![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইংলিশরা সবাইকে 'You' বলে সম্বোধন করে।বড়,ছোট,সম্মানি অসম্মানি সবাইকে।আমরা সেটা করি না।আমাদের আছে এমন তিনটি শব্দ।আপনি,তুমি,তুই।এই তিনটা শব্দের মধ্যে যতটা আবেগ আছে you এর মধ্যে তা নেই।
তুই করে বলার সাথে সাথে একজন মানুষ হয়ে যায় আত্মার বন্ধু।কিছুক্ষন আগের 'তুমি' করে বলা মানুষটার সাথে এখনকার 'তুই' করে বলা মানুষটাকে মেলানো যাবে না।'তুই' বলতেও তাকে ভালো লাগবে।শুনতেও ভাল লাগবে।
আবার কেউ একজন থাকবে যাকে 'তুমি' করে বলতে খুব খুব খুব ভালো লাগবে।সে যখন তুমি করে বলবে তখন মনে হবে জিবন থেকে চাওয়ার আর কিছু নেই।সব কিছু পাওয়া হয়ে গেছে।তার কন্ঠের তুমি সম্বোধন ক্যাসেট প্লেয়ারে রেকর্ড করে শুনতে মন যাবে।
'এই পঁচা।আর একবার তুমি করে বল না?'
আবার বয়স যখন এই ধরেন ১৬-১৭।কেবল,পাখা গঁজানো শুরু হয়েছে।এই সময় বাস কন্ডাক্টর কিংবা অপরিচিত পথিকবর আপনি করে বলে ফেলল।ব্যস!নিজেকে বড় বড় ভাবতে আর কি লাগে বলুন?তখন মনে হবে আরে আমি তো বড় হয়ে গেছি।পাশের ফ্লাটের সুন্দরীকে প্রপোজ করার সময় হয়ে গেছে।রাজি না হলে বলে দিব- আজকে বাস কন্ডাক্টর আমাকে আপনি করে বলেছে'
আবার আমরা ভিন্নভাবেও এই তিনটি শব্দ ব্যবহার করি।অতি গন্যমান্য কাউকে যাকে আপনি করে বলা দরকার সুযোগ পেলে তাকে আমরা তুই তুকারি করে খুব আনন্দ পাই।
আমার উচ্চপদস্থ কাউকে তুমি করে বলে অপমান করতেও আমরা পছন্দ করি।তুমি করে বলে তাকে বুঝিয়ে দেই-'আমার কাছে তুই কিছু না।তোকে তুমি করে বলছি এটা তোর ভাগ্য।যা দুই রাকাত শোকরানা নামাজ পড়'
আবার কাছের মানুষটিকে,মনের মানুষটিকে সেলফোনের এই প্রান্ত থেকে আপনি করে বলতেও ভালো লাগে।
'এই যে মিস।একটা উমম দেন না।গালে দিলেই হবে।আমার অত শখ নাই'
এই 'আপনি' 'তুমি' 'তুই' এর এত আবেগ কি ওই 'you' এর মধ্যে আছে?নাই।এ জন্যই বাংলা পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা।
কথা বলুন ।পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষায়।লিখুন পৃথিবীর সবচেয়ে সুন্দর অক্ষরে।
©somewhere in net ltd.
১|
১৭ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২
প্রজন্মের কবি বলেছেন: