নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি পাঠক।

রাসেদুল হাসান

আমি পাঠক, পড়তে ভালোবাসি।

রাসেদুল হাসান › বিস্তারিত পোস্টঃ

স্বীকারোক্তি।।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:২৭

স্বীকারোক্তি।
ক্রিং ক্রিং ক্রিং
হেলো কে?
আমি পাগল।
কাকে চাই?
আমি সুইসাইড করবো।
আচ্ছা করেন ভালো। কিন্তু আমি কি করতে পাড়ি? দড়ি কিনে দিবো?
না!না! আমি সুইসাইড করার আগে আপনাকে কিছু কথা বলতে চাই। তাই... দেখুন আপনি অন্য কাউ কে খুজে বের করুন।
শুনুন কল কাটবেন না, আমি......
দেখুন আপনি কি পাগল হয়ে গেলেন!!
আমার কথা শুনেন প্লিজ আমার হাতে বেশি সময় নেই। ঘোর কেটে গেলে আমি সুইসাইড করতে পারবো না,আর সুইসাইড করতে না পারলে আমার খুব ক্ষতি হবে।
কি বলছেন আবোলতাবোল!! পাগলামি করবেন না,সুইসাইডের চিন্তা বাদ দিন। বলেন আপনার কি সমস্যা?
আমি কেনো সুইসাইড করতে চাই আপনাকে বলে যাবো, ভাবলাম কেনো মরতে যাচ্ছি যে কোনো একজন কে বলে যাই। এমন একজন যে আমার কথা কখনওই ভুলতে পারবে না। যখনি সে কোনো আত্বহত্যার কথা শুনবে আমাকে মনে করবে আর আমার জন্য তার হ্রদয়ে একটু কষ্টের অনুভাব হবে। ব্যাস।।
আচ্ছা বলেন শুনি কি কারণে আপনি আত্বহত্যা করবেন?
আপনাকে অনেক ধন্যবাদ আমার কথা শুনতে রাজি হওয়ার জন্য। সবার থেকে অনেক কিছু পাবার পর এখন যখন আমার দেওয়ার সময় হয়েছে, তখন দেখি দেওয়ার মতো কিছই অর্জনে নেই আমার।আমি যেনো শুন্য মরুভূমি, অনেক গুলো আশাতূর চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমাকে নিয়ে আমার থেকে বেশি সপ্ন ছিলো তাদের। আমি যদি বেচে থাকি তারা শুধু কষ্ট পাবে।
মানুষ চেষ্টা করলে সব সম্ভব। আপনি আত্বহত্যা না করে শেষ আর একবার চেষ্টা করে দেখুন,,,
বিশ্বাস নেই আমার নিজের উপর। কিছু করার ক্ষমতা হারিয়েছে অনেকদিন আগেই। যারা আমাকে ভালোবাসে, আমি মারা গেলে তাদের কষ্ট কিছুদিন থাকবে তারপর তারা আমাকে ভুলে সুখে থাকার চেষ্টা করবে। আমি যদি তাদের পাশে গিয়ে দাঁড়াই তাদের আশা পূর্ণ না করে, তাহলে আমাকে যখনি তারা দেখবে কষ্ট পাবে। তাই আমি তাদের কষ্ট দিতে চাই না।

এরপর ফোন কেটে গেলো। আমি অনেক বার কল করলাম তাকে কিন্তু তার ফোন বন্ধ।
ছেলেটিকে আমি ভালোভাবে চিনতাম ।আমরা ৪ মাস রুম ম্যাট ছিলাম। ঢাকার একটা প্রাইভেট ভার্সিটি তে বিবিএ পড়ত।
এরপর দুইবছর কেটে গেলো। আমিও আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। একটা কাজে গাজীপুরে গেলাম,রেলস্টেশন এ একটা ছেলের দিকে তাকিয়ে ভূত দেখার মত চমকে উঠলাম। ছেলেটিও আমার দিকে তাকিয়ে আছে,আমি এগিয়ে গেলাম বললাম তুমি......
শুধু হাসলো কিছু বললো না।
আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম আমার সাথে এই ফাজলামি টা কেনো করেছিলে?
তারপর সে এক অবাক কান্ড করে বসলো, উল্টো ঘুরে এক ছোট!!

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

নাইস ওয়ান! বেশ ভাল লাগল স্বীকারোক্তি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.