![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাল থাকার জন্য খুব বেশি কিছু লাগে না,ফরফুরে বাতাস আর একটু ক্যাফেইন ...।
অমানুষ !!!!
অমানুষ দেখেছ অমানুষ !
ভ্রুণ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে খুবলে বের করা অমানুষ
দেখো নি,আর দেখবেও না কোনদিন।
শকুনের মত ক্ষত বিক্ষত রক্তাক্ত শরীরটাকে না ছাড়া অমানুষ
সেটাও দেখার কথা নয়, কেনই বা দেখবে।
অমানুষ দেখেছ অমানুষ !
চিলের মত ঘুরে ঘুরে ভয়াত্ত চোখে খাবার খোঁজা অমানুষ
নিজের পায়ে নিজের কুড়োল মারা কেনই বা দেখবে ।
ওরা কি কোনদিনই মানুষ হবে না !
মানুষের মাঝেই তো অমানুষ
নিজেকে যদি কন্টোল করতে নাই বা পারো
তবে মানুষ ই বা কেন।
ওরা একদিন মানুষ ঠিক হবেই
শিকলে বন্দী শুভ্র কবুতর যেভাবে আকাশ খুঁজে বেড়ায়,
ওরাও মানুষ হবার উষ্ণ আকাঙ্খা বুকে নিয়ে
অজস্র প্রতিক্ষায় দিন গুনছে।
আমরা স্বপ্ন দেখে চলেছি, বাস্তবায়ন আমরাই করবো,
আর হয়তো কোনদিনই দেখবো না মানুষরূপী অমানুষগুলোকে .......
©somewhere in net ltd.