![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।
১) পৃথিবীতে দুইটা দেশ আছে বাংলাদেশ আর বিদেশ।
২) বিয়ে করলে বাচ্চা হয় নাইলে হয় না।
৩) কালো পিপড়া খাইলে সাঁতার শিখা যায় নয়তো যায় না । ( আমি নিজেও কত খেয়েছি )
৪) কারো মাথার সাথে যদি নিজের মাথা একটা গুঁতা খায় তাইলে শিং ওঠে, দুইটা খাইলে আর ওঠে না।
৫) কোন ফলের বিচি খাইয়া ফেললে পেটের মধ্যে সেই ফলের গাছ হয়।
৬) সিনেমার মধ্যে নায়ক নায়িকারা নিজের গলায় গান গায়।
৭)"আই লাভ ইউ" খুব খারাপ একটা শব্দ, একেবারে অশ্লীল।
৮) টিভির পেছনে উকি দিলে ভেতরে মানুষ দেখা যাবে ।
৯) সিনেমার গানের মধ্যে নায়ক নায়িকা এত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে কেমনে?
নিশ্চয়ই একটার উপর আরেকটা পরে থাকে, হুট করে উপরেরটা খুলে ফেলে দেয় কোনো সময়...
১০) এক লোকমা খাইলে বা একবার ভাত খাইলে গরু ঢিশ দেয় । তাই দুইবার খাইতে হয় ।
( বিঃদ্রঃ এখান থেকে ছোট বেলায় কার কয়টা প্রশ্ন কমন পড়েছে ?
২| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:২৯
বাঁধলেই বাঁধন বলেছেন: মোটামুটি সব গুলোই কমন / ... ১টি শালিক পাখি দেখলে অশুভ লক্ষণ ..দুইটি শুভ লক্ষণ
৩| ০২ রা জুলাই, ২০১৫ সকাল ১০:১৪
মো কবির বলেছেন: ১। ডিম খেয়ে পরিক্ষা দিলে ডিম পায়,
২। কলা খেয়ে পরিক্ষা দিলে কলা পায়।
৩। ঘর থেকে বের হওয়ার সময় খালি কলস দেখলে খারাপ হয় যাত্রা।
৪| ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:০২
সুমন কর বলেছেন: সবই'তো কমন। আরো আছে।
৫| ০১ লা আগস্ট, ২০১৫ দুপুর ১:১২
চাঁদগাজী বলেছেন:
৪, ৫
মানুষ প্রথমে পরিবার ও মানুষ সমাজ থেকে শিখে।
যারা পড়ার সুযোগ পায় না, তাদের কি অবস্হা, দেখুন।
৬| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:১০
জোৎস্নাআলো বলেছেন: সব
৭| ০৭ ই আগস্ট, ২০১৫ রাত ১:১১
জোৎস্নাআলো বলেছেন: হাদিস বিরোধীদের ব্যাপারে আপনার মন্তব্য ভাল লেগেছে , তাই অনুসরন করলাম।
১২ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৭
বিবর্ন সভ্যতা বলেছেন: ধন্যবাদ...আপনাকে।
৮| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০০
বোকা মানুষ বলতে চায় বলেছেন: মাত্র চারটা
৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
এস কাজী বলেছেন: আমার সব কমন। তবে একটা দুর্ধর্ষ ব্যাপার আমি ধারনা করতাম। ভাবলে আমি হাইসা মইরা যায়। কইতে পারতেছি না
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৫ সকাল ৯:১৮
রিকি বলেছেন: কারো মাথার সাথে যদি নিজের মাথা একটা গুঁতা খায় তাইলে শিং ওঠে, দুইটা খাইলে আর ওঠে না।

সিনেমার মধ্যে নায়ক নায়িকারা নিজের গলায় গান গায়।
সাথে আরেকটাও আছে--- চাঁদ আমাদের follower...