নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল রহমান

বই পড়ি ঘোরাঘুরি করি ।\nআর হ্যা একজনকে ভালোবাসি . . . . .\nপাগলের ভালোবাসা যাকে বলে আরকি . .

রাসেল রহমান › বিস্তারিত পোস্টঃ

নিজের সাথে আমি !!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:১৭

মধ্য দুপুরে আমি হেঁটে গেছি নিজেকে সঙ্গী করে!
ফিরে গেছি আপন দুঃখগুলোকে সঙ্গ দিতে!
কতদিনের জমানো দুঃখগুলো!

ঝুম ঝুম বৃষ্টির শব্দে আমি ঘর ছেড়েছি!
ছেড়েছি আরামের বিছানা!
শুধু বৃষ্টির ছোঁয়া পেতে!
তার কান্নাগুলোতে নিজের কান্না জুড়ে দিতে!!

শীতের সকালে ঘন কুয়াশায় আমি হারিয়েছি হারিয়েছি নিজেকে খুঁজে পেতে!!

লাল রক্তে আমি আঁকতে চেয়েছি আমার মাস্টার পিস!!
কান্নার রং খুঁজে পেতে কাঁদিয়েছি কাউকে!!
কেঁদেছি নিজেও প্রচুর!!

পূর্নিমার চাঁদের আলোয় জ্বালিয়েছি গোল্ডলিফ!!
গোতম বুদ্ধের দেখা পেতে!!
রাস্তার নেড়ি কুকুর ছাড়া পাইনি আমি আর কাউকে!!

গভীর রাতে এই ঘুমন্ত জনপদে হেঁটেছি আমি ক্লান্তিহীন!!
আমার ক্লান্তি খুঁজে পেয়েছি বড় সড়কের নিয়ন আলোর নিভে যাওয়াতে!!

আনেক কিছুইতো দেখি না এই দৃশ্যময় জগতে!!
আপন আস্তিত্বের ভীড়ে! আমিতো কবেই হারিয়ে গেছি!!

আমি যাকে বলি আমি!
সেটা কখনোই আমি না!!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

নিলু বলেছেন: সকলেই সকলের , আবার কেউই কারো নয় , লিখে যান

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৮

সুফিয়া বলেছেন: খুব ভালো লেগেছে। ধন্যবাদ। +++++

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৬

ফাহিমুল ইসলাম বলেছেন: আমি যাকে বলি আমি!
সেটা কখনোই আমি না!!


তার মানে কেডায় আপনি?????? ভুত_টুত নি?????:((:((:((:((

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

দারুণ কবিতা।+++

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১৮

রাসেল রহমান বলেছেন: ধন্যবাদ নীলু

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২১

রাসেল রহমান বলেছেন: ভালো লাগা থেকেই লিখা !
আপনাকেও ধন্যবাদ !

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৪

রাসেল রহমান বলেছেন: ভুত না ভাই ফাহিম !! বর্তমান ! কেবল অতিত হবার অপেক্ষা !!!

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৫

রাসেল রহমান বলেছেন: ধন্যবাদ রঙ্গমেলা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.