| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই দিন বেশি দুরে নয়
এস এইচ রানা (রানাকবি)
সেই দিন বেশি দুরে নয়
যখন আমি আর তোমাকে
করবো না জ্বালাতন, বলবোনা
ভালবাসি, ছুটবো না পিছু পিছু,
দেখাবোনা এই মুখ।
কেননা আর কত?
ভালবেসেছি দেখে আর কত অপমান,
আর কত নির্লজ্জের মত তোমার
সামনে গিয়ে দাড়াবো।
অসহায় এই মুখটা কেনই বা
তোমাকে দেখাবো।
চলে যাব, ফিরবো না আর
ফিরে আসার জন্য তো যাব না
যেখান থেকে কেউ আসেনি
কোনদিন আসবেও না।
কনফর্ম।
আমার কথা তুমি ভুলে যাবে
কিংবা কোন রাজপুত্র এসে
তোমাকে নিয়ে যাবে।
সে তো আমার মত হোপলেস
কিংবা জবলেস নয়।
তাই চলে যাব
অচেনা দেশে
অচিন পুরে।
ভাল থেকো
কেন থাকবে না?
আমি জানি, তুমি কখনো আমাকে
ভালবাসনি, বাসবেও না।
তাই আর থাকবো না।
কোন একদিন শুনবে
তুমি আছ আমি নেই
২|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০
অগ্নি কল্লোল বলেছেন: অনেক চমৎকার কবিতা!!!
৩|
১৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩২
ফারিহা নোভা বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:২৯
বিজন রয় বলেছেন: কেন কি হলো, কবিতায় এত অভিমান?
++++