নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রায়হান খান ঝুমন এর ব্লগে আপনাকে স্বাগতম

নিরপেক্ষ নই,সত্য ও ন্যায়ের পক্ষে ।

মোঃ রায়হান খান ঝুমন

যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জম্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।- সক্রেটিস

মোঃ রায়হান খান ঝুমন › বিস্তারিত পোস্টঃ

চরম অস্থিরতা চারদিকে

০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩০

চরম এক অস্থিরতা চারদিকে । মানুষের মনে কোন শান্তি নেই । গত কয়েক দিনের সহিংসতায় নিহত প্রায় ৭০ জন । আজকেও বিভিন্ন জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে । বিএনপিও এখন মাঠে । আবার আগামীকাল থেকে লাগাতার ৩ দিন হরতাল । বর্তমান পরিস্তিতি অব্যাহত থাকলে এই ৩ দিন আরো জানমালের ক্ষয়-ক্ষতি হবে এটা নিসন্দেহে বলা যায় । একটি বিষয় নিয়ে আমি খুবই চিন্তিত ইদানিং কালের রাজনৈতিক সহিংসতা গুলো শহর বন্দর পেরিয়ে গ্রামগঞ্জে পর্যন্ত ছড়িয়ে পড়েছে । যা সামনে ভয়াবহ পরিস্তিতির ইংগিত বহন করে । বর্তমান সহিংসতা গুলোর ক্ষেত্রে পুলিশের ভূমিকা যথেষ্ট বিতর্কিত । রাবার বুলেট-টিয়ারশেল নিক্ষেপ না করে বরং সটগান থেকে গুলি করার দিকে তারা বেশি মনযোগি । আর জামাত-শিবিরও যথেষ্ট ধর্যের পরিচয় দিতে পারছেনা । নিহত এতগুলো মানুষের পরিবারের দায়বার কি জামাত-শিবির নিবে? তাই বলি সহিংসতা কোন সমধান নয় । যুদ্ধপরাধের প্রশ্নে জামায়াতকে বাস্তবতা মেনে নিয়েই রাজনীতি করতে হবে । সরকারি দল আওয়ামীলীগকে বুঝতে হবে হিংসা হিংসারই জন্ম দেয় । হিংসার পথে কোন সমাধান নয় । আর আওয়ামীলীগকে জামায়াতের বাস্তবতা মেনে নিয়েই রাজনীতি করতে হবে । আওয়ামীলীগ চাইলেও বাংলাদেশ থেকে জামাত-শিবির নির্মুল করা সম্ভব নয় । কারণ অনেক দেরি হয়ে গেছে । এখন একই বাড়িতে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর বাস । এক ভাই আওয়ামীলীগ করলে অন্য ভাই জামায়াত আবার বাপ আওয়ামীলীগ কিন্তু ছেলে শিবির । এই রকম নজির আমাদের সমাজে অহরহ দেখা যায় । তাই কোন সিদ্ধান্ত নেয়ার আগে ভেবে দেখতে হবে, যাতে ভ্রাতৃঘাতী কোন যুদ্ধে আমরা লিপ্ত না হই । একটা বিষয় মনে রাখতে হবে এই দেশটা কোন নির্দিষ্ট দলের নয় এই দেশটা সকলের । সব কথার শেষ কথা হচ্ছে, বর্তমান পরিস্তিতি থেকে দেশের ১৬ কোটি মানুষকে মুক্তি দিতে হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রনায়কোচিত সিদ্ধান্ত নিতে হবে । দেশকে রক্ষা করুন । দেশের মানুষ শান্তি চাই। দেশে এমন শুরু হলে কারোর জন্যই ভালো হবে না ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩২

বোকামন বলেছেন: :( :( :( .....................

২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৫

ফ্রিঞ্জ বলেছেন: ভবিষ্যৎ তো অনিশ্চিতই হয়! আজিব!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.