নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডক্টর এ.বি.এম. রেজাউল করিম ফকির, অধ্যাপক, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ \nআধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় e-mail: [email protected]

রেজাউল করিম ফকির

অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

রেজাউল করিম ফকির › বিস্তারিত পোস্টঃ

অর্থনৈতিক উন্নয়নে জাপানের কাছে বাংলাদেশের শিক্ষণীয়

০৯ ই মার্চ, ২০২১ সকাল ৮:৫২

১. জাপানের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা জাইকার পরিচিতি
জাপানে প্রতিষ্ঠিত জাইকা (JICA: Japan International Cooperative Agency) নামক আন্তর্জাতিক সামাজিক-অর্থনৈতিক সংস্থা বিশ্বের বিভিন্ন অনুন্নত ও উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করে যাচ্ছে। এই সংস্থাটির একটি নিজস্ব নীতি ও ধারা রয়েছে, যা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পাশ্চাত্য দেশের তুলনায় ভিন্ন। আবার সম্প্রতি চীন কর্তৃক প্রতিষ্ঠিত নির্মাণ ও ঋণ কৌশল ভিত্তিক অর্থনৈতিক সহযোগিতা থেকেও ভিন্নতর। এই সংস্হাটি তার কার্যক্রম শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান মিত্রশক্তির কাছে শোচনীয় পরাজিত হয়। যুদ্ধের ক্ষয়ক্ষতি হয় ব্যাপক। সারাদেশের ভৌত অবকাঠামো ধ্বংস হয়ে যায়। দেশের অর্থনীতিও সাথে সাথে ধ্বংস হয়ে যায়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জাপান মিত্রশক্তি জাপান দখল করে। মিত্রশক্তি জাপানের সমাজ, অর্থনীতি, নিরাপত্তা ও রাজনীতির উপর চেপে বসে। শুরু হয় পরাধীন জাপানের ইতিহাস। কিন্তু জাপানের ভিতরে এমন শক্তি লুক্কায়িত রয়েছে যে, মিত্রশক্তি চেষ্টা করেও এটিকে উপনিবেশ-এ পরিণত করতে পারে নি। পরাধীন অবস্থায়ই এক দশক অতিক্রম করতে না করতেই পণ্য উৎপাদন ও রপ্তানিতে জাপান এশিয়ার শীর্ষ দেশে পরিণত হয়। জাপানের অর্থনীতি ধ্বংশস্তূপ থেকে উঠে দাঁড়ায়। এই উঠে দাঁড়ানোর শক্তি জাপানিরা এখন অন্য দেশে প্রবাহিত করতে সচেষ্ট। তাঁদের এই চেষ্টার ফসল হলো জাইকা। জাইকা গঠনের উদ্দেশ্য ছিলো জাপানের প্রতিবেশী অঞ্চলের দেশসমূহের আর্থ-সামাজিক উন্নয়নে সহয়তা করা। এই সংস্থা সর্বপ্রথম ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম ইত্যাদি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করতে এগিয়ে আসে। বর্তমানে বিশ্বব্যাপী তাদের আর্থ-সামাজিক কর্মকাণ্ড বিস্তৃত করে চলেছে।

২. উন্নয়শীল দেশের অর্থনৈতিক উন্নয়নে জাইকার প্রয়াস
জাইকা বাংলাদেশে বর্তমানে চলমান পদ্মা সেতু, মেট্রোরেল, বৃহৎ-বি উদ্যোগ (Big-B Initiative)-এর অংশ হিসাবে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর ও শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালসহ নানা প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সরাসরি সহায়তা করছে।
সম্প্রতি জাইকা তার আর্থ-সামাজিক সহায়তা ঋণ গ্রহীতা দেশের গবেষকদের সাথে জাপানের আর্থ-সামাজিক কৌশল সম্পর্কে আলোচনার জন্য জাইকা চেয়ার সেমিনার (JICA Chair Seminar) প্রতিষ্ঠা করে। এই সেমিনারের উদ্দীপক ধারণা হিসাবে জাপানের আধুনিকায়নে সপ্ত অধ্যায় (Seven Chapters on Japanese Modernization) নামক ভিডিও প্রকাশ করেছে। এই সাতটি অধ্যায় হলো নিম্নরূপ:

অধ্যায় ১: মেইজি বিপ্লব: পূর্ণোদ্যমে আধুনিকায়নের শুরু।
অধ্যায় ২: জাপানে দলীয় রাজনীতির উত্থান এবং পতন
অধ্যায় ৩: দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপান
অধ্যায় ৪: অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং জাপানি ব্যবস্থাপনা
অধ্যায় ৫: জাপানের আধুনিকায়কালে শিক্ষার বিকাশ
অধ্যায় ৬: “এশিয়া ও জাপান" থেকে "এশিয়াতে জাপানে" ধারণাগত বিবর্তন
অধ্যায় ৭: আন্তর্জাতিক সহযোগিতার জাপানিদের নিজস্ব পন্থা

এই ভিডিওর শিরোনাম থেকে অনুমানযোগ্য যে, এটি জাপানের আধুনিকায়ন সম্পর্কিত সন্দর্ভ। তবে এই ভিডিওটিতে মূলত: জাপানের শিল্পায়ন ও তার পিছনের রাজনৈতিক ও সামাজিক চালিকা শক্তিকে তুলে ধরা হয়েছে। এই ভিডিও-এর সপ্ত অধ্যায়ের মধ্যে প্রথম ও পঞ্চম অধ্যায় যথাক্রমে জাইকার সভাপতি ও সহ-সভাপতি কর্তৃক রচিত ও বিবৃত হয়েছে। কাজেই এই ভিডিওতে মূলত: জাপানের উন্নয়ন সম্পর্কিত জাইকার নিজস্ব চিন্তা-ধারণাই প্রতিফলিত হয়েছে। জাইকার সভাপতি শিনইচি কিতাওকা কর্তৃক বিবৃত এই সন্দর্ভের মুখবন্ধে অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহকে তাদের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে জাপানের অর্থনৈতিক উন্নয়নের অভিজ্ঞতাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। একই সাথে জাপান এসব দেশের উন্নয়নের অংশীদার হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এ প্রেক্ষিতে জাপানের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের মূল্যায়ন ও বাংলাদেশের পক্ষে জাপানের সেই উন্নয়ন অভিজ্ঞতার উপযোগিতা সম্পর্কে পর্যালোচনা করা হবে। এই ভিডিওতে ১৮৮৬ খ্রিস্টাব্দে সংঘটিত মেইজি বিপ্লবকে জাপানের অর্থনৈতিক উন্নয়নের প্রারম্ভকাল হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং আরো বিবৃত করা হয় যে, একটি রক্তপাতহীন বিপ্লবের মাধ্যমে মেইজি সম্রাট ক্ষমতায় আরোহণ করলে গণতন্ত্র ফিরে আসে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে এবং একটি গণতান্ত্রিক সংবিধান রচিত হয়। তাছাড়া গণতান্ত্রিক সরকারের অধীনে দেশব্যাপী সার্বজনীন শিক্ষাব্যবস্থা চালু হয়। শান্তি-স্থিতিশীলতার মধ্যে জাপান পাশ্চাত্যের দেশসমূহ থেকে প্রযুক্তি আহরণ করে, নিজেদের দেশের ভৌত-অবকাঠামো ও শিল্পায়ন শুরু করে। শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদনে মান ও পরিমাণ নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। জাপানের রয়েছে নিজস্ব ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনার শক্তি এসেছে জাপানের সহযোগিতামূলক সামাজিক শক্তি থেকে। এই ব্যবস্থাপনা হলো শতশত বছর ধরে প্রচলিত সামাজিক কাঠামোর ভিত্তির উপর স্থাপিত ব্যবস্থাপনা। এই ব্যবস্থপনাতে মালিক-শ্রমিকের মানবিক সম্পর্ক অটুট থাকে। আর শ্রমিকরাও শিল্প-প্রতিষ্ঠানের আংশিক মালিকানা লাভ করে। জাপানের এই ব্যবস্থাপনা পদ্ধতি শিল্প-প্রতিষ্ঠানসমূহে উৎপাদনের মান ও পরিমাণে নিয়ন্ত্রণের চালিকা শক্তি হিসাবে কাজ করে।

