![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একজন নাগরিক ! যে এখনো ভোট দিয়ে ৪ বছরের জন্য গড নির্বাচন করে নি ! হু কেয়ার ভোট !!! এখন ভোটের প্রয়োজন নেই , গড কে ভোট দিয়ে হয় না চাঁদা , ঘুষ দিলেই হয় । সবাই ভাল থাকুন ।
ওয়ারফজের ১৯৮৪ থেকে এখন পর্যন্ত প্রায় ৩১ বছরের পথচলায় শুরুর থেকেই ব্যান্ড অনেক ভাঙাগড়ার মধ্যে দিয়ে গেছে ।
ওয়ারফেজে লাইন আপে চেঞ্জ কোন নতুন ঘটনা নয় !!!
ওয়ারফেজ এর এই দীর্ঘ পথচলায় যে কয়েকজন উল্লেখযোগ্য ভোকালিস্ট ছিলেন !
আজকে তাদের নিয়েই আলোচনা করব ।
১। সঞ্জয় ( ১৯৯০-১৯৯৯) !
সঞ্জয় ভোকাল হিসেবে ১৯৯০ এ জয়েন করেন এবং ১৯৯১ সালে রিলিজ পায় ওয়ারফেজ এর সেলফ টাইটেল্ড এল্ব্যাম "ওয়ারফেজ " ।
সঞ্জয় ভোকাল হিসেবে ছিলেন প্রায় ১০ বছর ! এই ১০ বছরে ওয়ারফেজ এর ৪ টি স্টুডিয়ো এল্ব্যাম রিলিজ পায় ।
• Warfaze (1991)
• Obaak Valobasha (1994)
• Jibon Dhara (1997)
• Oshamajik (1998)
এবং অসামাজিক এ্যালবাম রিলিজের পর সঞ্জয় ব্যন্ড থেকে লিভ নেন ।
ব্যক্তিগত ব্যস্ততার কারনে মূলত ভোকাল সঞ্জয় ব্যান্ড ছেড়ে চলে যান ।
অনেকের মতে তিনি তার আম্মুর রিকুয়েস্টে মিউজিক ছেড়ে দেন । যা ছিল শুধু ওয়ারফেজ এর জন্য নয় পুরো ব্যান্ডসঙ্গীত ও শ্রোতাদের জন্য বিরাট এক ধাক্কা ।
এবার আসি কেমন ছিলেন সঞ্জয় এবং ওয়ারফেজের ১০ বছর !
সঞ্জয় কে নিয়ে বেশি কিছু বলার নেই , কারণ ৯০র দশকে ব্যান্ডসঙ্গীত যদি তার শ্রেষ্ঠ সম্পদ হারিয়ে থাকে তিনি আর কেউ নন, সঞ্জয় ।
৯০ এর দশকে হার্ড রক ভোকালদের মধ্যে সঞ্জয় ছিলেন পাওনিয়ার ! সঞ্জয় ভোকাল রেঞ্জ এমনই হাই ছিল যে অন্য কেউ আসলে তখন উনার গান গুলা কাভার করার সাহস করত না ।
কনসার্টে তখন মাকসুদ ,বাচ্চু প্রমুখদের গান ইজিলি কাভার করা গেলেও ওয়ারফেজ এর সঞ্জয় এর গান কাভার করা খুবই কঠিন ছিল ।
কারণ, সঞ্জয় যদি খুব লো স্কেলেও গান করেন সেটা অন্য যেকোন ভোকালের জন্য হাই স্কেলে হয়ে যেত। এবং উনার ভোকাল রেঞ্জ কখনো নিচে নামেনি এবং সঞ্জয় এর ভোকাল ক্যালিব্রেশন অদ্ভুত সুন্দর ! হাই থেকে লো এত সুন্দরভাবে গান করেছেন যে যা অন্য কারও খুব কঠিন ছিল ! এবং এখানেই সঞ্জয়ের মৌলিকতা ।
সঞ্জয়ের গানের টেম্পো , লয়, তাল এতো নিখুঁত ছিল যে গিটার, ড্রাম এবং সঞ্জয় এর কন্ঠ একসাথে মিশে এক অপূর্ব সুর সৃষ্টি করেছে । এখানেই আসলে বুঝা যায় সঞ্জয় কি ছিলেন ।
সঞ্জয় দিয়ে গেছেন একটি ছেলে, কৈশোর , বসে আছি একা , নেই প্রয়োজন, অসামাজিক, বন্ধু, অশনি সংকেত , ধুপছায়া , পথচলার মত জনপ্রিয় সব গান ।
