![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১) গত রবিবার হোটেলে খাওয়ার পর টিস্যু দিয়ে মুখ মুছে ৩০ জন গরু ব্যবসায়ী অজ্ঞান হয়ে যায়। তাদের একজন মারা গেছেন।
২) শনিবার মগবাজার মোড় থেকে ডাব খেয়ে জ্ঞান হারিয়েছেন একজন উপসচিব।
৩) বাসের ভেতর হকারের কাছ থেকে পেপার কিনে পড়তে যেয়ে জ্ঞান হারিয়ে নিজের কাছে থাকা সব কিছু হারিয়েছেন এক ভদ্রলোক। পত্রিকার কাগজের সাথে চেতনা নাশক মেশানো ছিল বলে উনার ধারনা!
৪) বাসের জন্য বাসস্ট্যান্ডে দাড়িয়ে ছিলেন কয়েকজন। ৫-৬ জন যাত্রী সহ প্রায় ফাকা একটি বাস আসলে উনারা বাসে উঠে পড়েন। এবং কিছুক্ষনের মধ্যে, পরে ওঠা যাত্রীদের চোখ বেধে যার কাছে যা ছিল (ক্রেডিট কার্ড সহ) নিয়ে মোটামুটি রকমের শারিরিক আঘাতের পর উত্তরার কাছাকাছি ফেলে রেখে যাওয়া হয়!
৫) মাইক্রো বাসে যাত্রী হয়ে ওঠার পর ছিনতাইকারী চক্রের ক্ষপ্পরে পড়া নিয়মিত ঘটনা।
করনীয় কি?
১) যত ইচ্ছাই করুক, বিস্বস্ত হোটেল/ রেষ্টুরেন্ট [অনেক দিন ধরে ব্যবসা করছে/ অতীতে খাওয়ার অভ্যাস আছে এই ধরনের] ছাড়া বাইরে থেকে কিছু না খাওয়া। ডাবওয়ালা সামনে দাঁড়িয়ে ডাব কেটে দিলেও না। একান্ত কিছু খেতে ইচ্ছা করলে কিনে বাসায় নিয়ে এসে খাওয়া! অজ্ঞান হলে রাস্তা ঘাট থেকে বাসায় হওয়াই ভাল তবে এই চেতনা নাশক গুলো খুব ভয়ংকর এবং কখনো কখনো জীবন নাশের কারন হয়।
২। বাসের ভেতর বিলি করা লিফলেট বা কিনে পত্রিকা না পড়া।
৩। আরামে যাওয়ার জন্য সন্দেহজনক পরিমান ফাকা বাসে না ওঠা।
৪। কোন অবস্থায় চলাচলের জন্য রাস্তায় দাড়িয়ে থাকা মাইক্রোবাসে না ওঠা।
তবে সব রকম সাবধানতার পরও বিপদ ঘটতে পারে। ঢাকা খুব ভয়ংকর একটা জায়গা। এখানে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকাই একটা ‘এক্সিডেন্ট’!! পকেটমার, বাইক থেকে ব্যাগ টান দেওয়া, সহযাত্রীর আপনার নাকের সামনে দিয়ে রুমাল ঘুরিয়ে নিয়ে যাওয়া, জোর করে মাইক্রোবাসে তুলে নেয়া ...... কিছুই করার নেই, আসলেই কিছু করার নেই!! তারপরও যতটুকু সাবধান থাকা যায়!!
আর্জেন্টাইন এয়ার লাইন্সের একটি বিজ্ঞাপনে সুন্দর একটা লাইন পেয়েছিলামঃ In this world, those who believe are more right than those who not! যারা ধর্মে বিশ্বাসী তারা নিজ নিজ ধর্ম বিশ্বাসে নিরাপত্তা খুজতে পারেন। যেমন ইসলাম ধর্মে বাড়ি থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসী পড়লে অনেক বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় বলা আছে। কঠিন কিছু না, অভ্যাস করে ফেলতে পারেন। অন্য ধর্মেও নিশ্চই এরকম চমৎকার কিছু জিনিস আছে। অসহায় মানুষের জন্য স্রষ্টার থেকে বড় আশ্রয়স্থল আর নেই।
সাবধান থাকুন, সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৪
রানা সোহেল বলেছেন: সেটাই। আমাদের সতর্ক থাকতে হবে, যতটুকু সম্ভব।
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২
সুমন কর বলেছেন: সবাইকে সচেতন হতে হবে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫
রানা সোহেল বলেছেন: আসুন সচেতন হই। সচেতনতা ছড়িয়ে দেই।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
বটপাকুড় বলেছেন: মাঝে মাঝে মনে হয়, এই দেশে পুলিশ আসলে কি করে? আমাদের টাকায় বসে বসে ঘাস খাওয়া ছাড়া তো আর কিছু করে না ?
এই পোষ্ট টাকে স্টিকি করা হোক
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৭
রানা সোহেল বলেছেন: পুলিশ কি করে? আজ দেখলাম পেপারে এসছে সায়দাবাদে সকাল বেলা এক পুলিশকে ছিন্তাইকারীরা ধরে তার এবং তার স্ত্রীর সব কিছু ছিনিয়ে নিয়েছে!
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৯
রানা সোহেল বলেছেন: স্টিকি দূরে থাকলো, এই পোস্ট নির্বাচিত পোস্টেই যায় নি!
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
শাহরিয়ার কবীর বলেছেন: সব সময় আমাদের কে সতক থাকতে হবে।ধন্যবাদ