৩. জাপানে সংঘটিত মেইজি বিপ্লব ও আধুনিকায়নের সূত্রপাত
বাংলাদেশের জন্য শিক্ষণীয় বিষয় হতে পারে এমন কিছু বিষয় এই সংক্ষেপিত ভিডিওতে তুলে ধরা হয়নি, যা এখানে বিবৃত করা হলো।
মেইজি বিপ্লবের পূর্বে জাপানে ছিলো তকুগাওয়া শাসনামল (১৬০৩-১৮৬৮ খ্রিস্টাব্দ)। এখানে উল্লেখ্য যে, পূর্বকালে সব রাজনৈতিক শক্তিই গঠিত ও পুনর্গঠিত হয়েছে কোনো না কোনো ধর্মকে কেন্দ্র করে। তেমনিভাবে তকুগাওয়া রাজনৈতিক শক্তি গঠিত হয়েছিলো বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে। তকুগাওয়া শাসনামল প্রতিষ্ঠাকালে তার প্রতিপক্ষ ছিলো ওদা নবুনাগার নেতৃত্বে গঠিত রাজনৈতিক শক্তি। ওদা নবুনাগার রাজনৈতিক ধর্ম ছিলো ইউরোপীয়দের আনীত খৃষ্টধর্ম। বলা যায়, তকুগাওয়া রাজনৈতিক শক্তি গঠিত ও বিকশিত হয়েছিলো খৃষ্টধর্মের ভিতকে সমূলে উৎপাটনের মাধ্যমে এবং বৌদ্ধ ধর্মকে নিয়ামক হিসাবে ধরে। তকুগাওয়া রাজনৈতিক শক্তি এদো (বর্তমান টোকিও) শহরকে কেন্দ্র করে রাজনৈতিক বলয় বিস্তৃত করেছিলো। তকুগাওয়া রাজনৈতিক শক্তি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে, খ্রিস্ট ধর্মের প্রবেশ ও বিস্তৃতি রোধে কোরিয়া ও চীন ব্যতীত বিদেশের সাথে সব ধরণের বৈদশিক সম্পর্ক ছিন্ন করে। এর মাধ্যমে জাপান আড়াই শতাব্দিব্যাপী বদ্ধনীতি আরম্ভ করে। এই দীর্ঘ আড়াই শতাব্দিকাল জাপান ইউরোপীয় জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি আহরণে একটি মাত্র ইউরোপীয় দেশের সাথে সম্পর্ক রাখে। সেটি হলো ন্যাদারল্যাণ্ড। ন্যাদারল্যাণ্ডের সহায়তায় জাপান ইউরোপীয় জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ হতে থাকে। তখন তকুগাওয়া রাজনৈতিক শক্তি সামন্ততান্ত্রিক ব্যবস্থায় প্রতিষ্ঠিত হতে সচেষ্ট হয়। এই শক্তি দেশব্যাপী ইতস্তত: বিস্তৃত পার্বত্য অঞ্চলে বসবাসরত বিচ্ছিন্ন নৃগোষ্ঠীসমূহকে বৌদ্ধ ধর্মের আলোকে এক বৃহৎ সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় আত্তীকরণে সচেষ্ট হয়। এই প্রক্রিয়ায় জাপানের অগ্রগতি চলতে থাকে। কিন্তু ন্যাদারল্যাণ্ড এবং জাপানের জলপথ অতিক্রমকারী অন্যান্য বিদেশিদের নিকট থেকে উনবিংশ শতাব্দির মাঝামাঝি সময়ে ইউরোপে সংঘটিত গণতান্ত্রিক ও উদারনৈতিক বিপ্লব সম্পর্কে অভিহিত হতে থাকে। সে সময় জাপানে ভূমিকম্প, অনাবৃষ্টি ও দুর্ভিক্ষের মতো নানান প্রাকৃতিক দুর্যোগ ঘটতে থাকে। গণতান্ত্রিক বিপ্লবের আকাঙ্খা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে উদ্ভূত সামাজিক অস্থিরতা জাপানের সমাজের ভিতকে নাড়িয়ে দেয়। সে সুযোগে প্রথাগত খেতাব সর্বস্ব সম্রাট মেইজির নেতৃত্বে উত্তর-পশ্চিমাঞ্চলের প্রদেশসমূহের সামন্ত রাজাগণ রাজনৈতিক-সামরিক বিপ্লবের জন্য সংগঠিত হতে থাকে। শুরু হয় রাজনৈতিক দ্বন্দ্ব ও খণ্ডযুদ্ধ। এই দ্বন্দ্বে মেইজি সম্রাটের নেতৃত্বে সংগঠিত রাজনৈতিক শক্তি বিপ্লবী আদর্শে বলীয়ান হয়ে, রাজধানী শহর এদোতে অবস্থিত তকুগাওয়া রাজনৈতিক শক্তিকে উৎখাত করে মেইজি সম্রাটকে ক্ষমতায় বসায়।
এই রাজনৈতিক পট পরিবর্তনে তকুগাওয়া সামন্ততন্ত্রের পরিবর্তে সাম্রাজ্যবাদী রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। এই পট পরিবর্তনকে রাজনৈতিক বিপ্লব হিসাবে বর্ণনা করা হলেও, এই প্রক্রিয়ার সাথে যুগপৎভাবে সামাজিক ও ধমীয় পরিবর্তনও সংঘটিত হতে থাকে। ফলশ্রুতিতে সামন্ততন্ত্র ভেঙ্গে সামন্ততন্ত্রের ভিত্তির উপর আধা-আমলাতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, বংশগত সামাজিক স্তরবিন্যাসের পরিবর্তে মেধা ও দক্ষতার ভিত্তিতে সামাজিক স্তরবিন্যাসের সৃষ্টি হয়। বংশগত সামুরাই কেন্দ্রিক অভিজাত প্রথা বিলুপ্ত করা হয়। সামুরাই বাহুল্য সশস্ত্র বাহিনী বিলুপ্ত করা হয়। বৌদ্ধ প্যাগোডাসহ বৌদ্ধ ধর্মের সমস্ত ভৌত ও কোমল অবকাঠামো গুড়িয়ে দেয়া হয়। হাজার হাজার বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ পুড়িয়ে ফেলা হয়। আর বৌদ্ধ সন্যাসীগণ নিগ্রহের শিকার হতে থাকে। এ সমস্ত ধ্বংসস্তুপের উপর শিনতো ধর্মকে রাষ্ট্র ধর্ম ঘোষণা করে এই ধর্মীয় চেতনার ভিত্তিতে রাজতন্ত্র গঠনের প্রয়াস নেওয়া হয়। দক্ষতা ও মেধা ভিত্তিক আমলাতান্ত্রিক ধারার নতুন সাম্রাজ্যবাদী রাজতন্ত্র প্রতিষ্ঠার কাজ শুরু হয়। মেইজি সম্রাট এ সময় আড়াই শতাব্দিব্যাপী অব্যাহত থাকা বদ্ধনীতি বাতিল করে, ইউরোপীয় দেশসমূহসহ বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে উদ্যোগী হয়।

