![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটি গ্রাম্য গল্পঃ গ্রামের একটি বাড়ি নিয়ে আশেপাশের প্রতিবেশীরা খুবই বিরক্ত। সে বাড়িতে সারাদিন চিৎকার চেচামেচি লেগেই আছে। বাড়ির কর্তারা সকালেই কাজে বেরিয়ে যায়। তারপর সারাদিন বাড়িতে থাকে শাশুড়ি আর তার পুত্রবধু। সকাল থেকেই শাশুড়ি তার পুত্রবধুর উদ্দ্যেশ্যে চিৎকার করে গালিগালাজ আর অভিশাপ বর্ষন শুরু করেন।কিছুক্ষন চিৎকার করার পর ক্লান্ত হয়ে শাশুড়ি থেমে যান। পুত্রবধু ঘরের ভেতর থেকে মিষ্টি করে আম্মা বলে ডাক দেয়। শাশুড়ি আবার চিৎকার শুরু করেন!
প্রতিবেশীরা অবাক হয়। আহা! বউটি কি ভালো! শাশুড়ির এত গালির পরও কখনো সে কোন উত্তর দেয় না! তারা ভাবলো এবার একটা বিহীত করতেই হবে। কয়েকজন উৎসাহী চলে গেল ঐ বাড়ির কাছাকাছি লুকিয়ে থেকে আসলে কি ঘটে সেটা দেখার জন্য। তারা যেটা দেখতে পায় সেটা এরকমঃ
শাশুড়ি ঘর থেকে বাইরে আসলেই পুত্রবধু ঘরের ভেতর থেকে মিষ্টি করে আম্মা বলে ডাক দেয়। তারপর হাতে বটি নিয়ে খুন করে ফেলার ইশারা করে আর হাসে। তাই দেখে শাশুড়ি চিৎকার করে। শাশুড়ি থেমে গেলে বউ আবার আম্মা বলে ডাক দিয়ে বটি দেখায়! এভাবেই ঘরের ভেতর থেকে পুত্রবধু ঝগড়া উস্কে দিয়ে মজা নেয়!
প্রতিবার একজন করে ব্লগার খুন হয় আর এই গল্পটা মনে পড়ে! কট্টর পন্থী আস্তিকেরা যখন চুপ হয়ে যায় তখনই নিজেদের নাস্তিক দাবী করা কিছু কট্টর পন্থী ব্লগার ঘরের ভেতর থেকে বটি নাড়ে আর তাই দেখে যখন আস্তিকেরা চিৎকার করে আশপাশের মানুষেরা ভাবে আহা! আস্তিকেরা কত খারাপ!
আমি কখনো দেখিনি একজন আস্তিককে একজন নাস্তিকের বিশ্বাসের উপর আঘাত করতে। আমি কখনো দেখিনি একজন নাস্তিককে একজন আস্তিকের উপর চাপাতি নিয়ে আঘাত করতে। কিন্তু খুব শীঘ্রি তেমন কিছু ঘটলেও অবাক হবো না। একজন আরেক জনের বিশ্বাসের উপর কোন পর্যন্ত আঘাত করতে পারবে তার একটা সীমা নির্ধারন করা জরুরী। না হলে একি ঘটনা বারবার ঘটতে থাকবে।
আমি কোন অবস্থায় কোন হত্যাকে সমর্থন করি না। আবার যে বটি নাড়ে আর যে চিৎকার করে কার দোষ কম সেটাও বুঝতে পারিনা।
জ্ঞানের প্রসার হোক। মনের সংকীর্নতা দুর হোক। সকলের শুভ বুদ্ধির উদয় হোক।
০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৯
রানা সোহেল বলেছেন: ধন্যবাদ।
২| ০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৫৪
আনপ্রেডিক্টেবল রিফাত বলেছেন: জ্ঞানের প্রসার হোক। মনের সংকীর্নতা দুর হোক। সকলের শুভ বুদ্ধির উদয় হোক।
,,,,,,,,,,,,,,,,,সহমত
০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১১:০০
রানা সোহেল বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা এপ্রিল, ২০১৫ সকাল ১০:৪৯
দিতিপ্রিয়া বলেছেন: মনের সংকীর্নতা দুর হোক ।
ভাল লাগল লিখাটা ।