![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জম্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।- সক্রেটিস
শীর্ষ দুই পত্রিকা দৈনিক প্রথম আলো ও দৈনিক যুগান্তরের অনলাইন নিউজ হেডলাইন-‘টেস্ট–ওয়ানডে ছাড়ার হুমকি সাকিবের’, দেশের জন্য না খেলার হুমকি সাকিবের’
নিউজ দেখে কষ্ট পেলেও অবাক হইনি । টাকার কাছে বিক্রি হওয়া সাকিব,টাকার জন্য সব কিছু করতে পারে । কিন্তু কে এই সাকিব? সে জন্মের পর মাঠে দৌড় দিয়েছিল নাকি তাকে তিলে তিলে তৈরি করা হয়েছিল ।
‘সাকিব আল হাসান’ জনগণের টাকায় পরিচালিত সরকারি প্রতিষ্টান বিকেএসপি থেকে উঠে আসা প্লেয়ার । বাংলাদেশর জাতীয় ক্রিকেট দলে খেলার সুযোগ দেওয়া হয়েছিল বলেই সে নিজেকে বিকশিত করতে পেরেছে বা তার আজকের এই অবস্থান । তার শরীর থেকে প্রত্যেকটা কোষ খুলে নিলেও দেশের প্রতি তার ঋন শোধ হবার নয় । টাকার পিছনে দৌড়াতে গিয়ে অকৃতজ্ঞ আর অমানুষে পরিনিত হওয়া সাকিব এখন দেশের পক্ষে না খেলার হুমকি দেয়!! কি সাহস তার! অহংকারে সে হিতাহিত জ্ঞান হারিয়ে পেলেছে ।।অনুমোতি না নিয়ে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে) খেলতে যাওয়া, পত্রিকার সাক্ষাতকার দিয়ে উলটাপালটা কথা বলা,গ্যালারিতে অশ্লিল অঙ্গভঙ্গি করা, দর্শকের ঘায়ে হাত তোলাসহ শৃঙ্খলা ভঙ্গ করে সব অঘটন ঘঠাচ্ছে সে। এই সাকিব আল হাসান’নি লোটাস কামালের সাথে ঝামেলা বাধিয়ে পরে তার পা ধরে ক্ষমা চেয়েছিল । তখনি বুঝা গেয়েছিল ব্যক্তিত্বহীন সাকিব দ্বারা সব সম্ভব । বাংলাদেশ দলে এই রকম প্লেয়ার থাকার চেয়ে না থাকায় ভাল ।
তুমি সাকিব আজ আছো,কাল নাই । তোমার জন্ম যেমন এই বাংলাদেশে,তোমার চেয়ে হাজার গুন প্রতিভাবান প্লেয়ারের জন্ম দেওয়ার ক্ষমতা রাখে এই বাংলাদেশ।
০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: সহমত ।
২| ০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪০
কানা দাজ্জাল বলেছেন: সাকিব তুমি আউগাইয়া চলো। কারন আমরা আছি তোমার লগে। তোমরা বিসিবির কাছে অথবা কোন বর্জুয়াদের কাছে মাথা নত করবা না। কারো কাছে বিক্রি হবা না, খালি বাংলা লিংগ আর গ্রামীন পোন ছাড়া।
০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০১
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: বেপক মজা পাইলাম
৩| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৫
শেখ মফিজ বলেছেন: টাকার পেছনে কে না দৈাড়ায়?
আমাদের বুয়েট চুয়েট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ছেলেরা বিদেশে চাকরী করছে না ?
আপনি বা আমি সেরকম চান্স পেলে যাবো না ?
দেশের সেবা করার জন্য রাজনীতিকরা এত ব্যস্ত হচ্ছে কেন ?
কেন সাংসদ হবার জন্য জীবণ মরন চেষ্টা ?
কেন ক্ষমতায় থাকা আর দখলের জন্য মরিয়া ?
সবকি দেশের জন্য ?
০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: আগে দেশের খেলা তারপর লীগের খেলা । দেশের হয়ে না খেলার হুমকি দেওয়া, বিসিবির অনুমোতি না নিয়ে সিপিএলে খেলতে যাওয়া প্লেয়ারের দরকার নেই আমাদের ।
৪| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫
শেরশাহ০০৭ বলেছেন: এমনি তে আমরা হারি ৫০ রান বা ৮ ঊঈকেট এ ।সাকিব না থাকলে হারব ৭০ রান বা ১০ ঊঈকেট এ । আসুবিধা কি?
