নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

বাংরেজী!

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৩

একটা অপারেটরের SMS আসলো: Kom rate e kotha bolun….
আমি পড়লামঃ কমরাতে কথা বলুন!

গেল মেজাজ খারাপ হয়ে। ব্যাটা, আমার ফোন, আমি কম রাতে কথা বলবো না বেশি রাতে কথা বলবো তাতে তোর কি? তারপর মনে হলো আমিতো বেশি রাতে কথা বলি না, তাহলে সমস্যা কি? আবার পড়লাম। না ‘rate’ মানে রাতে না এটা ‘rate-e’ [রেট-এ]! হায়রে অভাগা বাংরেজী!

মাঝে এক সকাল বেলা সরকারি একটা SMS পেয়ে বিরাট মজা পেলাম। “ভোটকা অধিকার দিবস”!! আমি আমার ‘মোটকা’ বন্ধুদের ফাজলামি করে অনেক সময় “ভোটকা” বলি! তাই বলে সরকার তাদেরকে “ভোটকা” বলে তাদের অধিকার চাইবে! আবার SMSটি পড়তে হলো। না, সেটা VOTKA না VOKTA ODHIKAR DIBOSH!!

হয় বাংলায় লিখতে হবে, না হলে ইংরেজিতে। এখন মোটামুটি সবধরনের মোবাইলেই বাংলা পড়া যায়। নিয়ন্ত্রক সংস্থাগুলোই যদি জগাখিচুড়ি ‘মুরাদ টাকলা’ লেখে তাহলে “পথ প্রদর্শককে পথ প্রদর্শন করিবে কে?”

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:১১

মাঘের নীল আকাশ বলেছেন: পথ প্রদর্শককে পথ প্রদর্শন করিবে কে?

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৩

রানা সোহেল বলেছেন: সেটাই। পথ প্রদর্শককে পথ প্রদর্শন করিবে কে?

২| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:২৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ভাল বলেছেন, বাংলাতে বার্তা পাঠালেই হয়...

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৫

রানা সোহেল বলেছেন: পাঠানো উচিত বলে মনে করি।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১:৪৭

কাউন্টার নিশাচর বলেছেন: বাংলা লেখা সব মুঠোফোনে সাপোর্ট করে না।

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৬

রানা সোহেল বলেছেন: অধিকাংশই করে। আর এই সমস্যা থাকলে বাংলা, ইংরেজী দু-ভাবেই পাঠানো যাতে পারে। কিন্তু বাংরেজী বড় খারাপ দেখায় ভাই। :(

৪| ০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৩৬

মোঃ মামুনুর রশিদ বলেছেন: মজা পাইলাম ভাই

০৬ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৮

রানা সোহেল বলেছেন: কিছুকিছু ক্ষুদে বার্তাতো পড়তে গিয়ে দাত খুলে যাওয়ার মত অবস্থা হয়! আপনার হয় না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.