![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের যেকোন সম্পর্কের ক্ষেত্রে কেয়ার, ইর্ম্পটেন্স, প্রায়োরিটি - এই ব্যাপারগুলো অনেক বেশি পরিমাণে প্রভাবিত...
ধরুন আপনি একজনের সাথে কোন সম্পর্কে যুক্ত আছেন, বন্ধুত্ব অথবা ভালোবাসা কিংবা যে কোন সম্পর্ক এবং মানুষটা জানে আপনি তাকে পছন্দ করেন অথবা সম্মান করেন কিংবা ভালোবাসেন।
যখন আপনি তাকে অতিমাত্রায় গুরুত্ব দিবেন, তখন সে উল্টো আপনাকে গুরুত্ব দেয়া কমিয়ে দিবে। আপনি তাকে একটু বেশি কেয়ার করতে থাকবেন, তখন সে আপনাকে চরম অবহেলা করতে শুরু করবে, আপনি তার ভাল চাইলে তার কাছে পেইন মনে হবে।যখন ভালোর জন্য কিছু বলবেন আপনাকে বেশী বোঝে বলে অবজ্ঞা করতে থাকবে,একটা পর্যায়ে আপনার সব কিছু তার কাছে অসহ্য মনে হবে।আপনার কোন কিছুই তার আর পছন্দ হবে না আর আপনি তার কাছে এতটাই সস্তা হয়ে উঠবেন যে তখন ড্যাম কেয়ার ভাবে আপনার সাথে বাজে আচরণ করতে এতটুকু ভাব্বে না।একটা পর্যায়ে আপনার সব কিছু তার কাছে সমস্যা মনে হয়ে নেগেটিভ হিসাবে ধরা দিবে।
আপনি যখন প্রতিনিয়ত তার বাজে ব্যাবহার,অসম্মান আর অবজ্ঞা নিতে না পেরে প্রচন্ড হতাশ হয়ে একদিন তাকে গুরুত্ব দেয়া কমিয়ে দিবেন, কেয়ার করা বন্ধ করে দিয়ে অভিমান করে একদম চুপ হয়ে যাবেন কিংবা সত্যি সত্যি তার থেকে দূরে সরে যাবেন তখন উল্টা বলবে আপনি পরিবর্তন হয়ে গেছেন আর আপনি যা করেছিলেন সব ছিল লোক দেখনো।
কিন্তু একদিন দিন মানুষটা টের পাবে,তার ধারনা ভুল !! সমস্যা হলো, এই উপলব্ধিটা যখন আসে, তখন খুব বেশি দেরি হয়ে যায় !
আসলে মানুষ যখন কোনরকম চেষ্টা ছাড়াই কোনকিছু পেতে থাকে, তার মাথার ভেতর এটাই কাজ করে যে, আরেহ মানুষটা তো আমাকে পছন্দ করেই, তো আমি যত যা-ই করি না কেন, মানুষটা তো আমার কাছেই থাকবে আমি যতই অবহেলা করি না কেন, মানুষটা বিপরীতে আমাকে কেয়ার করবে। আমি তাকে গুরুত্ব না দিলেও তার প্রায়োরিটি লিস্টে আমি এক নাম্বারেই থাকবো। আমি যত বাজে আচরণ করি না কেন, দিনশেষে একটু ভাল ভাবে কথা বললে সে নরম হয়ে যাবে।
ভুল একদম ভুল ভাবনা...
একদিন না একদিন অবহেলিত মানুষটা টের পাবেই ... তার আশেপাশের কেউ না কেউ তাকে সেই কেয়ার, সেই ভালোবাসা, সেই গুরুত্ব আর সেই সম্মানটুকু দিবে - যেটা সে আপনার কাছ থেকে চেয়েও পায়নি, যেটা তার প্রাপ্য।
হ্যাঁ, মানুষের অনুভূতি নিঃস্বার্থ হয় ... সম্পর্ক Give and Take নীতিতে চলে না ... সত্যি কথা !!
কিন্তু যাকে আপনি আপনার ১০০% Effort দিয়ে যাচ্ছেন, তার থেকে যদি ০% Effort পান এবং এটা টের পেয়েও যদি আপনি একই রকম Effort দিতে থাকেন একটা সময় এই কেয়ার কিংবা ভালোবাসার যুদ্ধে শেষমেশ হেরে গিয়ে একটা নির্দিষ্ট সময় জুড়ে অনেক বেশি কষ্ট পাবেন। তারপর ঐ নির্দিষ্ট সময় শেষে আপনি বাকি জীবনের জন্য শক্ত হয়ে মুভ অন করবেন।
আর সেই মানুষটা ???
যে মানুষটা ০% Effort দিয়ে আপনার কাছ থেকে সবকিছু পেতো, আপাতত মনে হতে পারে, সে আসলে হারে নি কিংবা কিছুই হারায় নি,আপনি গোল্লায় গেলেও তার কিছু যায় আসে না।
আসলেই কি তাই ??
