নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

পিচ্চি জোকস!

১৪ ই জুলাই, ২০১৫ সকাল ১১:১৫

দেড়-দু লাইনের জোকস গুলো আমাকে সব সময়ই খুব মজা দেয়। খুব অল্প কথায় এখানে অনেক বড় কিছু বলে ফেলা যায়। ‘বিবাহিত পুরুষ’দের নিয়ে কিছু পিচ্চি জোকস!

১.
প্রশ্নঃ আপনি কি একজন সুখী মানুষ?
উত্তরঃ জ্বি না। আমি আসলে বিবাহিত! ;)

২.
- ছেলেদের Bio-data তেই সে সুখী না অসুখী লেখা থাকে।
- কোথায়?
- Marital Status-এ! :P

৩.
জীবন বাঁশ বাগান। আর সেই বাঁশ বাগানের পরিচর্যাকারী মালি হচ্ছে বউ! :-*

৪.
প্রশ্নঃ আপনার জীবনের সব থেকে আনন্দের সময় কোনটি?
উত্তরঃ যখন আমার স্ত্রী ঘুমিয়ে থাকে।
প্রশ্নঃ আর কষ্টের?
উত্তরঃ যখন ‘ও’ জেগে থাকে! B:-/

৫.
প্রশ্নঃ আপনি কি আপনার স্ত্রী কে ভয় পান?
উত্তরঃ এক মিনিট প্লিজ! আমি একটু শুনে নেই কি বললে ‘ও’ রাগ করবে না!! :P


এখানকার প্রত্যেকটা জোকস-ই কাল্পনিক এবং নির্দোষ আনন্দের জন্য। কারো ব্যাক্তিগত বা পারিবারিক জীবনের সাথে মিলে গেলে তা নিছক কাকতাল এবং চেপে যাওয়াই ভাল। এইটা নিয়ে কথা বলতে গেলে আপনার বউ আবার জেনে যেতে পারে, সাবধান! :#)

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২০

কানাই স্যার বলেছেন: প্রশ্নঃ আপনার জীবনের সব থেকে আনন্দের সময় কোনটি?
উত্তরঃ যখন আমার স্ত্রী ঘুমিয়ে থাকে

১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫০

রানা সোহেল বলেছেন: ;) =p~

২| ১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২৬

আর্বনীল বলেছেন: সুন্দর.।

১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫০

রানা সোহেল বলেছেন: ধন্যবাদ! :)

৩| ১৪ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৮

কাবিল বলেছেন: হা হা হা মজা পাইছি। =p~ =p~

আমার কিছু জোকস কালেকশন আছে দেখতে পারেন জোকস কালেকশন ১০০ ( চামে চামে ১৮+) ঠোঁটের কোনায় এক চিলতে হাসি হলেই চলবে।

১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫২

রানা সোহেল বলেছেন: পড়ে এলাম, সুন্দর। তবে এক সাথে ১০০ জোকস পড়া আসলেই কঠিন! :)

৪| ১৫ ই জুলাই, ২০১৫ সকাল ১১:২৫

ভিটামিন সি বলেছেন: দাদারে কি বউদি দৌড়ের উপর রাখছে? বাসর রাইতে বিলাই না মারলে এমনই হয় দাদা।

১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৩

রানা সোহেল বলেছেন: ঘটনা সইত্য! তবে সে আমাকে অফ লাইনে দৌড়ের উপ্রে রেখেছে আর আমি অন লাইনে!! =p~

৫| ১৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: সহমত ভিটামিন সি দাদা ;)

১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৫

রানা সোহেল বলেছেন: :( বিড়াল মারার আগেই যে ঘুমায় গিছিলাম!! :(
পরেরবার এই ভুল হবে না! :P

৬| ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:১২

নিশাত সুলতানা বলেছেন: ভাবীর নাম্বারটা দেন ;) :P :P

১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৫৬

রানা সোহেল বলেছেন: ভয় দেন কেন?? :( :(

৭| ২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৪৯

ভিটামিন সি বলেছেন: কইয়া দিমু। :)

৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:০৪

রানা সোহেল বলেছেন: আপনার প্লিজ লাগে! :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.