৪. জাপানের আর্থ-সামাজিক শক্তি ঐতিহাসিক বিকাশ
মেইজি বিপ্লবের ফলশ্রুতিতে জাপান নতুন সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক স্তরবিন্যাসে বিন্যস্ত হয় এবং আপাত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। জাপানের সমাজে রাজনৈতিক সংহতি বৃদ্ধি পায় এবং এককেন্দ্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এ সময় মেইজি সরকার ইউরোপীয় দেশসমূহ থেকে প্রয়োজনীয় জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি আহরণে উদ্যোগী হয়। তখন জাপান দেশব্যাপী বোধগম্য একটি প্রমিত ভাষা সৃষ্টির কাজে মনযোগী হয় এবং এই ভাষাকে ব্যবহার করে মেইজি রাজতন্ত্র একটি সার্বজনীন প্রাথমিক শিক্ষাব্যবস্থা কায়েম করে। ইউরোপীয় দেশসমূহ থেকে প্রযুক্তি সংগ্রহ করতে শুরু করে; যোগাযোগ ব্যবস্থাসহ নানান ভৌত অবকাঠামো গড়ে তুলতে সচেষ্ট হয় এবং এর ভিত্তিতে ক্ষুদ্র কল-কারখানা গড়ে তোলা শুরু করে। প্রাযৌক্তিক সক্ষমতা অর্জনের ফলশ্রূতিতে, জাপান ফুকোকু কিয়োহেই (ঐশ্বর্যময় দেশ, শক্তিশালী সশস্ত্র বাহিনী) নীতির আওতায় যুদ্ধাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম তৈরিতে মনযোগ দেয়। মেইজি বিপ্লবের তিন দশকের মধ্যে জাপান বিপুল যুদ্ধ সক্ষমতা অর্জন করে এবং বিশ্বের সে সময়কার পরাশক্তিসমূহের প্রতিদ্বন্দ্বী শক্তি হিসাবে আবির্ভূত হয়।
এই ধারাবাহিকতায় জাপান ১৮৯৫, ১৯১০ ও ১৯৩১ খ্রিস্টাব্দে যথাক্রমে কোরিয়া, তাইওয়ান ও চীনে উপনিবেশ স্থাপনে সফল হয়। এই সফলতায় জাপানের মনোবল বেড়ে যায় এবং অধিকতর যু্দ্ধ সক্ষমতা অর্জনে মনযোগী হয়। এরই ধারাবাহিকতায় জাপান ১৯৪১ খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের উপনিবেশ হাওয়াই দ্বীপে অবস্থিত পার্ল হারবার আক্রমণ করে এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধাভিযান শুরু করে। সে সময় সমস্ত এশিয়া মহাদেশ যুক্তরাষ্ট্রসহ কোনো না কোনো ইউরোপীয় শক্তির করায়ত্ত ছিলো। জাপান সামরিক শক্তিতে বলীয়ান হয়ে, ইউরোপীয় দেশসমূহের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। যুদ্ধ শুরুর প্রাথমিক পর্যায়ে জাপানের ছিলো জয় জয়কার। জাপানের যুদ্ধ জয়ের এই ধারা ১৯৪৫ খ্রিস্টাব্দ পর্যন্ত অব্যাহত ছিলো। কিন্তু ইউরোপীয় রণাঙ্গণে মিত্রশক্তির কাছে জার্মানী পরাজিত ও আত্মসমর্পণ করলে, মিত্রশক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র ও রাশিয়া জাপানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধাভিযানে মনযোগী হয়। সে সময় হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার ঘটনা ঘটে। যা জাপানের সমরবিদদের ভাবিয়ে তুলে। এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের কাছে একের পর এক হার ও রাশিয়ার যুদ্ধ প্রস্তুতির খবরে জাপানের মনোবল ভেঙ্গে যায় এবং জাপান মিত্রশক্তির কাছে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণের ফলে জাপানের সাম্রাজ্য বিস্তারের স্বপ্নস্বাদ মিটে যায়। কিন্তু এই ব্যাপক যুদ্ধ সক্ষমতার মাধ্যমে মাধ্যমে জাপান তার প্রাযৌক্তিক ও সামাজিক সম্পদের উৎকর্ষতা সম্পর্কে দুনিয়াকে জানান দেয়।
জাপান মেইজি বিপ্লবের পর থেকে আপাত:গণতান্ত্রিক ব্যবস্থায় অফুরন্ত সামাজিক সম্পদ অর্জন করে, তা সামাজিক সম্পদ হিসাবে সমাজে নিহিত থাকে। যুদ্ধে হেরে যাওয়ার পর, এই অন্তর্নিহিত শক্তিকে কাজে লাগিয়ে জাপান পণ্য ও সেবা উৎপাদনে মনযোগ দেয়। তখন গুণ ও মানের কারণে বিশ্বজুড়ে জাপানি পণ্যের বাজার সৃষ্টি হয়। ফলশ্রুতিতে জাপানের মোট দেশীয় উৎপাদনের প্রবৃদ্ধি ঘটতে থাকে, যে কারণে বিশ্বযুদ্ধ সমাপ্তির এক দশকের মধ্যেই জাপান শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে যায়। তারপর থেকে জাপানের অগ্রগতি আর থেমে না থেকে তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
উক্ত আলাচনায় মেইজি বিপ্লবোত্তর কাল থেকে কালক্রমে সংঘটিত জাপানের রাজনৈতিক, সামরিক, সামাজিক ও ধর্মীয় বিবর্তনের সাথে অর্থনৈতিক উন্নয়নের চিত্র ফুটে উঠেছে। উক্ত আলাচনা থেকে একটি বিষয় স্পষ্ট যে, আড়াই শতাব্দি জুড়ে বিরজমান বদ্ধ জাপান মেইজি বিপ্লব সংঘটিত হওয়ার অর্ধশতাব্দীর মধ্যেই সাম্রাজ্যবাদী জাপানে পরিণত হয়। জাপানের এই সাম্রাজ্যবাদী জাপান হয়ে উঠার পিছনে অনেকগুলো সামাজিক শক্তি কাজ করেছে। এই সামাজিক শক্তিগুলো জাপান সমাজের ভিতর থেকে নানান রাজনৈতিক, সামরিক, জ্ঞানীয় সামাজিক ও ধর্মীয় বিবর্তনের মাধ্যমে লাভ করেছে। নানা ঘাত-প্রতিঘাতের মধ্যেও এই সামাজিক শক্তিগুলো অর্থনৈতিক উন্নয়নের শক্তি হিসাবে জাপানের সমাজে মিশে আছে। কাজেই কোনো দেশ ও সমাজের শিল্প উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নকে অন্যান্য সামজিক উন্নয়ন থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই।

