নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাসেল রহমান

বই পড়ি ঘোরাঘুরি করি ।\nআর হ্যা একজনকে ভালোবাসি . . . . .\nপাগলের ভালোবাসা যাকে বলে আরকি . .

রাসেল রহমান › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতের একাকী পথিক !!

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৫০

মধ্যরাতের একাকী পথিক কই যাও !?
~জানি না যে !
কেন যাও !?
~তাও যে অজানা !
আসবে কি কখনো ফের এই ধানসিঁড়িটির তীরে ?
আমাদের এই পতিত নগরে !
এমন অন্ধকারে !
~তাও যে জানি না !

কিছুতো জানো !
সেটাই বলনা শুনি !

শুনবে তুমি !?

আসলে তুমি শুনবে না !
আমরা কেউই শুনি না !

শুধু ভান করি শোনার ।
শুধু চিন্তা করি বাঁচার !

শুধু পড়ে যাই মরার খবর তবু আমরা মরি না!
বেঁচে নেই তুমি মারা গেছ !

জনাব তুমি মারা গেছ !
যেদিন থেকে চুপ হয়েছ !


তাইতো আমি হাঁটছি আমার অচিনপুরের দেশে !
থাকাই আর থাকবো কেন বোধহারা এই দেশে !!?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৬

বাড্ডা ঢাকা বলেছেন: বাহা! কি দারুন লেখেছেন।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:২৬

নিলু বলেছেন: চমৎকার , লিখতে থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.