০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:০৯
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: সাকিবের জন্ম যেমন এই বাংলাদেশে,সাকিবের চেয়ে হাজার গুন প্রতিভাবান প্লেয়ারের জন্ম দেওয়ার ক্ষমতা রাখে এই বাংলাদেশ।
৫| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৪
নতুন বলেছেন: সাকিব কি এবং কেন বলেছেন তা না জেনেই সবাই সাকিবের দরকার নাই বলছেন কেন???
খেলায় হারার পর সাকিবকে মাঠে কাদতে দেখেন নি????
আমার মনে হয়না শুধু টাকার জন্য এবং দেশের মায়া ছেড়ে সাকিব কিছু বলেছে....
পুরুটা না জেনে কোন মন্তব্য করা ঠিক না...
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৬
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: আপনি যেমন টাকার জন্য বাংলাদেশে এসেছেন, আমিও তেমনি টাকার জন্য সিপিএল (ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ) খেলতে যাব।'
'প্রয়োজনে আমি বাংলাদেশ দল থেকে অবসর নিয়ে হলেও টি-টোয়েন্টি খেলব।'
প্রকাশ্যে তর্কে জড়িয়ে পড়া সাকিব আল হাসান কিছুদিন আগে বাংলাদেশ দলের হেড কোচ চন্দিকা হাতুরাসিংহের ওপর ঠিক এ ভাষায়ই চড়াও হয়েছিলেন । সাকিবের এমন ঔদ্ধত্বপূর্ণ বক্তব্য এবং আচরণের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) লিখিত আকারে জানিয়েছেন জাতীয় দলের শ্রীলঙ্কান কোচ।
এর পর আর কিছু জানার দরকার নাই । এটাই যথেষ্ট তার সম্পর্কে মন্তব্য করার জন্য ।
৬| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
কারাবন্দী বলেছেন: সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি সাকিব যা করেছে তা ভাল করেছে। সবাই জানে গত ১/২ মাস আগে থেকেই জানে সাকিব সিপিএল খেলতে যাবে। আমারদেেশর একটা ছেলে বাইরে খেলবে এতে উতসাহ দেয়া উচিত অথচ বিসিবি কি করছে? আসল সমস্যা হলো মোস্তফা কামাল। উনি এখন আইসিসির প্রেসিডেন্ট, সাকিব হয়তো উনার কাছে জানাই নাই এই টা উনার ইগোতে লাগছে আর পাপন হলো মোস্তফা কামালের পা চাটা কুত্তা মনিবের মান রাখতেই সাকিবরে বলির পাঠা বানাচ্ছে। যারা দেশ প্রেম দেশ প্রেম করে চিল্লাচ্ছেন তারা দেশের জন্য কি করেছেন? নিজের কাছে প্রশ্ন করুন তারপর অন্যকে নিয়ে টানাটানি করুন।
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৯
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: সাকিবের পক্ষে সাফাই গাওয়ার লোকের দেখি অভাব নাই। আমাদের দেশের এটাই সমস্যা। কেও একবার বিখ্যাত হলে সে যে খারাপ কাজ করতে পারে এটা কেউ বিশ্বাস করতে চায়না । আর এ সুযোগ নিয়ে একের পর এক অপরাধ করে যায় তারা।
৭| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
গোল্ডেন গ্লাইডার বলেছেন: হক কথা +++্
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪১
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: ধন্যবাদ ।
৮| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
ঢাকাবাসী বলেছেন: ওসব ফালতু আবেগের কথা। সাকিবের ইনকাম দেখে অনেকেরই চোখ টাটায়! এই বয়সেই কোটি কোটি টাকা! টাকা দুনিয়ার সবচাইতে ইমপর্ট্যান্ট জিনিস। যেখানে টাকা সেখানেই আমরা বাংলাদিশীরা!
০৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৬
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: আপনার কথা শুনে মনে হলো সাকিবই বাংলাদেশের একমাত্র কোটিপতি!! তার মত টাকাওয়ালা আর কেউ নাই !! তাই আপনার মতে 'অনেকেরই চোখ টাটায়'!
