![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাপ-দাদা-চৌদ্দ পুরুষের সম্পত্তির মুল্য বাঙালী পুরুষের কাছে তার নিজের জীবনের থেকেও বেশি। তারপরও পরিবারের সুখ স্বচ্ছলতার আশায় সেই ভিটে-মাটি বিক্রি করে, আত্মীয় স্বজন আর পরিবার পরিজনকে ছেড়ে যারা বিদেশ বিভুয়ে পাড়ি দেয়, কেমন থাকে তারা? সে খবর আমরা কখনোই নেই না, নেয়ার প্রয়োজনও মনে করি না। আমাদের কাছে তারা নিতান্তই “রেকর্ড পরিমান রেমিটেন্স”-এর হাতিয়ার, আধা দক্ষ বা অদক্ষ শ্রমিক, এর বেশি কিছু না।
গত ১০ বছরের হিসাব দেখলে প্রতিদিন গড়ে বিদেশ থেকে দেশে ফেরত এসছে ৭ টি লাশ! গত চার মাসের হিসাবে প্রতিদিন গড়ে ১০টি! প্রবাসে ১০ বছরে মৃত্যু ২৪৩৮১ বাংলাদেশীর। আর লাশ ফেরত আসে না যাদের তাদের সংখ্যা তো হিসাবের বাইরেই থাকলো! পরিসংখ্যান অনুযায়ী অধিকাংশ মৃত্যুই স্বাভাবিক বলা হলেও এসব কর্মীর বয়স ৩৮ বছরের মধ্যে।
মাঝে আমাদের এক বিদেশি কর্মী অসুস্থ হয়ে পড়ে। তাকে জরুরী ভিত্তিতে সিলেটের একটি হসপিটালে ভর্তি করা হয়। সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকার এপোলো হসপিটালে আনা হয়। এখানে তার চিকিৎসার সময় কাছে থাকার জন্য তার বোন-দুলাভাই কে দেশ থেকে উড়িয়ে আনা হয়। তারপর তাকে আরো উন্নত চিকিৎসা ও পরিবারের কাছে রাখার জন্য এয়ার এ্যম্বুলেন্স-এ করে ব্যাংকক পাঠিয়ে দেয়া হয়। তার কয়েক দিনের চিকিৎসার খরচ আমার বেশ কয়েক বছরের বেতনের থেকেও বেশি!
একি ধরনের সমস্যায় আমাদের একজন বাংলাদেশি শ্রমিক একটা প্যারাসিটামল খেয়ে কাজ করতে চলে যায়, ছুটিও পায় না। কারন সে শ্রমিক, তার কোন সুযোগ-সুবিধা-অধিকার থাকতে নেই। আগে আমাদের দেশ থেকে বিদেশ যেত অদক্ষ শ্রমিক, এখন যায় আধা দক্ষ আর দক্ষ শ্রমিক, কিন্তু দিন শেষে শুধু ‘শ্রমিক’ ই যায়। আমাদের মাথায় শ্রমিকের উপরের স্তরের কিছু পাঠানোর চিন্তাও আসে না। মেধাবীদের নিয়ে আমাদের কোন প্লান নেই, আমরা শুধু বাজার খুজি, ‘শ্রমিকের বাজার’।
তাই আইনিস্টাইনের সাথে পাল্লা দেবার মতো মেধা নিয়ে বুয়েট থেকে ঝরে পড়া আমাদের মেধাবী ছেলেরা টিএসসিতে বসে ধোয়া ওড়ায়। কেউ বা বিশ্ববিদ্যালয় পাশ করে চাকরী খুজতে সারা মাসের টিউশনির টাকায় CV প্রিন্ট আর ক্ষয়ে যাওয়া জুতোর সুকতলি ঠিক করায়। আমার মত যারা ভাগ্য গুনে একটা চাকরী পেয়ে যায়, তারা আবার কার মাসের ৭ তারিখ, কার ১০ তারিখ আর কার ১৩ তারিখ বেতনের টাকা শেষ হয় তাই নিয়ে প্রতিযোগিতা করে! আর মেধাহীন নিরক্ষর লোকেরা ঘটি-বাটি বিক্রি করে ট্রলারে ভেসে পড়ে সাগর পাড়ি দিয়ে সুখের দেশে যেতে!
হায়রে নিয়তি!
©somewhere in net ltd.