![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জম্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।- সক্রেটিস
পৃথিবীর মহা মণীষীরা সব সময় মানুষকে আলোর পথে, শান্তির পথে, মঙ্গলের পথে আহ্ববান জানিয়েছেন । তাদের সেই মহা মূল্যবান বাণীগুলো মানুষকে অতিতের মত আজ়ো সমানভাবে অনুপ্রানিত করে ।মণীষীদের এই রকম কিছু ‘বাণী সমগ্র’র প্রথম কৃস্তি প্রকাশিত হওয়ার পর ব্যাপক সাড়া পেয়েছি তাই দ্বিতীয় কৃস্তি প্রকাশ করলাম । আশা রাখি মণীষীদের বাণী নিয়ে সিরিজ লেখার ।বাণী সমগ্র’র দ্বিতীয় কৃস্তি নিচে তুলে ধরা হল ।
পৃথিবীর মূল সমস্যা হলো , চালাকদের মন ভরা সন্দেহ আর বোকাদের প্রচন্ড আত্মবিশ্বাস।-চার্লস বুকোস্কি
আবেগপ্রবণ লোকেরা নিজেরা যেমন সহজেই ব্যথা পায়, তেমনি অন্যকেও ব্যাথা দিয়ে আনন্দ পায়।-জর্জ ম্যারিডিথ
পৃথিবীটা আমার দেশ,সমস্ত মানব জাতি আমার ভাই
এবং সবার সাথে ভাল ব্যাবহার করাই আমার ধর্ম।- টমাস পেইন
মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন।
অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক |-হুমায়ূন আহমেদ
মেয়ের সম্মান মেয়েদের কাছেই সবচেয়ে কম। – রবীন্দ্রনাথ ঠাকুর
মানুষ যতটা সুখী হতে চায়, সে ততটাই হতে পারে । সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি । –আব্রাহাম লিংকন
বড় বড় কথা চিন্তা করুন, দ্রুত চিন্তা করুন, অন্যদের থেকে আগে চিন্তা করুন, বিচারের উপর কারও একচেটিয়া অধিকার নেই । –ধীরু ভাই আম্বানী
ছেলেরা বিয়ের পরে পালটে যাবে এই আশায় মেয়েরা বিয়ে করে, কিন্তু তা হয় না, ছেলেরা এই আশায় বিয়ে করে যে বিয়ের পর মেয়েরা পাল্টাবে না, কিন্তু তারা পালটে যায় । –কবির বেদি
তুমি সবসময় কিছু লোককে বোকা বানাতে পারো, কিছু সময় সবলোককে বোকা বানাতে পারো, কিন্তু সব সময় সব লোককে বোকা বানাতে পারো না । –আব্রাহাম লিংকন
আমাদের ভেতরে কি আছে তার থেকে অনেক বেশী গুরু্ত্বপুর্ন হচ্ছে যে, আমাদের সামনে বর্তমানে কি আছে। –রালফ ওয়াল্ডো এমার্সন
আমরা কোনো বড় কাজ করতে পারি না, কেবল মাত্র ছোট কাজ বিশাল হৃদয় দিয়ে করতে পারি। –মাদার টেরেসা
যে সব বাচ্চাদের বাবা-মা বাচ্চাদের জন্য প্রয়োজনের অতিরিক্ত করেন, সেই সব বাচ্চারা নিজেদের জন্য কিছুই করতে পারে না। –আলবার্ট হাবার্ড
একজন বন্ধু সেই কথাটা বলতে পারে, যে কথা আপনি নিজের সম্বন্ধে বলতে চান না । –ফ্রান্সিস ওয়ার্ড ওয়েলার
যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ইশ্বরে বিশ্বাসী হবে । –ফ্রান্সিস বেকন
কে, কি করছেন? বারবার সে সবদিকে নজর গেলে নিজে কি করছি, সেটা আর দেখে ওটা হয় না। কাজটাও অসম্পুর্ন থেকে যাই । –ডঃ বিধান চন্দ্র রায়
একটা মেয়ের দোষ খুজে বের করতে চাইলে, মেয়েটির বান্ধবীদের কাছে আপনি সেই মেয়েটির প্রশংসা করতে শুরু করুন |-বেঞ্জামিন ফ্রান্কলিন
স্বপ্ন থাকা খুবই জরুরি…স্বপ্ন না থাকলে ভোরবেলায় ঘুম থেকে ওঠার কোনো মানেই হয় না…সারা জীবন শুয়ে থাকলেই তো হয়…-হুমায়ূন আহমেদ
নিজেকে কখনই অন্য কারো সাথে তুলনা করবেনা , যদি তুমি তা করো তবে তুমি নিজেকেই অপমান করলে–বিল গেটস
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৪
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১১
লাবনী আক্তার বলেছেন:
উপরের লিঙ্ক কাজ করছেনা এটা ক্লিক করে দেখতে পারেন।
Click This Link
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২০
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: বাণী সমগ্র’র প্রথম কৃস্তি'র লিঙ্ক- Click This Link
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৬
খাটাস বলেছেন: সুন্দর পোস্ট। ভাল লাগা রইল। আপনাকে অনুসরণে নিলাম।
শুভ কামনা।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৮
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার পোস্ট!!!
++++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২০
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ ভাই।
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯
মাক্স বলেছেন: নাইস পোস্ট!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২২
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: আপনাকে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৯
লাবনী আক্তার বলেছেন: হুম! ভালো পোস্ট। আমারও এমন একটা পোস্ট ছিল। লিঙ্ক দিলাম পড়ে দেইখেন।
মনীষীদের বাণী