ভালো লাগা, সেখান থেকে ভালবাসা। তারপর সারাক্ষন ভাইবার হোয়াটস্ এ্যাপ-এ যোগাযোগ রাখা। সময়-সুজোগ মত ফেসবুক-স্কাইপেতে ভিডিও চ্যাট। ভালোই যাচ্ছিল দিনগুলো। দু’জন দু’জনের জন্য মোটামুটি পাগল। একজন আরেক জনের জন্য সব কিছু করতে পারে। পাচ মিনিটও যদি যোগাযোগ বন্ধ থাকে তাদের দম বন্ধ হয়ে আসে, কিছু ভাল লাগে না। তাই দু’জনের হাতে এ্যন্ড্রয়েড মোবাইল দুটো সব সময় ই ব্যাস্ত থাকে।
তারপর একদিন তাদের কথায় কথায় উঠে আসলো যে দুজনেরই দুজনের সব কিছু ভাল লাগে অল্প কিছু ব্যাপার ছাড়া। সুতরাং তাদের সম্পর্ককে আরো সুন্দর করার জন্য তারা তাদের ভাল না লাগার দিক গুলো sacrifice করার সিদ্ধান্ত নিল। সব খারাপ লাগার দিক এক সাথে বাদ দেয়া যাবে না। তাই সিদ্ধান্ত হলো পরের দিন ছেলেটা মেয়েটার একটি ভাল না লাগার দিক চিরকুটে লিখে মেয়েটাকে দিবে। মেয়েটাও ছেলেটার ভাল না লাগার একটি দিক চিরকুটে লিখে ছেলেটাকে দিবে। দুজন দুজনের সামনে সেটা পড়বে না। কথামতই কাজ হলো। দুজন দুরু দুরু বুকে বাড়িতে গেল। চিরকুট খুলে পড়লো । এবং তারপর......
তারপর তাদের ভেতর আর কখনো যোগাযোগ হয়েছিল এমন কোন তথ্য পাওয়া যায় না। তাদের এত এত ভালবাসা হঠাৎ করেই যেন গায়েব হয়ে গেল! কি ছিল সেই চিরকুট দুটোয়? অনেক কষ্টে সেই চিরকুট দুটো উদ্ধার করা যায়। আসলে দুজনের দুটো দাবীই ছিল অবাস্তব!
.
.
.
.
.
মেয়েটা ছেলেটাকে লিখেছিলঃ ক্যান্ডিক্রাস খেলা বন্ধ করতে হবে!
ছেলেটা মেয়েটাকে লিখেছিলঃ তাহসানের গান শোনা বন্ধ করতে হবে!!
©somewhere in net ltd.