৫. বাঙ্গলাদেশের সামাজিক-রাজনৈতিক বিবর্তন
[এখানে, বাঙ্গলাদেশ=বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম, ত্রিপুরা, বিহার ও ঝাড়খণ্ডের কিয়দংশ] উন্নয়ন একটি ব্যাপক ধারণা। কিন্তু জাইকা উন্নয়ন বলতে অর্থনৈতিক উন্নয়নকে বুঝিয়ে থাকে; আবার অনেকে শুধুমাত্র ভৌত অবকাঠামোর উন্নয়নকে বুঝে থাকেন। জাইকা মূলত: ভৌত অবকাঠামোর উন্নয়নে প্রয়োজনীয় অর্থনৈতিক ও প্রাযৌক্তিক সহায়তা প্রদান করে থাকে। কিন্তু জাপান কোনো দেশ বা সমাজকে নিজ থেকে ভৌত অবকাঠামো নির্মাণ ও উন্নয়নে সহায়তা করে না। যদিও জাপানের সমাজের ভিতরে নিজেদের ভৌত অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের অফুরন্ত শক্তি নিহিত রয়েছে। অপরপক্ষে বাংলাদেশের সমাজের ভিতরে ভৌত অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের তেমন কোনো শক্তি নেই। এই শক্তিহীনতা বাংলাদেশের অন্যদেশের উপর পরনির্ভরশীলতা এনে দিয়েছে। সেজন্য বাংলাদেশকে অন্য দেশের পরিকল্পনা ও প্রযৌক্তিক সহয়তা নিয়ে ভৌত অবকাঠামো গড়তে হচ্ছে। অর্থ্যাৎ অর্থ-সম্পদ হলো দেশের, কিন্তু পরিকল্পনা ও প্রযুক্তি হচ্ছে বিদেশের–এই নীতিতে বাংলাদেশের ভৌত অবকাঠামোগুলো গড়ে উঠছে। এই অবকাঠামো উন্নয়নের ফলে, সামাজিক ও অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। এই অর্থে জাপানের সহায়তার নির্মিত ভৌত কাঠামো দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে। যদিও প্রকৃত উন্নয়ন হলো একটি সমাজের সার্বিক উন্নয়ন। এই সার্বিক উন্নয়ন বলতে রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক উন্নয়ন। অর্থনীতির ভাষায় এই উন্নয়নকে আর্থ-সামাজিক উন্নয়ন বলে ব্যাখ্যা করা হয়। কিন্তু সার্বিকভাবে উন্নয়ন হলো রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক উন্নয়ন।
ষোড়শ শতাব্দীর প্রারম্ভকাল থেকে জাপানে সংঘটিত রাজনৈতিক পট পরিবর্তনের ধারায় প্রতিবারই রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক উন্নয়ন ঘটতে থাকে। কিন্তু বাংলাদেশে গত কয়েক শতাব্দী ধরে রাজনৈতিক পট পরিবর্তনের ধারায় বিদেশি রাজনৈতিক আধিপত্যে রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক উন্নয়নের ধারা শুধু ব্যহতই হয়েছে। অবশেষে অনেক কিছু হারিয়ে পূর্বতন বাঙ্গলাদেশের অংশ বিশেষ বাংলাদেশ হিসাবে ১৯৭১ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভে করে।
বাঙ্গলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার প্রাথমিক পর্যায়ে ৮ম শতাব্দিতে পাল শাসকগণ প্রথম পর্যায়ে বৌদ্ধ ধর্মকে ও পরবর্তী পর্যায়ে বৌদ্ধ ও হিন্দু ধর্মকে ব্যবহার করে জঙ্গলাকীর্ণ ও জলাকীর্ণ অঞ্চলে ইতস্তত: বিক্ষিপ্ত নৃগোষ্ঠীসমূহকে একটি বৃহৎ সমাজব্যবস্থায় আনয়নের প্রয়াস নেয়। এর মাধ্যমে স্থানীয় নৃগোষ্ঠীসমূহের আর্যায়ন শুরু হয়। এই ধারা অব্যাহত থাকাকালে বাঙ্গলা তুর্কী-আফগান মুসলমান শাসনাধীনে নিপতিত হয়। সে সময় আর্যায়ন ব্যাহত হয়। কিন্তু ১৩৫২ খ্রিস্টাব্দে বাঙ্গলা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়। তখন দেশে ছিলো রাজতন্ত্র ও বাঙ্গলাদেশের নাম ছিলো বাঙ্গলা সালতানাত। রাজধানী ছিলো গৌড়ে। বাঙ্গলা সালতানাত প্রতিষ্ঠিত হলে ভক্তিবাদী ধর্মীয়-সাংস্কৃতিক আন্দোলন শুরু হয়। আনুষ্ঠানিক সংস্কৃতি আয়োজনের মাধ্যমে সূফী ইসলাম ধর্ম ও বৈষ্ণব হিন্দু প্রচার ও প্রসারের আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের ফলে ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠিসমূহকে একটি বৃহত্তর সমাজে আত্তীকরণের প্রক্রিয়া ত্বরাণিত হয়। ১৫৭৬ খ্রিস্টাব্দে মোগল আগ্রাসনে বাঙ্গলা সালতানাত বিলুপ্ত হয়। বাঙ্গলার রাজনৈতিক শক্তি কেন্দ্র গৌড় থেকে দিল্লীতে স্থানান্তরিত হয়। মোগল অধিকারে বাঙ্গলার রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক ভিত নড়বড়ে হয়ে যায়। দু’শত বছর ধরে মোগল শাসন চলাকালে বাঙ্গলার তেমন কোনো রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক উন্নয়ন ঘটেনি। কিন্তু মোগল সাম্রাজ্য তার কেন্দ্রে দুর্বল থেকে দুর্বলতর হতে থাকে। মোগল শাসনামলের শেষদিকে মোগলদের পক্ষে বাঙ্গলার ক্ষমতায় অধিষ্ঠিত ছিলো নিজামত প্রাপ্ত নওয়াবগণ। সে সময় পর্তুগীজ, দিনেমার, ফরাসি ও ইংরেজ ইত্যাদি শক্তি বাঙ্গলায় হানা দিতে থাকে। অন্যদিকে দেশের উত্তর ও দক্ষিণ প্রান্ত যথাক্রমে মারাঠা ক্ষাত্রশক্তি ও মগ-পর্তুগীজ মিলিত সমর শক্তির নিয়ন্ত্রাধীনে চলে যায়। মোগল সাম্রজ্যের কেন্দ্র থেকে কোনো সামরিক সাহায্য নেই, আবার বাঙ্গলার তখনকার স্থানীয় রাজধানী মুর্শিদাবাদেও তেমন কোনো সামরিক শক্তি গড়ে উঠেনি। এই সুযোগে ব্রিটিশ বেনিয়া শক্তি বাঙ্গলার রাষ্ট্র ক্ষমতা দখল করে।