আর একজন সাকিবকে দিয়ে সব বাংলাদেশির বিচার করবেন না,উচিত নয় ।
৯| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৯
ইসপাত কঠিন বলেছেন: মুদ্রার একপিঠ : টেস্ট ও ওয়ানডে বর্জনের হুমকি সাকিবের।
মুদ্রার অপর পিঠ: টাকাটাই বড় করে দেখলেন? অসম্মান আর হয়রানীর বিষয়টা নজরে আসলো না? তাকে মৌখিক অনুমতি দেওয়া হলো। মৌখিক অনুমতি পেয়ে সে দেশ ছাড়লো। মাঝপথে লন্ডনে গিয়ে শুনলো তাকে লিখিত অনুমতি দিতে হবে। আমি সেই মার্কিন মুল্লুক থেকে দেশে আমার কর্তৃপক্ষের (সরকারী) কাছ থেকে একটা বিষয়ে লিখিত অনুমতি নিয়েছিলাম। লিখিত আবেদন পত্র স্ক্যান করে পিডিএফ ফরমেটে পাঠিয়ে অনুমতি চেয়েছিলাম আর আমার কর্তৃপক্ষ একইভাবে আমাকে লিখিত অনুমতি দিয়েছিলো। কিন্তু সাকিবকে কেন সেই লিখিত অনুমতি পেতে লন্ডন থেকে ফিরে আসতে হলো। দেশ না ডিজিটাল হচ্ছে? তবে তথ্য প্রযুক্তির ব্যাবহার এক্ষেত্রে হলো না কেন? এই মাঝপথ থেকে ফিরে আসার হয়রানীতে পড়লে আপনার কি আত্মসম্মানবোধে লাগতো না? এ অবস্থায় পড়লে আপনিও হুমকি দিয়ে বসতে পারতেন।
প্রত্যেক জিনিসের একটা কজ এ্যান্ড ইফেক্ট থাকে। শুধু ইফেক্টটাই দেখলে চলবে না, কজটাও খুঁজে বের করতে হবে।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৬
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: এটা প্রথম নয়,এর আগে অনেক অঘটন ঘটিয়েছে সে । শ্রীলঙ্কা সিরিজের সময় টিভিতে অশ্লীল অঙ্গভঙ্গি করা । পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে দেশের মানুষের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেও বিতর্কিত এ ক্রিকেটার গত মাসেই খেলা চলাকালীন ড্রেসিংরুম থেকে বেরিয়ে গিয়ে দর্শক পিটিয়েছেন । সংশ্লিষ্টদের কাউকে কিছু না জানিয়ে হোটেলের রুম পাল্টে অন্য ফ্লোরে চলে যাওয়া নিয়ে আকসুর জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে বিসিবিকে। সর্বশেষ যোগ হয়েছে অনাপত্তিপত্র ছাড়া দেশ ছাড়ার ঘটনা। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির ম্যানেজার তাঁকে দেশ ছাড়তে পারবেন না জানানোর পরও চলে যাওয়াটা সাকিবের অপরাধের গভীরতা বাড়িয়েছে আরো।
১০| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:২১
কাজী রায়হান বলেছেন: সহমত
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৭
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: ধন্যবাদ ।
১১| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:২১
রাজিব বলেছেন: এখন বর্ষা কাল বাংলাদেশে, জাতীয় দলের কি কোন খেলা রয়েছে দেশে বা বিদেশে? ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে সাকিব খেললে কি সমস্যা? আর বাংলাদেশের পরবর্তী সফর তো ওয়েস্ট ইন্ডিজে। তাই সাকিব ১-২ মাস আগে থেকে সেখানে খেলতে পারলে তো জাতীয় দলের জন্যই ভাল। জাতীয় দলের প্রতি সাকিবের কমিটমেন্ট সব সময় ১০০% ছিল বলেই তার এত ভক্ত।
বিদেশি লীগে আমাদের কেউ খেলতে পারলে তা আমাদের ক্রিকেটের জন্য গর্বের বিষয়। আগে বা এখনো আমাদের ক্রিকেট লীগে পাকিস্তান, ভারত ও শ্রীলংকার একগাদা খেলোয়াড় খেলতে আসে। আর এখন সাকিব আজ আইপিএল খেলছে ও কাল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ কি পরশু সিপিএল। এখানে সমস্যা তো করছে বোর্ড, সাকিব নয়।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩০
