![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।
এক বন্ধু আরেক বন্ধুকে রাগতভাবে বলছে,''আর একটা ফালতু কথা বলবি, তো থাপ্পড় দিয়ে তোর ৬৪টি দাত ফেলে দেবো।"
সেটা শুনে তাদের আরেকটা বন্ধু বলে উঠল, "দুস্তো, আগে জানতাম, মানুষের দাত থাকে খুব বেশি হলে ৩২ টা, আর তুই কিনা তাকে বলছিস, "থাপ্পড় দিয়ে তোর ৬৪ দাত ফেলে দেবো ???"
তখন ১ম বন্ধু ৩য় জনকে বলল,
.
.
.
"আমি আগেই জানতাম তুই
মাঝখানে এসে নাক গলাবি, তাই
তোরটা সহ হিসাব করে
বলেছি।"
২| ০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২৫
ভিটামিন সি বলেছেন: এর পর থেকে কোথাও নাক গলাতে হলে "দাঁত সাবধানে" রেখে গলাতে হবে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ সকাল ৯:২২
আরজু মুন জারিন বলেছেন: এডমিন কে লিখার উপায় কি? আমি এখন কোন পোস্ট করতে পারছিনা। কমেন্টস ওপেন করতে পারছিনা .আপনি তো পোস্ট করলেন।আমার হচ্ছেনা কেন? যাই হোক শুভেচ্ছা পোস্ট এ।