![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জম্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।- সক্রেটিস
কতিত আছে,ভ্যালেন্টাইন ছিল একজন খ্রীষ্টান ধর্মযাজক । যখন কিনা রোমান শাসক দ্বিতীয় ক্লডিয়াসের শাসনামল । অবিবাহিত সৈনিক বিবাহিত সৈনিক হতে বেশি কার্যকর, এই ধারনার বশবর্তি হয়ে তিনি যুবকদের বিয়ে করা অবৈধ ঘোষণা করেন । ভ্যালেন্টাইন এই ঘোষণার বিরোধিতা করে গোপনে যুবক যুবতীর বিয়ে দিতে লাগলেন । স্বাভাবিক ভাবেই কিছু দিন পরে এই কথা রাজার কানে পৌছল এবং তিনি ভ্যালেন্টাইনের মৃত্যুদন্ডের আদেশ দিলেন । বলা হয়ে থাকে এই মৃত্যুদন্ড ১৪ ফেব্রুয়ারী কার্যকর হয় । তাই ভ্যালেন্টাইন ডে কে ভালবাসা দিবস হিসেবে পালন না করে বরং বিশ্ব ‘কাজি দিবস” অথবা বিশ্ব 'শোক দিবস' হিসেবে পালন করায় যুক্তিযুক্ত !!! কোথায় প্রেমিক/প্রেমিকারা কাল ব্যাজ ধারন করে শোক পালন করবে তা না তারা থাকে হইহুল্লর,আনন্দ/পূর্তি নিয়ে !! মনে হয় বছরের ৩৬৪ খরা চলে, তাই বছরের একটি নির্দিষ্ট দিনে সুদে আসলে উচুল করে নেয় আর অনেকেতো ১৪ই ফেব্রুয়ারীতে ইমরান হাশমি-সানি লিওনের ভূমিকায় অবতির্ন হয়
দুষ্টু লোকেরা বলে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধিতে ১৪ই ফেব্রুয়ারীর অনেক অবদান
তবে দুষ্টু লোকের কথা বিশ্বাস করতে নেই, কলি যুগের হাশমি-লিওনরা অনেক সচেতন
এবার একটা সিরিয়াস কথা সিরিয়াসলি বলি, দেহের সাথে দেহ নয় বরং আত্মার সাথে আত্মার সম্পর্কই প্রকৃত প্রেম,স্বর্গীয় প্রেম ।
ভালবাসার প্রকৃত পূজারীদের জন্য একটি কবিতাঃ
অনন্ত প্রেম – রবীন্দ্রনাথ ঠাকুর
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
চিরকাল ধরে মুগ্ধ হৃদয়
গাঁথিয়াছে গীতহার,
কত রূপ ধরে পরেছ গলায়,
নিয়েছ সে উপহার
জনমে জনমে, যুগে যুগে অনিবার।
যত শুনি সেই অতীত কাহিনী,
প্রাচীন প্রেমের ব্যথা,
অতি পুরাতন বিরহমিলনকথা,
অসীম অতীতে চাহিতে চাহিতে
দেখা দেয় অবশেষে
কালের তিমিররজনী ভেদিয়া
তোমারি মুরতি এসে,
চিরস্মৃতিময়ী ধ্রুবতারকার বেশে।
আমরা দুজনে ভাসিয়া এসেছি
যুগল প্রেমের স্রোতে
অনাদিকালের হৃদয়-উৎস হতে।
আমরা দুজনে করিয়াছি খেলা
কোটি প্রেমিকের মাঝে
বিরহবিধুর নয়নসলিলে,
মিলনমধুর লাজে—
পুরাতন প্রেম নিত্যনূতন সাজে।
আজি সেই চিরদিবসের প্রেম
অবসান লভিয়াছে
রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে।
নিখিলের সুখ, নিখিলের দুখ,
নিখিল প্রাণের প্রীতি,
একটি প্রেমের মাঝারে মিশেছে
সকল প্রেমের স্মৃতি—
সকল কালের সকল কবির গীতি।
প্রেম/ভালবাসা বছরের একটা নির্দিষ্ট দিনের জন্য নয়, আপনার ভালবাসার মানুষটি’কে ভালবাসুন ৩৬৫ দিন ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০১
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: মন্তব্য'র জন্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৮
আশমএরশাদ বলেছেন: Click This Link
ভালোবাসা দিবস কেবল শফিক রেহমানই আনেননি।