নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ আমি আমার কেন পাখির মত মন

রশীদ আবরার িরয়াদ

পাখি আমি আমার কেন মানুষ মানুষ মন?

রশীদ আবরার িরয়াদ › বিস্তারিত পোস্টঃ

আমীন না লিখে যাবেন না প্লিজ!

১১ ই জুন, ২০১৬ রাত ২:২৫

নায়লা নাইমের হিজাব পরিহিত ছবি বলে দিচ্ছে সামনে রমজান মাস।কিছুদিন পর টিভি উপস্থাপিকারাও খালেদা জিয়া স্টাইলে অর্ধেক মাথা ঢেকে খবর পড়বেন,খবরের শুরুতে শুদ্ধ করে সালাম দিবেন।চ্যানেলের লোগোর পাশে রমজানুল মোবারক লেখা হরেক রকম ঢঙ্গে লেখা থাকবে।উদ্ভট সব অনুষ্ঠান প্রচার হবে টেলিভিশন জুড়ে-বসুন্ধরা টয়লেট টিশ্যু সেহরীর সময়,সেনোরা স্যানিটারী ন্যাপকিন ইফতারের খাবার ইত্যাদি ইত্যাদি। কেকা ফেরদৌসি তার চর্বিযুক্ত ভুড়ি দেখিয়ে শেখাবেন কিভাবে পুঁইশাখ দিয়ে জুস বানাতে হয়।টিভি দেখা হারাম ফতোয়াকে বুড়ো আঙুল দেখিয়ে দলে দলে হুজুর,আলেম ওলামারা টক শোতে যাবেন।কী কী কারনে মুমিন মুসলমানদের রোজা নষ্ট হতে পারে এই বিষয়ে দিক নির্দেশনা দিবেন।হিজাব এবং ক্যাটক্যাটে লাল রঙের লিপস্টিক পরিহিতা উপস্থাপিকা "আমাদের সঙ্গেই থাকুন" বলে কমার্শিয়াল বিরতিতে যাবেন।। আমরা লাক্সের বিজ্ঞাপনে দিপীকা পাডুকনের সুবাশিত কোমল ত্বকের গোসল দেখবো।

এছাড়া ঈদ উপলক্ষে পাল্লা দিয়ে টিভি চ্যানেলের অনুষ্ঠান আয়োজনে কি কি থাকবে তা প্রচার করা হবে। সামাজিক চলচ্চিত্র "নষ্টা নারী" দেখুন ঈদের চতুর্থ দিন।শ্রেষ্ঠাংশে গ্ল্যামার গার্ল অমুক,একশন হিরো তমুক।

সহি ইসলামি কায়দায় রোজা রাখার নিয়ত নিয়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু মানুষ না খেয়ে পিসির সামনে বসে থেকে নেট চালায় ।অতি সচেতনরা জিরো ডট ফেসবুক চালায়। এতে বেগানা নারীদের ছবি দেখে রোজা হালকা হয় না। তবে রমজান উপলক্ষে হুট করে ইসলামিক হয়ে যাওয়া মধ্য রাতে যখন বাসায় মধু থাকে না তখন গা গরম করতে সাহায্য করা সেই সব ১৮+ পেজের দেয়া ইসলামিক পোস্টে লাইক করে একটিভ থাকে হাজারে হাজারে মুমিন বান্দা। রমজানে সব কিছুতে ৭০ গুন সোয়াব হয়। একটা লাইক দিলে ৭০ টা লাইকের সোয়াব পাওয়া যাবে। আলহামদুল্লিলাহ।

সব থেকে কিউট হচ্ছে জান যাবে তবু কেউ কেউ সুবেহ সাদিক হতে মাগরিব পর্যন্ত তারা কোন বেগানা নারী পুরুষের ঢলাঢলি,ডলাডলি দেখবে না। যা দেখার সব ইফতারের পর দেখবে। ইফতারের পর সব কিভাবে কিভাবে যেন সব হালাল হয়ে যায়! আমার পরিচিত এক দোকানদার ছিল যিনি ইফতারী করতেন ধুম্রশলাকা দিয়ে।