৬. বাংলাদেশে ঔপনিবেশিক শক্তির থাবা ও আর্থনীতির চালিকা শক্তির বিপরীত ঘূর্ণন
১৭৫৭ খ্রিস্টাব্দে ব্রিটিশ বেনিয়া শক্তি বাঙ্গালাদেশ দখলের পর, এ দেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক অবকাঠামো ধ্বংসের উদ্যোগ নেয়। তারা এ দেশকে শাসন ও শোষণ করতে ইউরোপীয় ধারায় সামন্ততন্ত্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। ফলশ্রুতিতে দেশে একটি পোষ্য সামন্ত প্রথার তপ্লিবাহক অভিজাত গোষ্ঠী সৃজনের প্রক্রিয়া শুরু হয়। এই অভিজাত গোষ্ঠীর কাজ ছিলো দেশের মানুষকে অর্থনৈতিকভাবে শোষণ করে, সেই শোষিত অর্থ ইংরেজদের হাতে তুলে দেয়া। কাজেই দু’শ বছর (১৭৫৭-১৯৪৭ খ্রিস্টাব্দ) ধরে শাসন ও শোষণের ফলে বাঙ্গলার নিজস্ব সামাজিক শক্তি ধ্বংস হয়ে যায়।
এ সময়ে ব্রিটিশদের পোষ্য সামন্ততন্ত্রের দেশীয় সামাজিক-রাজনৈতিক গোষ্ঠী হিসাবে যে অভিজাত গোষ্ঠী গড়ে উঠে, তারা তাদের আবাসস্থল হিসাবে কলকাতা শহরকে বেছে নেয়। ব্রিটিশ সরকার কলকাতায় পাশ্চাত্য ধারার শিক্ষাব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুললে, কলকাতা কেন্দ্রিক উক্ত অভিজাত গোষ্ঠীর মধ্যে ইউরোপীয় জ্ঞান-বিজ্ঞান চর্চা শুরু হয়। তাই তাদের মধ্যে স্বাধীনতার চেতনাবোধ জন্ম নেয়। কিন্তু যাদের মধ্যে স্বাধীনতাবোধ জন্ম নেয়, তাদের মধ্যে আবার হিন্দু-মুসলমান বিভেদ বোধটি গড়ে উঠে। কাজেই তখন হিন্দু-মুসলমান বিভেদের কারণে বাঙ্গলা ভাগ হওয়ার প্রক্রিয়া শুরু হয়। অবশেষে ১৯৪৭ খ্রিস্টাব্দে বাঙ্গলা ভাগ হয়।
বাঙ্গলা ভাগের মাধ্যমে বর্তমান বাংলাদেশ অংশটি পূর্ব-পাকিস্তান নামে মুসলমান জাতীয়তাবাদের ভিত্তিতে ব্রিটিশ ইণ্ডিয়ার মুসলমানদের জন্য সৃষ্ট আবাস ভূমি পাকিস্তানের অঙ্গীভূত হয়। ফলশ্রুতিতে রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক দিক থেকে এগিয়ে থাকা বাঙ্গলার আলোকিত অংশটি পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে ভারতীয় যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত হয়ে পড়ে। এমনিতেই দু’শ বছরের ইংরেজ শাসনে বাঙ্গলার সামাজিক শক্তিসমূহ ছিলো ম্রিয়মাণ, তার উপর বাঙ্গলা ভাগের ফলে পূর্ব-পাকিস্তান (বাংলাদেশ)-এর রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক শক্তি নি:শেষ হয়ে পড়ে। পূর্ব-পাকিস্তানে তখন ব্রিটিশ শাসক ও শোষক গোষ্ঠীও নেই, আবার ব্রিটিশদের পোষ্য স্থানীয় অভিজাত শ্রেণীর (যারা হিন্দু) সবাই কলকাতায় স্থানান্তরিত হয়েছে। তখন এক ধরণের রাজনৈতিক শুন্যতার সৃষ্টি হয়। সামাজিক স্তরবিন্যাসেও দেখা যায় বিপর্যয়। এই উপরের স্তরে স্থান করে নিতে ব্রিটিশ ভারত থেকে পশ্চিম পাকিস্তানে প্রত্যাগত আর্য মুসলমানগণ অভিজাত শ্রেণীর অংশ হতে উঠেপড়ে লাগে। সে সময় এ দেশীয় স্থানীয় শিক্ষিত কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ী শ্রেণিও সামাজিক স্তরবিন্যাসের উপরের স্তরে স্থান করে নিতে প্রয়াসী হয়। তখন বাধে নতুন দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বে পূর্ব-পাকিস্তানের অধিবাসীদের মধ্যে বাঙ্গালী জাতীয়তাবোধ জাগ্রত হয়। তখন তারা বাংলা ভাষাকে জাতীয়তাবাদের প্রতীক হিসাবে ধার্য করে স্বাধীনতা আন্দোলন শুরু করে। রক্তক্ষয়ী সংগ্রামের ফলশ্রুতিতে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। কিন্তু এই স্বাধীনতা যুদ্ধে দেশের রেল ও সড়ক যোগাযোগসহ সমস্ত অবকাঠামো ধ্বংস হয়ে যায়।শিল্প-কারখানা ও সামাজিক স্থাপনার সবকিছু লুট হয়ে যায়। সামাজিক স্তরবিন্যাসের উপরে অবস্থান ছিলো পাকিস্থানি ও এ দেশীয় পাকিস্থানপন্থী অভিজাতদের দখলে। কিন্তু পাকিস্তানের ভাঙ্গনের ফলে এই শ্রেণীটি আস্তিত্ব সঙ্কটে পড়ে।

