নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রানা সোহেল

চাকরী করি, পাশাপাশি পড়ালেখা। পড়তে ভালোবাসি। ঘরকুনো, চা'র কাপে দেশোদ্ধার করি। এই তো...

রানা সোহেল › বিস্তারিত পোস্টঃ

\'প্রেস্টিজ\' পাংচার!

০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৬

আমাদের প্রজন্ম নিজেদের 'প্রেস্টিজ' নিয়ে বিরাট ঝামেলায় পড়ে গেছে। এই জিনিস টা কখন যে 'ফটাস' করে পাংচার হয়ে যায় সেই চিন্তায় দিনের ঘুম হারাম! [রাতে এরা ঘুমায় না। ফেস বুকিং, মুভি... কত কাজ!!]। এই 'প্রেস্টিজ' জিনিসটা যে কখন আসে, কিভাবে আসে, কখন যায়, কেন যায় সেগুলো নিয়ে বিস্তর গবেষনা হতে পারে, তবে তাতে ফলাফল কিছু পাওয়া যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে!

বাজারের ব্যাগ হাতে বাজার থেকে বাসায় ফিরতে যাদের 'প্রেস্টিজ' ফটাস হয়ে যায়, তারাই আবার জিমে যেয়ে ডাম্বেল তুলতে ব্যাস্ত হয়ে যায়!

অল্প দুরত্বের রাস্তা রিকশায় না যেয়ে হেটে যেতে যাদের 'প্রেস্টিজ' ফুটাফুটা হয়ে যায় তাদেরই দেখি সকাল বেলা মাইলের পর মাইল 'মর্নিং ওয়াক' করতে!

হায়রে আজিব 'প্রেস্টিজ'!
হায়রে আজিব 'প্রজন্ম'!!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৭

কীর্তন কানাই বলেছেন: ভবিষ্যতটা আমাদের খুব একটা ভালো না....

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২১

রানা সোহেল বলেছেন: ভাই, বর্তমানের চিন্তায় দিনে ঘুম হয় না, আর আপনি আছেন ভবিষ্যত নিয়ে! :-0

২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২০

বিদ্রোহী ভৃগু বলেছেন: পারলে তারা বোধ করি লাইফটাও এক বাটনে রিফ্রেশ করে নিত! কিংবা জীবনটারে ভার্চুয়ালের মতোই যাপন করতে চায়- বাস্তবতো আর ভার্চুয়াল নয়- ওখানেই সব ফটাস!!!!!!!!!!!!!!!

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২২

রানা সোহেল বলেছেন: ওখানেই সব ফটাস! (y)

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৮

মাঘের নীল আকাশ বলেছেন: এই প্রজন্মের কোন ভবিষ্যৎ নাই!

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৩

রানা সোহেল বলেছেন: ভাই, বর্তমানের চিন্তায় দিনে ঘুম হয় না, আর আপনিও আছেন ভবিষ্যত নিয়ে! :/

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

সুমন কর বলেছেন: নিজের কাজ, নিজে করার মধ্যে প্রেস্টিজ ফটাস হয়ে যায়, ভাবাটাই বোকামী।

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৩

রানা সোহেল বলেছেন: বোকামি হোক আর যাই হোক, ফটাস হয়ে গেলে কি আর করা!! ;)

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ৯:০৬

এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।

১৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৪

রানা সোহেল বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.