![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতদিন লেখাপড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জম্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।- সক্রেটিস
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ নিয়ে ভারত আর পাকিস্তানের দৃষ্টিভঙ্গি প্রায় একই রকম । দুই দেশেই আমাদের স্বাধীনতা যুদ্ধকে তাদের নিজেরদের (ভারত পাকিস্তান) মধ্যেকার যুদ্ধ হিসাবে মনে করে । পাকিস্তানতো এই কথা সরাসরি বলে । কারণ, আমরা স্বাধীনতাটা অর্জন করেছি তাদের কাছ থেকে তাই তারা আমাদের স্বাধীনতা যুদ্ধটাকে কীভাবে হালকা করা যায় সেই চেষ্টায় থাকে ।
আর ভারত কম কী? বিভিন্ন ভাবে তারা আমাদের বুঝিয়ে দেয় তাদের মনোভাবটা। বলিউডের ছবিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে দেখানো হয় ভারত পাকিস্তান যুদ্ধ হিসাবে !! তাদের দেশে তৈরি বিজ্ঞাপনে দেখানো হয় ‘ 1971, India Created Bangladesh ’ !!
ভারত-পাকিস্তান স্বাধীন হয়েছে বৃটিশদের দানে । বাংলাদেশ নামের ভূখন্ডটা কারো দানে বা করুণায় সৃষ্টি হয়নি । দীর্ঘ নয় মাস যুদ্ধ করে ত্রিশ লক্ষ শহীদের রক্তের দাম দিয়ে কেনা একটি ভূখন্ডের নাম বাংলাদেশ । সো, আমরা স্বাধীনতা বলতে যা বুঝবো এবং স্বাধীনতার সাথে আমাদের যে পরিমান আবেগ জড়িত তাদের তা নেই । কারণ, তারাতো স্বাধীনতার জন্য আমাদের মত ত্যাগ স্বীকার করতে হয়নি ।
এতএব, বৃটিশদের দানে স্বাধীনতা পাওয়া ভারতের ছোট লোকগুলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে যথার্থ মূল্যায়ন করে সম্মান জানিয়ে কথা বলবে এটা আশা করাই বোকামি ।
১৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:২৭
মোঃ রায়হান খান ঝুমন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৫ রাত ৮:৫৫
আল আমীন আজাদ বলেছেন: ভারত-পাকিস্থান স্বাধীন হয়েছে বৃটিশদের দানে । বাংলাদেশ নামের ভূখন্ডটা কারো দানে বা করুণায় সৃষ্টি হয়নি । দীর্ঘ নয় মাস যুদ্ধ করে ত্রিশ লক্ষ শহীদের রক্তের দাম দিয়ে কেনা একটি ভূখন্ডের নাম বাংলাদেশ । ভালো লাগলো কথাটা .......