![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা এখন রেস্টুরেন্টে যেয়ে খাই না, সেলফি তুল!
গাড়িতে উঠে কোথাও যাই না, সেলফি তুলি!
শপিং-এ যেয়ে কিছু কিনি না, সেলফি তুলি!
ঘুরতে যেয়ে কিছু দেখি না, সেলফি তুলি!
বন্ধুদের সাথে দেখা হলে আড্ডা দেই না, সেলফি তুলি!
ঘন্টায় ঘন্টায়, মুহুর্তে মুহুর্তে আমরা শতশত, হাজার হাজার সেলফি তুলি!!
সেলফি তোলেন, যতো খুশি ততো তোলেন কোন ব্যাপার না। সেলফি তুলতে তুলতে আপনার মোবাইলের টাচ-স্কিনে গর্ত হয়ে যাক, সেলফি তুলতে মুখ বাকা রাখতে রাখতে আপনার মুখ স্থায়ী ভাবে বাকা হয়ে যাক, কারো কোন সমস্যা নাই। কিন্তু পাবলিক প্লেসে সেলফি তুলতে যেয়ে অন্যের সমস্যা সৃষ্টি করার কি মানে? গতদিন বাসে আমার সামনের সিটের এক জোড়া বলদের (দুঃখিত!) ঘন্টাব্যাপী সেলফি প্রতিযোগিতার অত্যাচারে আরেকটু হলে বাসের জানালা দিয়ে লাফ দিচ্ছিলাম! শুধু দু’জনের একজন টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়ায় বাঁচা!
পাবলিক প্লেসে সেলফি তুলতে যেয়ে কারো পা পাড়িয়ে, কারো গায়ে ধাক্কা দিয়ে, অন্যের চলার পথ আটকিয়ে থাকা, রেস্টুরেন্টে সেলফি তুলতে গিয়ে বাকাতে বাকাতে পাশের টেবিলের লোকজনের মাথার উপর গিয়ে পড়া কোন অবস্থায়ই সভ্যতা বা ভদ্রতার পর্যায়ে পড়ে না। সেলফি তুলতে গিয়ে ফ্লাইওভার থেকে পড়ে মারা যাওয়ার ঘটনাও আমাদের দেশে ইতিমধ্যে ঘটে গেছে!
মজার ব্যাপার হচ্ছে, এই অভদ্রতা গুলো করছি আমার আপনার মতো নিজেদের শিক্ষিত বলে দাবী করা লোক গুলা, আমাদার ভাষায় যারা অশিক্ষিত তারা করছে না! কে বুঝবে, আর কে বোঝাবে? গাড়ির ড্রাইভারদের যেমন লাইসেন্স আটকে রেখে মামলা করে দেয়, তেমন মাঝে মাঝে সার্টিফিকেট আটকে রেখে আমাদের নামেও মামলা করে দেয়া উচিত। কোন জিনিসই আমরা মাত্রা ঠিক রাখতে পারি না। সেলফি জিনিসটাকেউ আমরা ইতিমধ্যে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছি, এবং এই বাড়াবাড়িটাকে বলা হয় অসভ্যতার বাড়াবাড়ি!
৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৫
রানা সোহেল বলেছেন: ধন্যবাদ।
২| ৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৪
নুর ইসলাম রফিক বলেছেন: শিক্ষিতদের মধ্যেই অশিক্ষিতের আচরণ বেশী।
৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৬
রানা সোহেল বলেছেন: দুর্ভাগ্য!
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২২
সুমন কর বলেছেন: সেলফি জিনিসটা কেউ আমরা ইতিমধ্যে বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে গেছি এবং এই বাড়াবাড়িটাকে বলা হয় অসভ্যতার বাড়াবাড়ি! -- ভালো বলেছন।
সহমত।