নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে একা রাখতেই বেশি পছন্দ করি, তারপরও মাঝে মাঝে এক অদৃশ্য অস্তিতকে উপলদ্ধি করি।

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, হারিয়েছি আবেগ।

বিবর্ন সভ্যতা

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।

বিবর্ন সভ্যতা › বিস্তারিত পোস্টঃ

আমরা আশাহত, লজ্জিত, অপমানিত তোমাদের এই বিপর্যয়ে।

০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৮:১৬

তোমরা কি করে ভাবতে পাারলে আমরা তোমাদের পরিত্যাগ করব। আমরা সেই সমর্থক যারা তোমাদের বিজয়ে উল্লাস করি, তোমরা হারলে ব্যাথিত হওয়া সত্বেও তোমাদের পাশে থাকব আজিবন অনুপ্রেরনা হয়ে।



আমরা আশাহত, লজ্জিত, অপমানিত তোমাদের এই বিপর্যয়ে।

তবু কথা দিলাম ভবিষ্যৎ এ তোমাদের সমর্থনেই চিৎকার করব, ব্রাজিলের পতাকা উড়াব সুউচ্চ উচ্চতায়।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৮:১৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
একটা খেলার জন্য তো অসমর্থন করার কিছু নেই।

২| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৮:২১

রাজিব বলেছেন: সত্যিকারের সমর্থক সে যে শুধু দলের সুদিনে আনন্দ করেনা বরং দুর্দিনেও সমানভাবে পাশে থাকে।

৩| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৩৬

ভিটামিন সি বলেছেন: দাদা, বুকে হাত দিয়ে বলুন তো এই কথাগুলো বাংলাদেশ ক্রিকেট দল ওয়েষ্ট ইন্ডিজে গিয়ে হারলেও তাদেরকে এভাবেই অবিভাদন জানাবেন??

০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৪৯

বিবর্ন সভ্যতা বলেছেন: আপনার এতে সন্দেহ আছে বুঝতে পারছি, কিন্তু আমরা এমনই সমর্থক, আমরা বিপদের সময় সুবিধাবাদিদের মত দল পাল্টাই না।

৪| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৪৯

লিঙ্কনহুসাইন বলেছেন: দুঃখ নাই । যদি দলে নেইমার আর সিলভা থাকতো আর তখন যদি ব্রাজিল পরাজিত হতো তখন দুঃখ লাগতো । এখন মোটেও কষ্ট হচ্ছেনা :) এতোদিন ব্রাজিল বা নেইমারের কোন ছবি ফেবুতে প্রোফাইলে বা কভার পিক হিসাবে ব্যবহার করিনি । আজকে এই মাত্র কভার পিক এ নেইমারের ছবি দিলাম । জানি নিন্দুকেরা এই নিয়ে হাসাহাসি করবে কিন্তু তাতে কি ।

০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৫১

বিবর্ন সভ্যতা বলেছেন: কথা দিলাম ভবিষ্যৎ এ তোমাদের সমর্থনেই চিৎকার করব। তোমাদের পাশে থাকব আজিবন অনুপ্রেরনা হয়ে।

৫| ০৯ ই জুলাই, ২০১৪ সকাল ৯:১৯

হাসিব০৭ বলেছেন: আমি মূলত যেকোন ভাল দলের উত্তেজনাপূর্ন খেলার পক্ষে থাকি তবুও কিচুটা আর্জেন্টিনার দিকে ঝোক আছে। কালকের খেলায় ব্রাজিলের আরও করুন পরিনতি হওয়া উচিত ছিল কেননা পূর্ন খেলায়টাতেই ব্রাজিল লং পাস দিয়ে খেলেছে কিন্তু কোন বুদ্ধিমান দল কখনই এতটা লংপাস দিয়ে খেলেছে বলে মনে হয় না। লং পাসই মূলত এই পরিনতির জন্য দায়ী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.