৭. বাংলাদেশের শিক্ষাব্যবস্থার দুরাবস্থা ও উন্নয়ন সহায়ক সামজিক শক্তি সৃজনে প্রতিবন্ধকতা
জাইকার ভিডিওতে উন্নয়নের জন্য সার্বজনীন জাতীয় শিক্ষাব্যবস্থাকে পূর্বশর্ত হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু দেশে কোনো সার্বজনীন জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে উঠেনি। দেশের শিক্ষাব্যবস্থা বাংলা মাধ্যম, কওমী মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, English Version ও English Medium ইত্যাদি পাঁচভাগে বিভক্ত। অর্থ্যাৎ সরকারি শিক্ষাব্যবস্থা অথবা সরকার অনুমোদনে প্রর্বতিত শিক্ষাব্যবস্থা জাতির মধ্যে সংহতি ও ঐক্য সৃষ্টির পরিবর্তে ও ভাঙ্গন সৃষ্টি করছে। আবার দেশব্যাপী বিদ্যালয় ও কলেজ পর্যায়ে বিজ্ঞান পরীক্ষণাগার ও খেলার মাঠ থাকার কথা থাকলেও, অধিকাংশ বিদ্যালয় ও কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পরীক্ষণাগার ও খেলার মাঠ নেই। এই সীমাবদ্ধতার জন্য হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে না। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, ফাঁকিঝুকি দিয়ে পরীক্ষা পাশের ব্যবস্থা করা হয়ে থাকে। এই জ্ঞানীয় ও প্রাযৌক্তিক কার্যক্রমে ফাঁকিঝুকির কারণে, দেশে বিজ্ঞান চর্চার সংস্কৃতি তৈরি হচ্ছে না। জাপানের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সূচক হিসাবে গবেষণা সন্দর্ভের মান ও সংখ্যাকে বিবেচনায় নেয়া হলেও, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহে এ সব সূচককে পাত্তা দেওয়া হয় না। কাজেই বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চা হচ্ছে কি-না তা স্পষ্ট নয়। কিন্তু উচ্চশিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের পূর্বশর্ত হলো গবেষণা। শিক্ষাব্যবস্থায় এ ধরণের বিপর্যয়ের ফলশ্রুতিতে দেশের অবকাঠামো তৈরিতে বিদেশি বিজ্ঞানী ও প্রযুক্তিবিদের উপর নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে জাপানে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষা কার্যক্রমের অঙ্গীভূত, যে কারণে জাপানে সামাজিকীকরণ ও সামাজিক আত্তীকরণ যথাযথভাবে সম্পন্ন হয়। কিন্ত বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সব স্তরেই এসব খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নেই, আবার যেখানে অবকাঠামো রয়েছে সেখানেও এগুলো অনুষ্ঠিত হয় না। ফলশ্রুতিতে উদীয়মান জনগোষ্ঠীর মধ্যে সাংগাঠনিক শক্তি গড়ে উঠে না। উপরন্তু প্রয়োজনীয় শারীরিক ও মানসিক গঠন সম্পন্ন হয় না।

৮. জাপানের উন্নয়ন অভিজ্ঞতা থেকে বাংলাদেশের যা শিক্ষণীয়
পূর্বতন বাঙ্গলা সালতানাত ভেঙ্গেচুড়ে ১৯৭১ খ্রিস্টাব্দে এ দেশ বাংলাদেশ হিসাবে স্বাধীনতা লাভ করে বটে, কিন্তু রাষ্ট্র গঠনের নিয়ামকসমূহের অনুপস্থিতি থাকায় বাংলাদেশ তার প্রতিষ্ঠাকালেই রাষ্ট্র হিসাবে ঝুঁকির মধ্যে পড়ে এবং এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। রাষ্ট্র হিসাবে সংগঠিত হতে দেশের ভিতর থেকে যে সব রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক শক্তি সঞ্চিত হওয়া প্রয়োজন, তা এখনও সৃজ্যমান। কাজেই জাইকার তৈরিকৃত আধুনিকায়নের সপ্ত অধ্যায় ভিডিওতে মেইজি বিপ্লব থেকে শুরু করে চলমান জাপানের যে বিকাশের কথা ইঙ্গিত করা হয়েছে, বাংলাদেশের ইতিহাসে উন্নয়নের পক্ষে সে রকম রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক বিকাশ ঘটেনি। বরং ব্রিটিশ শাসন-শোষণের কবলে পড়ে বাংলাদেশের রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক উপাদানসমূহের বিয়োজন ঘটেছে। তা সত্ত্বেও আশার কথা এই যে, বিদেশে কর্মরত শ্রমিকদের পাঠানো অর্থে অর্থনীতির গতি ফিরেছে। তবে তা দিয়ে প্রয়োজনীয় সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক সংস্কৃতি গড়ে উঠছে না। তাদের পাঠানো অর্থে অনেক ভৌত অবকাঠামো গড়ে উঠছে, কিন্তু সেসব অবকাঠামো থেকে ইপ্সিত পণ্য ও সেবা উৎপাদিত হচ্ছে না। তাই দেশের উন্নয়নে প্রয়োজনীয় সামাজিক শক্তি দেশের ভিতর থেকে সৃষ্টি হচ্ছে না। কাজেই দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক প্রয়োজনীয় সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক সংস্কৃতি গড়ে তুলতে জাপানের আদলে নিচের কার্যক্রমগুলো শুরু করা প্রয়োজন:

১) জাপানে জাতীয় দিবসগুলো জাতীয় চেতনা কর্ষণে সহায়ক সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। জাতীয় দিবসসমূহ সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে পালন করা হলে, দেশে জাতীয় চেতনাবোধ ও জাতীয় সংহতি গড়ে উঠে। কিন্তু বাংলাদেশে জাতীয় দিবসগুলোতে মানুষ অলস জীবনযাপন করে। অন্যদিকে ধর্মীয় অনুষ্ঠানের দিবসগুলোতে মানুষ ব্যাপক হারে অংশগ্রহণ করে, এর ফলে জাতীয় চেতনা ও ধর্মীয় চেতনা অঙ্গীভূত হয়ে পড়েছে। এ ধরণের ধর্মীয়-সংস্কৃতি অতিশুদ্ধতার চিন্তা-চেতনা জন্ম দিচ্ছে, যা ধর্ম রাষ্ট্র গঠনে সহায়ক চিন্তাশক্তি বিকাশে ব্যবহৃত হচ্ছে। কিন্তু জাতীয় দিবসগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম যথাযথভাবে অনুষ্ঠিত হলে, দেশবাসীদের জাতীয় চেতনা বিকশিত হবে। কাজেই জাতীয় দিবসসমূহ সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করা বাঞ্ছনীয়।

