![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অর্ণব। রম্য গল্প লিখতে ভালোবাসি। নিজে সবসময় হাঁসি খুশি থাকি এবং অন্যদের রাখার চেষ্টা করি।
প্রথম দিন প্রান প্রিয় ছাত্রকে পড়াচ্ছি,,
.
-- বলোতো বাবা I অর্থ আমি।
-- I অর্থ তুমি!
.
বুঝলাম ছাত্র আমার উল্টা বুঝেছে তাই ওর দিকে আঙ্গুল দিয়ে বললাম; উহু উহু ওভাবে নাতো বাবা, বলো I অর্থ এই আমি! ছাত্রও নিজের দিকে আঙ্গুল দিয়ে বললো; I অর্থ এই আমি!
.
--এই আমি নাতো। শুধু আমি!
-- শুধু আমি।
-- আচ্ছা প্রথম থেকে আবার বলো I অর্থ আমি!
-- 'I" অর্থ আমি।
-- এইতো গুড বয় এবার ঠিক আছে। এখন বলো "You" অর্থ তুমি।
-- You" অর্থ আমি।
.
এবার আমার নিজের দিকে আঙ্গুল দিয়ে বললাম; You'' অর্থ এইইইই তুমি। ছাত্রও আমার দিকে আঙ্গুল দিয়ে বললো; You" অর্থ এইইইই তুমি!
.
দুজনের দিকে হাত ঘুরিয়ে বললাম; এবার বলো "We" অর্থ আমরা। ছাত্রও ঠিক সেভাবে বললো, "We" অামরা!
.
-- বাহ বাহ এবার তো ঠিক আছে!
-- জ্বী স্যার আমি বুইঝা গেছি।
-- দেখতে তো হবে ছাত্রটা কার নাকি? আচ্ছা যাইহোক এবার বলো; "What" অর্থ "কি"..
.
ছাত্র নিরব! আমি বললাম; কি হলো বলো "What" অর্থ কি?
.
-- জানিনা!
-- আমিই তো বলে দিচ্ছি "What" অর্থ কি!
-- জানিনা এইডা।
-- আরে জানতে হবে নাতো! আমিই তো বলে দিচ্ছি! তুমি বলো What "অর্থ কি।
-- না জানলে বলবো কেমনে?
-- আমিই তো বলে দিলাম!
-- কি বইলা দিলেন?
-- What "অর্থ কি।
-- কয়বার বলবো জানিনা?
-- আরে বাপ "What" অর্থইইই কি।
-- আব্বা......আব্বা...
-- কি হল তোমার আব্বারে ডাকো কেন।
.
সাথে সাথেই বাপের উপস্থিতি;- কি হইচে বাজান কি হইছে? ডাকো কেন?
-- আমি পড়ুম না আর।
-- ক্যান ক্যান বাজান কি হইছে।
-- যেইডা পারিনা হেইডা খালি বার বার জিগায়!
.
ছাত্রের বাপ মহোদয় এবার আমার উদ্দেশ্যে বললো; কি মাস্টার? কি পড়াও? না পাড়লে বুঝাই দেও। ব্রেইন ভালা আছে বুঝাইলেই বুঝবো। মনে মনে বললাম; তা তো দেখতেই পারতেছি কত ব্রেইন, ওর ভিতর ব্রেইন নামক কিছু আছে কিনা তাই সন্দেহ আছে।
.
-- মাস্টারররর...
-- জ্বী চাচা বলেন।
-- লও পড়াও পড়াও। বুঝাই বুঝাই পড়াও।
-- চাচা ওরে বার বার বলে দিচ্ছি "What" অর্থই কি। কিন্তু ও বুঝতেছে না।
-- আইচ্ছা আমারে কও "What" অর্থ কি? আমি দেহো কেমনে ১ মিনিটে বুঝাই দেই....
.
লও ঠেলা. হালা বুইড়া বলে কি। ও নিজেই তো না বুঝে বসে আছে! তো আমি টেনে টেনে বললাম; "What...... অর্থ........কি!
.
-- আরে আমি পারি নাকি। তুমি বইলা দেও, পরে কইতাছি।
.
কি করি এখন? মাথা গরম হয়ে এদিকে ধুয়া উড়ার মত অবস্থা হয়ে গেছে! মনে চাচ্ছে সম্পূর্ণ ইংলিশ ডিকশোনারী বাপ বেটা দুইটারই নিচ দিয়ে লোড দিই!
কিন্তু কিছু বললাম না! চেয়ার থেকে উঠে বললাম; চাচা একটু নিচে যেতে হবে এখনই আসছি!
.
-- জরুরি কিছুনি?
-- জ্বী চাচা জরুরি!
-- আইচ্ছা তারাতারি আইয়ো..
-- জ্বী চাচা!
.
মনে মনে বললাম; জরুরি বলতে সালা এখান থেকে কেটে পরাটা জরুরি! তোর টিউশনির গুষ্টি কিলাইই.....
©somewhere in net ltd.