২। মিজান (প্রথম কিস্তি) ( ১৯৯৯- ২০০২)
সঞ্জয় এর ব্যান্ড লিভ নেয়ার পর ওয়ারফেজ ভোকাল শূন্যতায় পড়ে ।
মিজান রহমান মিজান, এই অমানুষিক ভোকালের মানুষটা ওয়ারফেজে জয়েন করেন । ওয়ারফেজ এর ভোকাল হিসেবে মিজান ছিলেন একটা চমক আর সঞ্জয় এর পারফেক্ট রিপ্লেস্মেন্ট যদি কেউ থেকে থাকে সেটা ছিল মিজান ।
সঞ্জয়, সুমন, জুয়েল, ফুয়াদ চলে যাবার পর ওয়ারফেজ এ বিরাট এক শুন্যতা সৃষ্টি হয়। কিন্ত কমল এর আন্তরিক চেষ্টায় ও টিপুর পরিশ্রমের ফলে তা কাটিয়ে উঠে। তখন ব্যান্ড এ যোগ দেয় কীবোর্ডিস্ট শামস আল গনি , গিটারে বালাম ***(বাবনার মামাতো ভাই) এবং বেজ গিটারে বিজু আর ভোকালে মিজান ! এই লাইনআপ নিয়ে ২০০১ সালের কুরবানির ঈদে মুক্তি পায় ‘আলো’ অ্যালবামটি। নতুন এই লাইনআপ নিয়ে ‘আলো' বাজারে শ্রোতাদের আকৃষ্ট করতে সক্ষম হয় ।
আলো এল্ব্যামের পরই ওয়ারফেজ থেকে মিজান ব্যাক্তিগত সমস্যার কারণে বিদায় নেন এবং সোলো ক্যারিয়ারে মনোনিবেশ করেন ।
মিজান ভোকাল হিসেবে কেমন ছিলেন সেটার বর্ণনা আমি একটু পরে দিচ্ছি ।
৩। বালাম ( ২০০২-২০০৭)
মিজান লিভ নেয়ার কারণে ভোকালে আবারও শুন্যতা সৃষ্টি হয় ! ব্যাক ভোকাল ও গিটারিস্ট বালামকে ফ্রন্টে আনা হয় কারণ বালাম এর গানের গলা চমৎকার ।
নতুন ভোকাল নিয়ে ওয়ারফেজ ২০০৩ সালে প্রকাশ করে মহারাজ এল্ব্যামটি । মহারাজ এল্ব্যামটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল । এই এল্ব্যামের সবচেয়ে জনপ্রিয় ট্র্যাক হচ্ছে মহারাজ ।
এখন আসি বালাম কেমন ছিলেন !!!
বালামের ভোকাল ছিল রকিং এবং মেলডিয়াস ! বালামের কন্ঠে সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে “যত দূরে” !
বালামের ভোকাল সঞ্জয় অথবা মিজান এর মত হাই স্কেল ভোকাল ছিল না । তিনি একটা মিড রেঞ্জে পাওয়ার দিয়ে গান করতেন এবং ভোকালের উঠানামা ওয়ারফেজের অন্যসব ভোকালের মত সহজাত ছিল না ।
২০০২ থেকে ২০০৭ সালে ওয়ারফেজ আর কোন এল্বামের কাজ করেনি । আলো এল্বামের পরবর্তী লাইনআপ নিয়েই লাইভ শো তে গাইতে হয়েছে । বসে আছি একা , অসামাজিক এর মত জনপ্রিয় গানগুলো বালামকেই গাইতে হয় ।
৪। মিজান (২য় কিস্তি) (২০০৭ – ২০১৬)
বালাম ২০০৭ এর মাঝামাঝিতে ব্যান্ড লিভ নেন এবং সোলো ক্যারিয়ার শুরু করেন । বালাম একটা হতাশার নাম কারণ যে বালাম ছোটবেলা থেকেই ওয়ারফেজের সাথে ছিল সে ব্যান্ড ছেড়ে কমার্শিয়াল পপ মিউজিকের দিকে ঝুকবে সেটা কেউ কল্পনা করেনি ।
মিজান ২০০৭ আবার ভোকালে জয়েন করেন ।দীর্ঘ বিরতির পর কমল লিড গিটারে জয়েন করেন আর লিডে নিয়ে আসেন ইয়াংঅনি হাসান কে !
