নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাঙতে নয়, গড়তে চাই। গড়তে চাই সম্প্রীতি ও সৌহার্দ্যের একটি বিশ্ব সৌধ। আগামী প্রজন্মকে হানাহানিমুক্ত একটি শান্তিময় সুন্দর পৃথিবী উপহার দিতে চাই। সুন্দরকে আরো সুন্দর করে সাজানো এবং পরিশীলিত ব্লগিং চর্চার মাধ্যমে পরিশুদ্ধ ও ঐক্যবদ্ধ জাতি গঠনই আমার সাধনা।

সালেহ মতীন

সালেহ মতীন › বিস্তারিত পোস্টঃ

একবার যেতে দে না ....

০২ রা মে, ২০১৬ সকাল ৯:৩১

এমনই এক ছোট্ট মাটির ঘরে আমার জন্ম। সে ঘরটি এখন নেই, ভেঙে গেছে। কিন্তু ঘরটির প্রতি আমার মমতা ভাঙেনি একটুও। আজও সে ঘরটির মমতা মাখা ছায়াশীতলতা আর আদর আমাকে আবেগাপ্লূত করে। মহানগরীরর ইট-পাথরের খাঁচায় থেকেও সর্বক্ষণ শান্ত ও নিতান্তই নিরীহ সে ঘরটিকে অবিরাম মনে পড়ে। ঘরটির কর্তী আমার মমতাময়ী মা- তিনিও চলে গেছেন না ফেরার দেশে। তাঁর আঁচলঘেরা অবিরাম স্নেহের সেই বাল্যকাল আমাকে উদাস করে আর শুধুই পিছু ডাকে। শৈশব ও গ্রামের অজস্র স্মৃতির তাড়নায় দুচোখে প্রায়শই অশ্রু ঝরে আর ভেতরে বেজে ওঠে সেই কালজয়ী গানের কথা- একবার যেতে দেনা- আমার ছোট্ট সোনার গাঁয়........।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০১৬ সকাল ৯:৫৮

আহমেদ জী এস বলেছেন: সালেহ মতীন ,




প্রতিটি মানুষের ( প্রানী মানুষ নয় ) মনের উঠোনে যে ছবি আঁকা আছে তার স্মরনে উদাস করা সেই কালজয়ী কথাটিই ধ্বনিত হলো আপনার কন্ঠে আরো একবার ---------------------একবার যেতে দেনা- আমার ছোট্ট সোনার গাঁয়........।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.