![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়
বিক্ষিপ্ত চিন্তা!
বাংলাদেশের রাজধানী গৌড়?
বাঙ্গালী জাতির হিরন্ময় দিনগুলোতে বাঙ্গলার রাজধানী ছিলো গৌড়। এই গৌড়কে জাতীয় ঐতিহ্য হিসাবে ধারণ করতে বাংলাদেশের রাজধানী হওয়া উচিত গৌড়ে। কিন্তু গৌড়ের বেশীর অংশ পশ্চিমবঙ্গে অবস্থিত। তাই বাংলাদেশের রাজধানীর বর্তমান নাম ঢাকা বদলিয়ে গৌড় রাখা যেতে পারে। অথবা চাঁপাই নবাবগঞ্জে রাজধানী স্থানান্তর করে বাংলাদেশে রাজধানীর নাম গৌড় রাখা যেতে পারে। কারণ চাঁপাই নবাবগঞ্জ মধ্যযুগের রাজধানী গৌড়ের অংশhttps://bn.wikipedia.org/wiki/à¦à§à¦¡à¦¼
২| ০২ রা আগস্ট, ২০২১ দুপুর ২:০৬
নাফী আল তওসীফ মায়া । বলেছেন: রাজধানীর আশা করছিনা । তবে , চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক নিদর্শন গুলোর অবস্থা খুব খারাপ । সুলতানী ও মুঘল আমলের নিদর্শন গুলোর কনো যত্ন নেই । আমরা স্থানীয় পর্যায়ে অনেক মানববন্ধন বা সমাবেশ করেছি । কনো কাজ হয়না । এরকম চলতে থাকলে সেগুলো ধ্বংস হয়ে যাবে । ছোট সোনামসজিদের গা ঘেষা রাস্তা দিয়ে স্থলবন্দরেরর পাথর নিয়ে যায় বিশাল বিশাল ট্রাক । কানসাট রাজবাড়ী এখন মাদকসেবীদের আড্ডা খানা । রাজবাড়ীর কাঠ, লোহা সবকিছু চুরি হয়ে যাচ্ছে ।
অথচ , চাঁপাইনবাবগঞ্জের সীমানার ওপারে মানে মালদা জেলার নিদর্শন গুলো দেখলে মন জুড়িয়ে যায় । খুব যত্ন করে ওরা ।
০২ রা আগস্ট, ২০২১ বিকাল ৪:১৮
রেজাউল করিম ফকির বলেছেন: যে দেশে মাধ্যমিক শিক্ষার সমপর্যায়ের শিক্ষা প্রদানের জন্য হাজার হাজার কোটি খরচ করে উঁচু দালান বানিয়ে নাম দেওয়া হয় বিশ্ববিদ্যালয়, সে দেশে হাতির ঝিল নির্মাণ ও পূর্বাচল ৩০০ রাস্তা বানানোর টাকা থাকলেও দেশের জাতীয় ঐতিহ্য রক্ষার টাকা থাকে না।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১:৫৩
রক্তহীন বলেছেন: তাহলে কি লাভ হবে ?