নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রায়হান খান ঝুমন এর ব্লগে আপনাকে স্বাগতম

নিরপেক্ষ নই,সত্য ও ন্যায়ের পক্ষে ।

মোঃ রায়হান খান ঝুমন

যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জম্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।- সক্রেটিস

মোঃ রায়হান খান ঝুমন › বিস্তারিত পোস্টঃ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন

০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৪

গত কয়েক দিনের রাজনৈতিক সহিংসতায় নতুন মাত্রা হিসাবে যোগ হয়েছে সংখ্যালঘু নির্যাতন এবং তাদের বাড়ি-ঘরে আগুন দেওয়া । একের পর এক এইরকম ঘটনা ঘটেই চলেছে কিন্তু সরকার নির্বিকার । আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহীনিও ব্যর্থতার পরিচয় দিচ্ছে । সরকার দলীয় নেতাকর্মীরা বিরুধী দলের হরতাল মোকাবেলায় রাজপথে থাকলেও তাদের ভোট ব্যাংক হিসাবে পরিচিত সংখ্যালঘুদের রক্ষায় কোন ভূমিকা রাখছেনা বরং তা নিয়ে সস্তা রাজনৈতিক ফাইদা লুটার চেষ্টা করছে । তবে যে বা যারা এই ঘৃন্য কাজগুলো করে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে তারা অবশ্যই মানুষরূপী শয়তান । তাদের কোন স্থান নেই শান্তির ধর্ম ইসলামে । ইসলাম ধর্ম অনুযায়ী মুসলিম প্রধান দেশে অমুসলিমরা আমানত স্বরূপ । আমাদের পবিত্র কুরান ও হাদীসে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে ।

‘’দ্বীনের ব্যাপারে কোন জবরদস্তি বা বাধ্য-বাধকতা দেই।"–(সূরা বাকারাঃআয়াত ২৫৬)

"কিয়ামতের দিন আমি এমন যেকারো বিরুদ্বে লড়বো,যে কোন অমুসলিমদের উপর নির্যাতন করে বা তার অধিকার ভঙ্গ করে বা তার সাধ্যের বাইরে তার উপর বোঝা চাপিয়ে দেয় বা তার ইচ্ছার বিরুদ্বে তার কোন জিনিস দখল করে।"–(আল-হাদীস,আবু দাউদ)

"যদি কোন ব্যক্তি মুসলিম রাষ্ট্রের মধ্যে বসবাসকারী অমুসলিম নাগরিক বা মুসলিম দেশে অবস্থানকারী অমুসলিম দেশের কোনো অমুসলিম নাগরিককে হত্যা করে তবে সে জান্নাতের সুগন্ধও লাভ করতে পারবে না, যদিও জান্নাতের সুগন্ধ ৪০ বৎসরের দুরত্ব থেকে লাভকরা যায়।" ( আল-বুখারী, হাদীস ৬/২৫৩৩)

"যার হাত আর জবান থেকে মানব জাতি নিরাপদ, সেই প্রকৃত মুসলমান ।"- আল হাদিস

"শেষ জমানায় কিছু প্রতারক সৃষ্টি হবে। তারা ধর্মের নামে দুনিয়া শিকার করবে, তারা মানুষের নিকট নিজেদের সাধুতা প্রকাশ ও মানুষকে প্রভাবিত করার জন্য ভেড়ার চামড়ার পোষাক পড়বে (মানুষের কল্যাণকারী সাজবে),তাদের রসনা হবে চিনির চেয়ে মিষ্টি, কিন্তু তাদের হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মতো হিংস্র।"-(তিরমিজী)



পবিত্র কুরান ও হাদীসের আলোকে আমরা বলতে পারি যারা সংখ্যালঘু নির্যাতনের সাথে জড়িত তারা প্রকৃত মুসলিম নয় তারা বিশৃংঙ্খলাকারী শয়তান । শান্তিপ্রিয় ও ধর্মপ্রাণ মুসলমান হিসাবে আমাদের সকলের উচিত অমুসলিমদের ধর্মীয় স্থাপনা,বাড়ি-ঘর এবং তাদের জানমাল রক্ষায় এগিয়ে আসা । আর সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী মানুষরূপী শয়তানগুলোকে শনাক্ত করে আইনের হাতে তুলে দেওয়া ।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.