নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রায়হান খান ঝুমন এর ব্লগে আপনাকে স্বাগতম

নিরপেক্ষ নই,সত্য ও ন্যায়ের পক্ষে ।

মোঃ রায়হান খান ঝুমন

যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জম্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।- সক্রেটিস

মোঃ রায়হান খান ঝুমন › বিস্তারিত পোস্টঃ

পশু প্রেম নাকি অন্য উদ্দেশ্য

০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:১৪

উনারা মৌসমী পশু প্রেমিক । নাস্তিকতাকে ডাল হিসাবে নিয়ে ধর্মবিদ্ধেষী কথা বলা যাদের স্বভাব । ঈদুল আযহায় পশু কুরবানী নিয়ে তেনাদের হা হুতাশের শেষ নেই । কয়েক দিন ধরে গরু ছাগলের জন্য কান্নাকাটি করতে করতে ব্লগ লিখছেন । অপরদিকে ফেইসবুকের নিউজ ফিডেও তাদের কান্নার আওয়াজ শুনা যাচ্ছে যা আগামীকাল ঈদের দিন পর্যন্ত চলবে । যদিও সারা বছর পশু জবাই নিয়ে তাদের কোন মাথাব্যাথা নেই । বাসায় অথবা রেষ্টুরেন্টে অথবা দাওয়াতে গিয়ে খাবার টেবিলে মাংসা না হলে তাদের চলে না, বিফ/মাটন ফ্রায় থাকা চাই। তখন কিন্তু কোন প্রশ্ন করেন না পশু জবাই নিয়ে । সব সমস্যা কুরবানীর ঈদে ।

আবার পুষ্টিকর খাবার হিসাবে তেনারা ডিম-দুধতো খান । ডিম খেলে একটি অনাগত জীবন ধ্বংস হওয়া অথবা বাছুরকে বঞ্চিত করে দুধ খাওয়া নিয়ে তাদের মনে কোন প্রশ্ন জাগে না । তখন পশু প্রেম তাকে কই? সব খাজ্জানি চুলকানি কুরবানীর ঈদে ।

এরা কি দেখে না ? কুরবানীর মাংসের ৩ ভাগের ১ ভাগ দুস্ত/হত দরিদ্র গরীব মানুষদের মাঝে বন্টন করা হয় । এতে করে এসব মানুষ গুলো কয়েক বেলা পেট ভরে মাংস খেতে পারে । দরিদ্র মানুষ গুলোর হাসি মাখা মুখগুলো কি পশুর চেয়ে সস্তা?

এরা কি দেখে না ? কুরবানীর পশুর চামড়া বিক্রি থেকে প্রপ্ত অর্থ হত দরিদ্র গরীব মানুষের মাঝে বন্টন করা হয় । সমগ্র বিশ্বের কথা বাদ দিলাম আমাদের দেশে প্রতি বছর শত শত কোটি টাকার কুরবানীর পশুর চামড়া সংগ্রহ হয় ।

এরা কি দেখে না ? কুরবানীর মাংসের ১ টি ভাগ আত্বীয় স্বজন্দের মাঝে বন্টন করা হয় । এতে করে যাওয়া আসার ফলে পারিবারিক আর সামাজিক বন্ধন সুদৃঢ় হয় ।

আসলে তারা এইসব দেখেও দেখবে না । কারণ তাদের মূল উদ্দেশ্য কথিত মৌসমী পশু প্রেমের আড়ালে ইসলাম ধর্মকে কটাক্ক করা, ইসলাম বিদ্ধেষী প্রচারনা চালানো ।

ঈদুল আযহায় একটি পশু কুরবানীর উপযুক্ত হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া লাগে যা না তাকলে সেটা কুরবানী দেওয়া যাবেনা । ধর্মবিদ্ধেষী এইসব লেজ কাটা বলদ গুলো কুরবানীর পশুরো উপযুক্ত না ।


মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:২৩

কাঠ পাতা বলেছেন: সহমত

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৫৩

মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: ধন্যবাদ ।

২| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩০

ফা হিম বলেছেন: কুরবানীর মাংস খেতে তাদের সমস্যা আছে কি না, খুব জানতে ইচ্ছে করে।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ২:৫৮

মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: এইগুলা সব ভন্ড । ইসলাম ধর্ম নিয়ে ত্যানা না পেছালে এদের ঘুম হয় না ।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৬

ঢাকাবাসী বলেছেন: এইসব হিপোক্রাটরা সমাজে সবসময় আছে থাকবে।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:০১

মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: এই হিপোক্রাটদেরকে সমাজ থেকে বিতাড়িত করে সমাজকে শুদ্ধ করতে হবে ।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৫:১৮

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: হাঁইহুই না করলে কেউ তাকায় না। অন্য ধর্ম নিয়ে হাঁইহুই করলে কেউ কান দেয় না।

৫| ০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

ডা: মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঠিক।

১২ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:০২

মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.