নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজেকে একা রাখতেই বেশি পছন্দ করি, তারপরও মাঝে মাঝে এক অদৃশ্য অস্তিতকে উপলদ্ধি করি।

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, হারিয়েছি আবেগ।

বিবর্ন সভ্যতা

বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।

বিবর্ন সভ্যতা › বিস্তারিত পোস্টঃ

অদূর ভবিষ্যতে প্রেম করা যদি পড়ালেখা করার মত বাধ্যতামূলক হয় তাহলে কি হতে পারে ?

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৯

→ মায়ের ডায়লগঃ আজকে সারাদিন একটা মাইয়াও পটাস নাই, আজ আসুক তোর বাবা !!!

→ বাবার ডায়লগঃ হারামজাদা, তোকে খাইয়ে-পরিয়ে কি লাভ? দশটা মাইয়ার মধ্যে সাতটার কাছ থাইক্যাই ছ্যাঁকা খাইয়া বাড়ি ফিরছস !!! রিকশাওয়ালার মাইয়ার কাছ থাইক্যাও কেউ ছ্যাঁকা খায় ???

→ স্কুলের টিচারের ডায়লগঃ কাল সবাই ৩টা নতুন মেয়ে ফিটিং করে নিয়ে আসবে !!!

→প্রাইভেট টিচারের ডায়লগঃ কাল সারারাত চুমকির সাথে ফোনে গ্যাজাইতে বলে গেছি গ্যাজাইছো? হ্যাঁ স্যার! দেখি, কল-ডিউরেশন বাইর করো! ইয়ে মানে . . বুঝছি, গ্যাজাও নাই। একটা দিনও বাড়ির কাজ করো না! ডাকো তোমার মাকে !!!

→ চৌধুরী সাহেবের মেয়ের ডায়লগঃ আমার বাবার এক-ডজন গার্লফ্রেন্ড আছে! তোমার বাবার আধা-মরা একটা বউ ছাড়া আর কি আছে ?

→ সবশেষে আবুলের ডায়লগঃ মা, পেটটা ব্যাথা করতাছে, আইজকা ডেটিংয়ে যামুনা . . . ! ! !
মা : হারামজাদা আজকে তোর একদিন কি আমার এক দিন।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:


সৃজন ক্ষমতা বটে!

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৩

মাসুদ রানা মামুন বলেছেন: B-)

৩| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

রক্তিম দিগন্ত বলেছেন: প্রেম করার মানে কি শুধুই ছেলেদের মেয়ে পটানো।
বাহ! চিন্তাভাবনা বেশ!!!!

৪| ০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

লেখোয়াড়. বলেছেন:
আজাইরা!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.