নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস-অবিশ্বাস

০১ লা মার্চ, ২০১৫ সকাল ১১:৪৮

বর্তমান সময়ে দুনিয়া জুড়ে কোরআন, বাইবেল, গীতা নিয়ে যারা বিশৃংখলা, খুনোখুনি করে তাদের অধিকাংশই এই ধর্মগ্রন্থ গুলো ঠিকভাবে পড়েনি। পড়লে এত বিশৃংখলা, খুনোখুনির প্রয়োজন পড়তো না। প্রতিটি ধর্মেরই মুল অনেক শক্ত। কারো দু-চার কলম লেখায় ধর্মের কোন ক্ষতি হওয়ার কারন নেই। কেউ যদি কলম দিয়ে যুদ্ধ করতে আসে, তার সাথে তলোয়ার দিয়ে যুদ্ধ করতে যাওয়া এক ধরনের বোকামি। আমাদের ধর্মে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। ধর্মের দোহাই দিয়ে আরেক জনের কল্লা নামিয়ে দেয়া ধর্মের কোন উপকারে আসে না।

আমার যদি ধর্মে বিশ্বাস করার অধিকার থাকে, আপনারও বিশ্বাস না করার অধিকার আছে। আমি আপনার অবিশ্বাসকে গালি দেয়ার যেমন কোন অধিকার রাখিনা, আপনিও তেমন আমার বিশ্বাসকে কটাক্ষ করার কোন অধিকার রাখেন না। ধর্মকে কষে কয়টা গালি দিতে পারলেই আপনি মুক্তমনা, প্রগতিশীল আর আমি ধর্মে বিশ্বাস করলেই সংকীর্নমনা এই বিভাজনটা ভয়ংকর। ধর্মের পক্ষে কেউ বাড়াবাড়ি করলে সেটা যেমন গোড়ামি, ধর্মের বিপক্ষে বাড়াবাড়িটাও কিন্তু তেমনই গোড়ামি। মুক্তমনা হতে হলে নিজের বিশ্বাস বা অবিশ্বাসকে যেমন সন্মান করতে হয় তেমন অন্যের বিশ্বাস বা অবিশ্বাস কেউ শ্রদ্ধা করতে হয়। নিজেই প্রগতিশীলতার সংজ্ঞা ঠিক করে নিজেকে প্রগতিশীল দাবী করার থেকে বড় কুপমুন্ডকতা আর নেই।

জ্ঞানের প্রসার হোক। মনের সংকীর্নতা দুর হোক। সকলের শুভ বুদ্ধির উদয় হোক।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩৩

দি রিফর্মার বলেছেন: ভালই বলেছেন। সহমত। তবে মুক্তমনা হয়ে অন্য ধর্ম বিশেষ করে ইসলাম বিদ্বেষী মনোভাব পোষন করা ঠিক নয়। কেননা সকল ধর্মের মধ্যে ইসলামের ধর্ম দর্শনই পূর্ণাঙ্গ ধর্ম দর্শন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.