২) জাপানের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক জ্ঞানীয় কার্যক্রম পরিচালনা করতে মেইজি বিপ্লবের পর, মেইজি রাজতন্ত্র মাতৃভাষায় সার্বজনীন একক শিক্ষাব্যবস্থা চালু করে। কারণ মেইজি বিপ্লবের মূল চেতনা ছিলো, একক ভাষায় সার্বজনীন জাতীয় শিক্ষাব্যবস্থা চালু করা। সেজন্য সরকারি প্রচেষ্টায় তখন জাপানি প্রমিত ভাষার সৃষ্টি করা হয়। এই প্রমিত ভাষা সৃষ্টি হলে, মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম চালু করা হয়। ফলশ্রুতিতে দেশের জনগণ জ্ঞানীয় কার্যক্রমে সমভাবে যুক্ত সক্ষম হয়। ফলশ্রুতিতে এই জ্ঞানীয় কার্যক্রম দেশের উন্নয়নে যুক্ত হয়। কিন্তু বাংলাদেশে মাতৃভাষায় শিক্ষার সুযোগ থাকা সত্ত্বেও, মাতৃভাষা বাংলায় শিক্ষাব্যবস্থা কায়েম না করে, সরকারি ব্যবস্থাপনায় ইংরেজি শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। শিক্ষানীতিতে ইংরেজি ভাষাকে বাংলার সমান গুরুত্ব দেয়া হয়েছে। এই শিক্ষানীতির নিরিখে English version শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। অর্থ্যাৎ ইংরেজি শিক্ষাব্যবস্থাকে বাংলা শিক্ষাব্যবস্থার বিকল্প শিক্ষাব্যবস্থা হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে। তাছাড়া মূলধারার শিক্ষাব্যবস্থায় বাংলা-ইংরেজি দ্বি-স্বাক্ষরতা বিশিষ্ট শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। এই ভাষা চিন্তায় দ্বিবিধ বিক্ষপ্তির কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা জন্মাচ্ছে না, আবার উচ্চমানের জ্ঞানীয় কার্যক্রমে প্রয়োজনীয় বাংলা ভাষায় দক্ষতা জন্মাচ্ছে না। এভাবে শিক্ষাব্যবস্থায় প্রবর্তিত বিজাতীয় ইংরেজি ভাষায় অদক্ষতা ও অর্থনৈতিক অসামর্থ্যের কারণে, জনগোষ্ঠীর একটি বড়ো অংশ শিক্ষা ও জ্ঞানীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না। ফলশ্রুতিতে ইংরেজি ব্যবহারের ফলে জনগোষ্ঠীর একটি বড়ো অংশ জ্ঞানীয় কার্যক্রমে অবদান রাখতে পারছে না। কাজেই বাংলাদেশে ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভাষা শিক্ষাব্যবস্থা চালুর করতে উদ্যোগ নেয়া প্রয়োজন। এই উদ্যোগ সফল হবে যদি দ্বি-স্বাক্ষরতা বিশিষ্ট ভাষা শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে, প্রথমে মাতৃভাষা ও পরবর্তীতে বিদেশি ভাষা-এই নীতি অনুসরণে ভাষা শিক্ষাব্যবস্থা চালু করার হয়। আবার ভাষা শিক্ষাব্যবস্থার উদ্দেশ্য যেহেতু ভাষাগত দক্ষতা অর্জন। সেজন্য ভাষা শিক্ষাব্যবস্থায় শিক্ষক নিয়োগে ও শিক্ষার্থী ভর্তি ও উপরের শ্রেণিতে উত্তীর্ণতে দক্ষতা ভিত্তিক পরীক্ষা পদ্ধতি চালু করা প্রয়োজন।

৩) জাপানের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে সাংবাৎসারিকভাবে অনুষ্ঠিত সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুষ্ঠানের রেওয়াজ রয়েছে। যে কারণে জাপানিদের মধ্যে স্বত:স্ফূর্তভাবে সাংগাঠনিক শক্তি গড়ে উঠে। এই সাংগাঠনিক শক্তি জাপানের সামাজিক সম্পদ হিসাবে জাপানের আর্থিক, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় প্রযোজিত হয়ে থাকে। কিন্তু বাংলাদেশে উক্ত ধরণের কর্মকাণ্ড তেমন একটা অনুষ্ঠিত হয় না বলে, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সাংগাঠনিক ক্ষমতা উৎপাদনে ভূমিকা রাখতে পারছে না। এই সাংগাঠনিক শক্তির ঘাটতির কুপ্রভাব দেশের আর্থিক, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনায় প্রতিফলিত হয়ে থাকে। বেসরকারি আর্থিক, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানসমূহ তাদের নিজস্ব মানব সম্পদ নিয়োগ ও উন্নয়ন নীতিমালার কারণে সমস্যাগুলো উৎরাতে পারে। কিন্তু সরকারি আর্থিক, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানসমূহে এই অব্যবস্থাপনা ব্যাপক আর্থিক ও সময়ের ক্ষতি ও অপচয় বয়ে আনে। বাংলাদেশে গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের মতো সেচ প্রকল্প অথবা বাংলাদেশ বিমানের মতো বাণিজ্যিক প্রতিষ্ঠান অথবা উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান বিনিয়োগের অনুপাতে পণ্য বা সেবা উৎপাদন করতে পারছে না। স্বাস্থ্যখাতের অবস্থাও অনুরূপ। স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনার কারণে দেশে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা উৎপাদন হচ্ছে না। আবার স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দকৃত অর্থ দুর্নীতি ও দুর্বল ব্যবস্থাপনার কারণে চিকিৎসক, প্রশাসন ও ঠিকাদারদের পকেটে চলে যাচ্ছে। প্রতিটি সরকারি হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রের পাশেই ডাক্তারদের মালিকানায় গড়ে উঠেছে পাতি হাসপাতাল। কাজেই দেশের মানুষ স্বাস্থ্যসেবার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছে। ফলশ্রুতিতে দেশের স্বাস্থ্যব্যবস্থা পরিচালনায় বরাদ্দকৃত অর্থের অপচয় ও বিদেশে চিকিৎসা বাবদ ব্যয়িত অর্থের অপচয়-এই দু’ভাবে দেশের অর্থ বিনষ্ট হচ্ছে। অথচ স্বাস্থ্যব্যবস্থায় অব্যবস্থাপনা সুস্থ জাতি গঠনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তাই বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়ক সামাজিক শক্তি সৃজনে সুষ্ঠু স্বাস্থ্যব্যবস্থা প্রবর্তন করা প্রয়োজন। সেজন্য ইপ্সিত এই স্বাস্থ্যব্যবস্থা সৃজনে সহায়ক কোমল অবকাঠামো তৈরি করা প্রয়োজন।

