নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

মুক্তির পথ নেই!

০৫ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৪১

রাস্তার মোড়ে মোড়ে দাত কেলিয়ে দাড়িয়ে থাকা সুন্দরী রমনীগন যখন আপনার মাথায় এসে পড়বে অথবা 'দোয়া প্রার্থী' 'সমাজ সেবক' নেতারা দাত কেলিয়ে হাত নাড়তে নাড়তে ঘাড়ে এসে পড়বে, কেমন হবে ব্যাপারটা? ভাবছেন খুব আনন্দজনক কোন ব্যাপার হবে? মোটেও না।

এধরনের কোন ঘটনা ঘটলে যদি আপনি সৌভাগ্যবান ব্যাক্তি হন হাসপাতালে শুয়ে থাকবেন। আর যদি আরো বেশি সৌভাগ্যবান হন কোন এক টিভি সাংবাদিক তার মাইক্রোফোন নাড়তে নাড়তে আপনাকে জিজ্ঞাস করবে "আপনার অনুভুতি?"

এই চাপা পড়া ব্যাক্তিদের অনুভুতি জানতে হলে আপনাকে যেতে হবে তারা মিয়া বা শুকুর আলীর কাছে। গতরাতে শাহবাগ মোড়ে বিলবোর্ড চাপা পড়ে একজনের হাত ভেঙ্গে গেছে আরেকজনের লেগেছে বুক আর মুখে। গতরাতে কাকলিতে একটি গাড়ি চাপা পড়েছিল বিল বোর্ডের নিচে, তার যাত্রীরাও হয়তো কিছু অনুভুতি জানাতে পারে। তবে মিজানুর বা আব্বাস কোন অনুভুতি জানাতে পারবে না। বিজয় সরণিতে ঝড়ে হেলে পড়া একটি বিলবোর্ড মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনই চলে গেছে সব অনুভুতির উর্ধ্বে।

নিয়ম-কানুনের তোয়াক্কা না করে রাস্তার আশেপাশে আর মোড়ে মোড়ে দাড়িয়ে থাকা এই সব 'অমানুষ' আকৃতির বিলবোর্ড কেউ নিয়ন্ত্রন করে কিনা অথবা নিয়ন্ত্রনের কেউ আছে কিনা তাও জানি না। শুধু এই টুকু চাওয়া যেতে পারে আমার বা আপনার মাথার উপর যে বিলবোর্ডটা আজ বা কাল পড়বে তাতে যেন কোন 'হ্যাবি ওয়েট' নেতার ছবি থাকে। তাতে অন্তত পত্রিকায় কিছু কাভারেজ পাওয়া যাবে!

এই সব অযথা কথা বলে কি হবে? কোন লাভ নেই। এক একটা বিল বোর্ড মানে কত টাকা, কত ব্যবসা! একটা জীবনের আর দাম কত? এই সব বাদ দিয়ে আসেন গান গাই,
"আহারে কি শান্তি এই সিটি ঢাকাতে, দায়িত্ব জ্ঞানহীন এই বেঁচে থাকাতে! X(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.