এমনটা চলতে থাকবে ঠিক চাঁদরাত পর্যন্ত। ধর্মবিমুখ এক বিরাট জনগোষ্ঠির এই জোর করে ধর্ম দেখানো শেষ হবে ঈদের চাঁদ দেখার সাথে সাথে।ধার্মিকতার খোলস খোলার পর আবার আমরা ইসলামিক দাঁড়ি নরসুন্দরের কাছে ছেটে ফরাসি কাট দিব, নায়লা নাঈমের উরুতে তিলের সংখ্যা ঠিক কতটা এটা নিয়ে ভদ্র অভদ্র উভয় সমাজে হবে চুলচেরা বিশ্লেষন।

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৬ রাত ৩:০১

মাগুরগিয়াসাইবারফোর্স বলেছেন: ভাল

২| ১১ ই জুন, ২০১৬ রাত ৩:০৭

শেয়াল বলেছেন: আআমিন

৩| ১১ ই জুন, ২০১৬ সকাল ৮:১০

বিডি আইডল বলেছেন: তৈলাক্ত চেহারার শেখ হাসিনার হিজাব বেশ সুন্দর। সহীহ ইসলামী কায়দায়।।

৪| ১১ ই জুন, ২০১৬ সকাল ৯:৩১

আহলান বলেছেন: তিন গ্রেড এর রোজা আছে। এক হচ্ছে শুধু আল্লাহ ছাড়া সব কিছুকে ভুলে থাকা, দুই দ্বীনদারি আর দুনিয়াদ্বারী উভয়টাকেই পালন করা, আর তৃতীয় গ্রেড হলো শুধুই দুনিয়াদ্বারি ........
হাদিসে এসেছে আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন, যে রোজার মাস পেলো, অথচ গোনাহ মাফ করাতে পারলো না, সে হতভাগা/ধ্বংস হোক .... আবার এ্ও বলা হয়েছে, যে রোজা রেখে মিথ্যা ত্যাগ করলো না, তার না খেয়ে থাকায় আল্লাহর কিছু যায় আসে না .... সুতরাং ইফতারির আগে কি করবে আর পরে কি করবে, যা করবে-তার প্রতিদান সে পাবে ... সুতরাং হিসাবটা নিজেকেই করতে হবে ...
ভালো ও দরকারী পোষ্ট ... !

৫| ১১ ই জুন, ২০১৬ সকাল ৯:৫২

রাফা বলেছেন: আপনি এত কিছু জানেন কি করে ! নিশ্চই আপনি এগুলোই অনুসরন করেন।নিজে কি করছেন সেটুকু বলুন-অন্য কারো এ্যাডভেটাইজ না করলেই ভালো.

৬| ১১ ই জুন, ২০১৬ রাত ১১:২৯

মাহিরাহি বলেছেন: রোজা রাখা এবং অনৈতিক কাজ করা পরষ্পর বিরোধী।

আপনি রোজা রাখার পক্ষে নাকি অনৈতিক কাজ করা পক্ষে, এটি আগে ষ্পষ্ট করুন।

যদি রোজা রাখার পক্ষে থাকেন, তাহলে আশা করছি আপনি এসকল অনৈতিক কাজ থাকে নিজেকে দুরে রেখেছেন।

৭| ১২ ই জুন, ২০১৬ রাত ১২:২১

মহা সমন্বয় বলেছেন: অনেক কিছু জানতে পারলাম।
সুবহানাল্লাহ।

৮| ১২ ই জুন, ২০১৬ সকাল ১১:২০

চন্দ্রভুক বলেছেন: অনেক সুন্দর এবং সত্য কথা । কিছু বাঙালির এখনও ঘার ত্যাড়া আর তাই এত সুন্দর ও বাস্তব বিষয় সম্বলিত লেখা পরেও বাজে মন্তব্য করে । আল্লাহ্‌ তাদের হেদায়েত করুন ।
ধন্যবাদ , সুন্দর ও বাস্তবসম্মত লেখার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.