৪) জাপানে মেইজি বিপ্লবত্তোরকাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ইনস্টিটিউট ও একাডেমীসমূহ জাতীয় পরিকল্পনা প্রণয়নে সহায়ক গবেষণা কর্মকাণ্ড পরিচালনা হয়ে আসছে। সেখানে স্থায়ী ও অস্থায়ী গবেষকগণ গবেষণায় রত থাকেন। ফলশ্রুতিতে জাপানের প্রত্যেক খাতের পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় চিন্তকবর্গ (Think-tank) গড়ে উঠছে। এই চিন্তকবর্গ সবধরণের জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নে সহায়ক শক্তি হিসাবে কাজ করে। কিন্তু বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ যেসব জাতীয় ইনস্টিটিউট ও একাডেমীসমূহ রয়েছে, সেগুলো প্রশাসনিক কর্মকর্তারা পরিচালনা করেন। সেখানে প্রশিক্ষণ কার্যক্রম ব্যতীত, তেমন কোনো গবেষণা কার্যক্রম অনুষ্ঠিত হয় না। কাজেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেকে বেরিয়ে আসা স্নাতকদের মেধা জাতীয় উন্নয়নে সহায়ক জ্ঞানীয় কার্যক্রমের ধারায় যুক্ত হতে পারছে না। ফলশ্রুতিতে বাংলাদেশের অভ্যন্তর থেকে জাতীয় মহাপরিকল্পনা তৈরিতে সহায়ক চিন্তকবর্গ তৈরি হচ্ছে না। কাজেই বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ইনস্টিটিউট ও একাডেমীসমূহ জাতীয় পরিকল্পনা প্রণয়নে সহায়ক গবেষণা কর্মকাণ্ড যেনো অনুষ্ঠিত হয়, সেজন্য এসব প্রতিষ্ঠানে কোমল অবকাঠামো ঢেলে সাজানো প্রয়োজন। এই উদ্যোগের অংশ হিসাবে প্রত্যেক মন্ত্রণালয়ের মেধাবী কর্মকর্তাদের গবেষণাকর্মে অংশগ্রহণের সুযোগ দানের জন্য অতিরিক্ত গবেষণা ভাতা সুবিধাযুক্ত ১/২ বছর মেয়াদী শতশত গবেষক পদ সৃষ্টি করা প্রয়োজন।

৫) জাপানের সামাজিক, সাংস্কৃতিক, আর্থিক, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানসমূহের প্রশাসনিক পদে সাধারণত: বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় ইনস্টিটিউট ও একাডেমীসমূহে গবেষণায় পারদর্শিতা দেখানো জ্ঞানদীপ্ত ও কর্মঠ কর্মকর্তাদের নিয়োগ দেয়া হয়। কিন্তু বাংলাদেশের এসব প্রতিষ্ঠানসমূহের প্রশাসনিক পদে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়া হয়ে থাকে। সেজন্য প্রতিষ্ঠানসমূহ পরিচালনায় কোনো মেধা ও কর্মকুশলতার প্রভাব পরিলক্ষিত হয় না। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ইনস্টিটিউট ও একাডেমীসমূহ জাতীয় পরিকল্পনা প্রণয়নে সহায়ক গবেষণা কর্মকাণ্ড অনুষ্ঠানের সুযোগ সৃষ্টি করা হলে এবং সেখান থেকে বেরিয়ে আসা জ্ঞানদীপ্ত ও কর্মকুশলীদের প্রশাসনিক পদে নিয়োগ দেয়া হলে, দেশব্যাপী বিস্তৃত প্রতিষ্ঠানসমূহের ব্যবস্থাপনা উন্নত হবে। ফলশ্রুতিতে অর্থ ও সময়ের অপব্যয় ও অপচয় হ্রাস পাবে। কাজেই জাতীয় প্রতিষ্ঠানসমূহের প্রশাসনিক পদে উক্ত জ্ঞানদীপ্ত ও কর্মকুশলী ব্যক্তিদের নিয়োগ দেয়া প্রয়োজন।

৯. উপসংহার
নিবন্ধের শুরুতেই যেমনটা আলোকপাত করা হয়েছে যে, অর্থনৈতিক উন্নয়ন রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, প্রাযৌক্তিক ও ভাষিক উন্নয়ন ব্যতীত সম্ভব নয়। কিন্তু জাপানের অর্থনৈতিক উন্নয়ন সংঘটিত হয়েছে রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক উন্নয়নের সাথে যুগপৎভাবে। অপরপক্ষে ঐতিহাসিক রাজনৈতিক পট পরিবর্তনের ধারায় বাংলাদেশে কোনো রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক বিকাশ ঘটেনি। বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠিত হলেও, রাজনৈতিক অদূরদর্শিতা অথবা রাজনৈতিক শক্তির পাশ্চাত্যমূখীনতার কারণে বাংলাদেশে এসব সার্বিক উন্নয়নে সহায়ক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে না। কাজেই দেশে এখন বিদেশে শ্রম বিক্রয়ের মাধ্যমে আনীত অর্থ আছে, কিন্তু রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক পশ্চাৎপদতার কারণে সেই সব অর্থ সুষ্ঠু অর্থনৈতিক উন্নয়নে বিনিয়োগ হচ্ছে না, বরং অপচয় হচ্ছে।
এমতাবস্থায় একটি কথা স্পষ্ট যে, জাইকার উন্নয়ন বিষয়ক পরামর্শের মাধ্যমে এ দেশে অর্থনৈতিক উন্নয়নে সহায়ক সামাজিক শক্তি সৃষ্টি হচ্ছে না। বরং জাইকার এই পরামর্শে জাইকারই লাভ হচ্ছে, কারণ জাইকার অর্থনৈতিক পরামর্শের মাধ্যমে তার দাতা হিসাবে গ্রহণযোগ্যতা বাড়ছে। জাইকার এই গ্রহণযোগ্যতার ফলে, বাংলাদেশ এখন জাইকার কাছ থেকে ভৌত অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় পরামর্শ ও ঋণ গ্রহণ করছে। এই কার্যক্রমে দাতা হিসাবে অবতীর্ণ হয়ে, জাইকা এখন জাপানের হয়ে বাংলাদেশ থেকে অর্থনৈতিকভাবে মুনাফা অর্জন করছে। ফলশ্রুতিতে বাংলাদেশ জাইকাসহ বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক ইত্যাদির মতো দাতা সংস্থার উপর নির্ভরশীল হয়ে পড়ছে। এ থেকে প্রমাণিত হচ্ছে যে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রয়োজনীয় নিজস্ব কোনো সামাজিক শক্তি নেই। কাজেই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করতে হলে, জাপানের আদলে রাজনৈতিক, সাংস্কৃতিক, জ্ঞানীয়, ভাষিক ও প্রাযৌক্তিক উন্নয়ন কার্যক্রম বৃদ্ধি করতে হবে।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:২৬

রাজীব নুর বলেছেন: আমাদের দেশের সরকার কারো কাছ থেকে শিক্ষা নেবে না।

২| ১২ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৯

রিফাত হোসেন বলেছেন: পড়ে শেষ করলাম। +
সঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.