এই লাইনআপে ওয়ারফেজ বেস্ট অফ এর কাজ শুরু করে এবং ২০০৮ সালে “পথচলা” এল্ব্যামটি রিলিজ পায় ! সেখানে দুটি মৌলিক ট্র্যাকও ছিল *তোমাকে আর *অমানুষ ।
*** ২০১১ সালে যুক্তরাজ্যের Keele University তে মার্কেটিং এবং মিউজিক টেকনোলজিতে হায়ার স্টাডির জন্য অনি হাসান যুক্তরাজ্যে যান । ২০১২তে ওয়ারফেজের ৮ম এলবাম 'সত্য'র রেকর্ডিং এর জন্য দেশে ফিরেন। তার কম্পোজিশনের দুটো গান ছিল এলবামটিতে *না এবং *পূর্ণতা।
২০১২ সালে ওয়ারফেজের অস্টম স্টুডিও এল্ব্যাম রিলিজ পায় যার টাইটেল ছিল “সত্য” । এল্ব্যামটিতে সব নতুন ট্র্যাকের পাশাপাশি ওয়ারফেজের ২০০০সালের অপ্রকাশিত পুরনো একটি গান রিলিজ পায় যার টাইটেল হচ্ছে প্রতিক্ষা ।
অনি হাসান পড়াশুনার জন্য ইউকে চলে যান ।
তার জায়গায় ওয়ারফেজে যোগ দেন সামির হাফিজ (পাওয়ারসার্জ) ।
হঠাৎ ২০১৬ সালের ৭ই এপ্রিল ওয়ারফেজ অফিসিয়ালি ঘোষণা করে মিজান আর ওয়ারফেজে নেই ।
মিজান রহমান মিজান দুই কিস্তি মিলিয়ে ওয়ারফেজে ছিলেন প্রায় ১২ বছর ।
যা ওয়ারফেজ এর যেকোনো ভোকাল হিসেবে সর্বোচ্চ । মিজানের গলায় অদ্ভুত এক যাদু ছিল । ওয়ারফেজে সঞ্জয় এর পর যদি এই জেনারেশন কে হার্ড রক এর মূর্ছনায় কেউ মাতাল করতে পারেন তিনি মিজান । এক অতুলনীয় ভোকালের অধিকারী তিনি ।
কি নেই তার ভোকালে ! হাই স্কেল, লো স্কেল যে কোন রেঞ্জে তিনি পারদর্শী ! এমন ভারসাটাইল ভোকালিস্ট ব্যান্ডসংগীতে আর দ্বিতীয়টি আছে বলে জানা নেই । সুরের মূর্ছনায় যেমন মাতাল করতে পারেন, হেভি ট্র্যাকে উন্মাদনার জোয়ার বইয়ে দিতে পারেন । বেওয়ারিশ, অমানুষ, হতাশা , অসামাজিক, না , আগামীর মত হেভিমটাল ট্র্যাক গুলো যখন স্টেজে গান !!! সে এক উন্মাদনা । তার কন্ঠে গাওয়া পূর্ণতা , রূপকথা , তোমাকে অথবা প্রতিক্ষা যেকোন শ্রোতার হৃদয় স্পর্শ করে ।
মিজানের মত এই গানগুলো আর কেউ পূর্ণ ফিল নিয়ে গাইতে পারবে কিনা সন্দেহ ।
স্টেজে মিজান মানে অন্য এক অভিজ্ঞতা । তার গান গাওয়ার স্টাইল, স্টেজ এপেয়ারেন্স ছিল অন্য লেভেলের !
আর এই জেনারেশনের যারা লাইভ মিজান কে দেখে নি , তারা আসলে দুর্ভাগা ।
ওয়ারফেজের লিজেন্ডারি ভোকালের মধ্যে যদি আর কারও নাম নিতে হয় তিনি হচ্ছেন বাবনা করিম ।
তার কন্ঠে গাওয়া *বৃষ্টি নেমেছে , *অবাক ভালবাসা এবং *জননী এক অসাধারণ সৃষ্টি !
২০১৫ সালে ওয়ারফেজ ৩০ বছর পূর্তি কনসার্ট করে , সেখানে সঞ্জয়, বালাম থেকে মিজান ওয়ারফেজের এক্স মেম্বাররা গান পরিবেশন করেন ।
©somewhere in net ltd.