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: ভাল প্লেয়ার বলে শৃংখলা ভঙ্গ করে যা ইচ্ছা তা করার অধিকার তাকে দেওয়া হয়নি । সে যা ইচ্ছা তা করতে পারেনা । আর সিপিএল এ অনুমতি পায়নি বলে সে দেশে বসে তাকতো, তাহলে সে ক্ষেত্রে বোর্ড সমালোচনায় পড়তো বা তার জবাব দিত । কিন্তু সাকিব বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) না নিয়েই সিপিএল খেলতে রওনা হয়ে যায় । এটা সুস্পষ্ট ডিসিপ্লিন ভঙ্গ করা ।
১২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:০০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমার মনে হয় সাকিবরে পচানোর একটা কৌশল ছাড়া আর কিছু না এই প্রচার প্রোপাগান্ডা।
সে আমাদের দেশের একটা অহংকার, বিশ্ব ক্রিকেটে তার আসন সর্বোচ্চ পর্যায়ে। তারে এভাবেই পচাইতে পারলে ক্রিকেট থেকে দূরে সরানো যাবে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশের নাম আর সমীহের সঙ্গে উচ্চারণ করতে হবে না।
কিছুকাল আগের গার্মেন্টস শিল্পের অরাজকতা আজকে ভারতকে এগিয়ে দিয়েছে এদিক দিয়ে।
আমাদের কোনো একটা খারাপের পেছনে সত্যিকার ব্যাপার কিছু থেকে যায় অদৃশ্য হয়ে। সাকিব যখন মুখ খুলবে আশা করি এ ভুলের পরিসমাপ্তি ঘটবে।
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৪
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: একজন ভালো প্লেয়ার একজন ভালো মানুষ ও বটে। যেমন টেণ্ডুলকার, সে অনেক বড় মাপের প্লেয়ার কিন্ত তার আরেকটা পরিচয় সে একজন ভালো মানুষ। অথচ আমাদের সাকিব এখনই নিজেকে মনে করছে যে, সে অনেক ভালো প্লেয়ার তাই বাংলাদেশ তাকে ছাড়া চলতে পারবে না। আসলে বিনয়ী না হলে সে যত বড় মাপের প্লেয়ার হোক, কোন দিন সমাজে সে সম্মান পাবে না। সাকিব কে কখনোই বিনয়ী মনে হয়নি।
১৩| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১২:৫৭
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আসলে বিনয়ী না হলে সে যত বড় মাপের প্লেয়ার হোক, কোন দিন সমাজে সে সম্মান পাবে না। সাকিব কে কখনোই বিনয়ী মনে হয়নি।
-বয়স হচ্ছে বড় সহায়। সাকিবের যা বয়স সে তুলনায় অর্থ, বিত্ত, খ্যাতি খুব বেশি পেয়ে গেছে। দোষে-গুণেই মানুষ। বয়স হলে এক সময় ঠিকই বুঝবে যে, বর্তমান সময়ের কিছু আচরণ তার সঠিক ছিল না।
প্রত্যাশা যে, ছেলেটা বুঝতে শিখুক তাড়াতাড়ি। বুঝতে শিখুক যে, সে যত নামি দামী আর বড় হোক না কেন, সে বাংলাদেশেরই সন্তান। দেশের প্রতি, দেশের মানুষের প্রতি তার যেমন ঋণ আছে তামন দায়ও আছে অনেক।
ভালো থাকুন সব সময়।
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৩
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: দাম্ভিক আর অহংকারি সাকিব নয়,আমরা একজন নিরহংকার-বিনয়ী সাকিবকে চাই । আশা করি সে তার ভুল গুলো বুঝতে পারবে ।
১৪| ০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৪
মুদ্দাকির বলেছেন:
সাকিব জিন্দাবাদ,
টাকার নেশা আছে বলেই ও সব সময় ভালো খেলে
কেন যে সবার টাকার নেশাটা হয় না ???!!!
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩১
বাংলার দামাল সন্তান বলেছেন: যে খেলোয়াড় দেশ চায় না, টাকা চায়, সে খেলোয়াড় কে আজীবন নিষিদ্ধ করা উচিত।