| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বিবর্ন সভ্যতা
	বিজ্ঞান আমাদের দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, আমরা প্রতিনিয়ত প্রবেশ করছি এক বিবর্ন সভ্যতায় ।
আমি কোন প্রফেশনাল ফটোগ্রাফার না, আমার কোন ডি. এস.এল.আর ক্যামেরাও নাই তবে যেখানেই যাই ইচে্ছ করে কিছু ছবি তোলে রাখি। মোবাইলে কিছু ছবি 
১। বাশঁ পাতা
 
 
২। কাচা মরিচ
 
 
৩। সাদা বেগুন
 
 
৪। পেয়ারা গাছ
 
 
৫। বাগান বিলাস
 
 
৬। ফুলকপি
 
 
৭। লাউ ডগা
 
 
৮। গ্রামিন আঙ্গিনা
 
 
৯। ভুট্টাক্ষেত
 
 
১০।সবজি বাগান
 
 
সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।
 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৮:৩৮
বিবর্ন সভ্যতা বলেছেন: আপনাকে ধন্যবাদ। মোবাইল মডেল- ASUS Zenfone 2 Leaser
২| 
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৫:৫১
আলো_ছায়া বলেছেন: সুন্দর।
৩| 
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৫:৫২
চাঁদগাজী বলেছেন: 
ছবির জন্য, গাছ, ফুল, ফল থেকে মানুষ বেশী গুরুত্বপুর্ণ, আমার মনে হয়!
৪| 
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৫:৫৫
মনিরা সুলতানা বলেছেন: খুব খুব ভালো লেগেছে ছবি গুলো !!
৫| 
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:১৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
৬| 
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭  সন্ধ্যা  ৭:৩৪
ভ্রমরের ডানা বলেছেন: 
আপনার ইচ্ছে মত ছবি তুলে দিন। খুব ভাল লাগল এই ছবি ব্লগটি......
 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৮:৪১
বিবর্ন সভ্যতা বলেছেন: আরো কিছু ছবি আছে অন্য এক পোষ্টে দিব। ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ
৭| 
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৮:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ছবি ভালোবাসি, তাই পোষ্টে প্লাস
৮| 
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৮:৫৯
সাদা মনের মানুষ বলেছেন: 
 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৮:৪২
বিবর্ন সভ্যতা বলেছেন: ধন্যবাদ ভাই
৯| 
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:০৫
সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর এসেছে।
১০| 
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ৯:১১
আহমেদ জী এস বলেছেন: বিবর্ন সভ্যতা,
ছবি গুলো সুন্দর বিশেষ করে বাঁশপাতার ছবিটি । 
কিছু মনে না করলে বলি-- কি ক্যামরা সেটা ফ্যাক্টর নয় বরং একটু শৈল্পিক ভাবে অর্থাৎ বিশেষ এ্যাঙ্গেলে ছবি তুলুন এবং পোস্ট দিলে তাতে আরও কিছু বিবরণ দিন । কবিতার কিছু লাইন তুলে দিতে পারেন ছবির বিষয়বস্তুর সাথে মিলিয়ে ।   চমৎকার লাগবে ।
 শুভেচ্ছান্তে ।  
 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৮:৪৪
বিবর্ন সভ্যতা বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ। পরের বার অব্যশই চেষ্টা করবো।
১১| 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭  রাত ১২:৩০
ফাহমিদা বারী বলেছেন: গাছপালা আমাকে খুব টানে। শৈশবের বুনো ফুল নিয়ে আমার নিজেরও এমন কিছু সংগ্রহ আছে। ভালো লাগলো ছবিগুলো।
 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৮:৪৫
বিবর্ন সভ্যতা বলেছেন: প্রকৃতি আমাকেও অনেক বিমোহিত করে, তাই এইটুকু চেস্টা করা। ভাল থাকবেন, ধন্যবাদ।
১২| 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৭:১০
নিরব জ্ঞানী বলেছেন: চমৎকার সব ছবি। বহুদিন দেশের মাটির গন্ধ পাইনা!
ভাল থাকবেন ভাইয়া।
 
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭  সকাল ৮:৪৬
বিবর্ন সভ্যতা বলেছেন: ধন্যবাদ। আপনিও ভাল থাকবেন।
১৩| 
১৩ ই মার্চ, ২০১৮  রাত ৯:১৬
বনসাই বলেছেন: ছবির কথা ১,২,৩ দেখলাম। প্রথমটাই বেশি ভালো লাগলো। এখানের ৮ নং ছবির কথা ৩ এ আবার চলে এসেছে।
 
১৫ ই মার্চ, ২০১৮  সকাল ৯:১৩
বিবর্ন সভ্যতা বলেছেন: আরো সর্তক হওয়ার চেস্টা করবো। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৭  বিকাল ৫:৪৬
করুণাধারা বলেছেন: চমৎকার ছবি! এটা কি মোবাইল?