![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অর্ণব। রম্য গল্প লিখতে ভালোবাসি। নিজে সবসময় হাঁসি খুশি থাকি এবং অন্যদের রাখার চেষ্টা করি।
নিজ খাঁচায় কাউকে আটকে রাখা অন্যায়...গুরুতর অন্যায়.... মায়ার শিকল পরিয়ে ছেড়ে দিতে হয় মুক্ত আঁকাশে....মায়ার টানে আপন খাঁচায় সে পাখি যদি কভু ফিরে আসে তবে সে তোমার...একান্তই তোমার... আর যদি ডানা মেলে মুক্ত আঁকাশে উড়ে চলে যায়, তবে সে পাখি তোমার না... কখনোও ছিলোও না...
.
জোর করে যদি তাকে আটকে রাখো, হয়তো ক্ষনিক সময়ে সে তোমার কাছেই রবে... কিন্তু ইনিয়ে বিনিয়ে সুযোগ সন্ধানী হয়ে প্রতিটি মুহূর্ত সুযোগ খুজে বেড়াবে পালিয়ে যাওয়ার... সুযোগ বুঝে একদিন পালিয়েও যাবে... খালি পরে রবে তখন তোমার সে খাঁচা... রেখে যাবে শূন্য খাঁচার, শূন্য মায়ার বন্ধন.....
.
দুধ কলা দিয়ে কালসাপ-কে তুমি পোষ মানানোর বৃথা চেষ্টা করতে পারো... সে সাপ সোবল মারলেও তার বিষক্রিয়া হতে ক্ষানিকটা সময় নিবে... বিষাক্ত সে বিষে তুমি সাময়িক কষ্ট পাবে... একসময় বিষনাশক ইনজেকশনের ফলে তুমি অল্পতেই সেরেও উঠবে... কিন্তু মানুষকে সারাজীবন আদর যন্ত করে পোষ মানাতে চাওয়াটা তোমার বোকামি... কারন, মানুষ কামড় শরীরে দেয় না...দেয় মনে... সে মন-নাশক ইনজেকশন তুমি কোথায় পাবে...? তা যে এখনো তৈরি হয়নি....
©somewhere in net ltd.