![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।
আমরা ভারতকে হারাতে চাই ভাল কথা, তাই বলে এতটা আবেগপ্রবন হওয়া কি যুক্তিসংগত?
আমরা রাত জেগে হিন্দি গান শুনব, ফিল্ম দেখব, আমাদের ঘরের মেয়েরা পাখি ড্রেস না পেলে আত্মহত্যা করবে। আর সকালে ঘুম থেকে উঠে আমরা ভারতকে হারিয়ে দিলেই কিচ্ছা খতম। আ হা………………
আমরা রাত জেগে সানি লিয়নের ভিডিও খুজতে খুজতে ক্লান্ত অথচ সকালেই তার সমালোচনায় ব্যস্ত। এটাই হল বাঙ্গালি, এটাই হলাম আমরা।
আগে দরকার আমাদের ঘর, আমাদের সংস্কৃতি রক্ষা করা তারপর না হয় মাঠে দেখা হবে।
ভারত কোন সহজ টিম না যে ইচ্ছা করলেই তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে, ভারতকে হারানোর মত যোগ্যতা আমাদের রয়েছে আমরা জানি । কিন্তু এতটা সহজভাবে নেয়া কিন্তু বুদ্ধিমানের কাজ না।
২| ১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৫০
তারেক বলেছেন: ভাই , একদম ঠিক কথা বলছেন। ১০০% সহমত।
৩| ১৭ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:২০
মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: হুজুগে বাঙালী আর কি।ভারত শক্তিশালী দল, ধারাবাহিক ভাবে ভাল খেলেছে, সব দিক দিয়েই সুসংগঠিত।আমাদের টীমের সব বিভাগ এক সাথে ভালো না করলে আশা কম।দোয়া করি সবাই যেন এক সাথে প্রতিটা বিভাগে ভালো করে ।
৪| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৮
পুতুল আলতাব বলেছেন: সহমত।
৫| ১৯ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৪
মেকগাইভার বলেছেন: জি ভাই যুক্তিসংগত। কাড়ন ভারত এখন বাংলাদেশের মানূষের রক্ত চূষে খাচ্ছে।
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৯
বাংলার দামাল সন্তান বলেছেন: আমরা বাঙ্গালীরা সবাই আবেগী, আসুন আবেগী না হয়ে সবাই দোয়া করি বাংলাদেশের জন্য।