নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রায়হান খান ঝুমন এর ব্লগে আপনাকে স্বাগতম

নিরপেক্ষ নই,সত্য ও ন্যায়ের পক্ষে ।

মোঃ রায়হান খান ঝুমন

যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জম্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।- সক্রেটিস

মোঃ রায়হান খান ঝুমন › বিস্তারিত পোস্টঃ

আর কত গার্মেন্টস শ্রমিক পুড়ে মরলে তাদের মানুষ হিশাবে মূল্যায়ন করা হবে ? তাদের বাচার অধিকার নিশ্চিত করা হবে(?)

০৯ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৫

ইউরোপ/আমেরিকায় বিনাকারণে একটা কুকুর মারলেও তার বিচার হয় আর আমাদের দেশে মানুষ মারলেও বিচার পাওয়ার কোন নিশ্চয়তা নাই ! বলা যায় বাংলাদেশে সব চেয়ে সস্তা মানুষের জীবন । আর এই মানুষগুলো যদি গার্মেন্টস শ্রমিক হয় তাহলে তো কথাই নাই ! ১/২জন বা ১০০/২০০ জন নয় হাজার খানেক মানুষ মেরে পেললেও তার বিচার কোন নাই ! রানা ফ্লাজায় ১২৫০ নিহত হলেও রানাসহ অন্য অপরাধিদের বিচার কতটুক এগলো তা কেউ জানেনা । তানজিন ফ্যাশনে এতগুলো শ্রমিক পুড়ে মরল তার কোন বিচার হলনা । গতকাল আবার গাজীপুরে একটি গার্মেন্টসে আগুন লেগে ১০ জন নিহত । এভাবে আর কত গার্মেন্টস শ্রমিক পুড়ে মরলে শ্রমিকের রক্ত চুষা গার্মেন্টস মালিকদের বিচার হবে ? আর কত গার্মেন্টস শ্রমিক পুড়ে মরলে তাদের মানুষ হিশাবে মূল্যায়ন করা হবে ? তাদের বাচার অধিকার নিশ্চিত করা হবে ?



এবার একটা গল্প বলি , একবার বিশাল এক কুয়ার মধ্যে এক গ্রামের কয়েকটা বাচ্চা পড়ে গেলো । সারা গ্রাম হইচই পড়ে গেল । তাদের উদ্ধার করতে শক্ত লম্বা দড়ি দরকার । সারা গ্রামে হাহাকার পড়ে গেলো দড়ি নাই কোথাও । গ্রামের মোড়ল নির্বিকার । গ্রামের অসহায় লোকজন কাপড় জোড়া লাগিয়ে কোনমতে দড়ির মত বানিয়ে উদ্ধারের কাজ চলতে লাগলো । কয়েকটা বাচ্চা মারাও গেলো এই কারণে । কয়েক ঘন্টা পর দেখা গেলো, বিশাল এক দড়ি নিয়ে মোড়ল তার গরু বাধতে যাচ্ছেন !!



এই গল্পের গ্রামের মোড়ল মতই আমাদের রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা । হাজারো গার্মেন্টস শ্রমিক পুড়ে মরলে তার কোন বিচার নাই । অথচ আপনি ক্ষমতাশীন কর্তা ব্যক্তিদের সামান্য তম সমালোচনা করলে সে সমালোচনা হবে কটূক্তি ! আর কটূক্তি করার অভিযোগে আপনাকে জেলে যেতে হবে । বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে তথ্য-প্রযুক্তি আইনে আপনার ১৪ বছর জেল হতে পারে । এদেশে ব্লগ/ফেসবুকে ক্ষমতাশীন কর্তা ব্যক্তিদের সমালোচনা করা যেন হত্যার চেয়ে জঘন্য অপরাধ !!









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.