না ... কারণ তার ভেতর আফসোস চলে আসবে,আজ না হোক কাল,কাল না হোক পরশু। সে স্বীকার করুক আর নাই করুক, সে সবকিছু মিস করবে ... জ্বরের ঘোরে হোক, বৃষ্টির দিনে হোক কিংবা ঘুম ভাঙ্গা মাঝরাতেই হোক আর শপিং এ বা নতুন কোন রেস্টুরেন্টে বসে ... সচেতন বা অবচেতন মনে সে উপলব্ধি করবে, যা হয়েছে একদম ঠিক হয় নাই কারন সে যা করতো সাময়িক ভাবে খারাপ লাগলেও হয়ত তার ভালোর জন্য করত।মানুষটা আসলে খুব ক্ষুদ্র একটা সময় জুড়ে ভালো ছিল ... কিন্তু পরবর্তী বিশাল একটা সময় জুড়ে সে ঐ ক্ষুদ্র সময়ের কেয়ার এবং স্বার্থহীন ভালোবাসার অভাবে তীব্রভাবে ভুগবে ।
কোন একটা সম্পর্কে যে মানুষটা নিজের ১০০% Effort দিয়েছিলো, সে শুধু কষ্ট পায় না, তার আসলে আফসোস করার কিছুই নেই বরং যে মানুষটা একদমই Effort দেয়নি, পুরোটা জীবন তার এই আফসোসেই কাটবে যে, ইস! হয়তো একটুখানি Effort দিলেই আজকে ভালো থাকতাম !!
তাই আমাদের উচিৎ সময় থাকতে ভুল চিন্তাগুলো দূরে সরিয়ে কাছের মানুষ গুলোকে তার প্রাপ্য সম্মান, গুরুত্ব আর ভালোবাসা দেওয়া কারন কষ্টটা সাময়িক, আস্তে ধীরে চলে যায় কিন্তু আফসোসটা কেন জানি রয়ে যায়, পুরোটা জীবন তাড়া করে বেড়ায়, যে আফসোসের আগুনটা আপনি একদিন নিজেই জ্বালিয়েছিলেন ।
২| ২৫ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫২
যাহরিন নাজাহ বলেছেন: যে মানুষটার কাছে ভালবাসা, কেয়ারের কোন দামই নেই, তার কারণ সে হয়ত বিপরীত দিকের মানুষটাকে ভালই বাসে না । আর যার কাছে তার মূল্যই নেই, তার জন্যেই সে অস্থির । সেই মানুষটা কি কখনো সেই বিপরীত দিকের মানুষটাকে মিস করবে, বা তার ভুল বুঝতে পারবে ? না , মরীচিকার আশায় শুধু এদিক অদিক ছুটতেই থাকবে ? অবহেলিত সেই মানুষটা কি কখনো নিজের অপমান, লজ্জ্বা , ব্যর্থতার জ্বালা ভুলতে পারবে ?
শুভেচ্ছা রইলো ।
৩| ২৬ শে জুলাই, ২০১৭ সকাল ১১:৫০
নীল প্রজাপ্রতি বলেছেন: সময় থাকতে আমরা বুঝি না, সময় ফুরালে বাড়ে তখন বিড়ম্বনা!
৪| ২৬ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:০৯
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর লিখেছেন। বিষয়টাও চমৎকার। এই সময়ে মানুষকে সময় দেওয়াটাই দায় যদিও
মানুষের অনুভূতি নিঃস্বার্থ হয় ... সম্পর্ক Give and Take নীতিতে চলে না
সত্য
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৫৪
মোস্তফা সোহেল বলেছেন: খুব ভাল লাগল আপনার লেখাটি পড়ে।
আমার ক্ষেত্রে এমনই হচ্ছে কিছুটা।
আমি এক বন্ধুকে খুব ভালবাসি কিন্তু ইদানিং মনে হচ্ছে সে আমার জন্য বিরক্ত হয়।
আমি ভাল কিছু বললে তার কাছে অসহ্য মনে হয়।
কি করব ভেবে পায়না। ভাবি তাকে আর কিছু বলব না যা ইচ্ছে করুক। কিন্তু তাকে আমি মন থেকেই ভালবাসি।
ভাবলেও তাকে ছেড়ে যেতে পারিনা। তবে একদিন হয়তো অভিমানে তাকে ছেড়ে দূরে চলে যাব।
এর জন্য দোষটা আমি জানি সে আমাকেই দিবে।
আমি চাই আমার বন্ধুটি সব সময় ভাল থাকুক। তার খারাপ কিছু আমি একদম সহ্য করতে পারিনা।
আপনিও অনেক ভাল থাকুন। আপনার জন্য অনেক শুভ কামনা রইল।