![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দু'জন বসে সিরিয়াল দেখছিলেন। জীবন মানে জি-বাংলা সিরিয়াল!
-এরা সিরিয়াল যা বানায় না!
-হ্যা, সে আর বলতে। আমাদের এরা কিচ্ছু পারে না!
-আমাদের বাসার সবাইতো সিরিয়ালের খুব ফ্যান। গত ঈদে আমার সবার জন্য পাখি ড্রেস কেনা লেগেছে।
-আমারও একি অবস্থা! আমিতো নিজের জন্য পাখি পাঞ্জাবী কিনতে গিয়েছিলাম। পেলাম না!
--নতুন যে মুভিটা করেছে দেখেছেন কত্ত ভাল?
-হ্যা হ্যা, কলকাতার মুভিতো অনেক ভাল। আমাদের এরা কিচ্ছু পারে না!
-না, না। আমাদের এখানেও অনেক ভাল ভাল কাজ হচ্ছে।
-ওহ, তাই নাকি? আমার আবার ঠিক দেখার সময় হয় না!
-দাদাগিরি, দিদি নাম্বার ওয়ান, মীরাক্কেল এগুলো দেখেন?
-দেখবো না! ওদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।
-সে যা বলেছেন। আসলে অনেক কিছু শেখার আছে। দেখেন ওরা সারা বছর নির্বাচন নিয়ে গ্যাঞ্জাম করে না, হরতাল করেনা, গাড়ি পোড়ায় না। নির্বাচনের সময় ঠিকঠাক নির্বাচন হয়। দুর্নীতির দায়ে ক্ষমতাসীন অবস্থায়ও মন্ত্রী পর্যায়ের লোকজনের সাজা হয়...
-সব কিছুর মধ্যে রাজনীতি টানেন কেন? বাদ দেন। আসেন সিরিয়াল দেখি। আহা! কি চমৎকার......।।
০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪১
রানা সোহেল বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ১:০২
সালমান মাহফুজ বলেছেন: ইন্টেরেস্টিং সংলাপ ।