নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডক্টর এ.বি.এম. রেজাউল করিম ফকির, অধ্যাপক, জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ \nআধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় e-mail: [email protected]

রেজাউল করিম ফকির

অধ্যাপক, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

রেজাউল করিম ফকির › বিস্তারিত পোস্টঃ

বিশ্বায়নের আলোয় ভাষা ইনস্টিটিউট

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৮

পূর্বে উদিত হয়ে সূর্য, পশ্চিমে যায় অস্তাচল,
অক্ষরেখায় যুক্ত এ্যান্টার্কটিকা আর আর্কটিক।
অন্তর্জাল হলো জানালা আর যন্ত্রযান হলো বাহন;
হাতের মুঠোয় মানচিত্র আর প্রেরণায় বিশ্বায়ন,
উৎসব মুখর হয়েছে দেশ, উপমহাদেশ ও মহাদেশ।
দিগদিগন্ত থেকে এসে মিশেছে ভাষার মিছিল,
গড়ে উঠেছে ভাষাময় আধুনিক ভাষা ইনস্টিটিউট;
সংক্ষেপ যার নাম হয়েছে আই-এম-এল বা আ-ভা-ই।
লিপি, ভাষা ও সংস্কৃতিতে সাজানো এর প্রতিবেশ,
আভাই তাই দেশ নয়, যেনো ভাষাময় মহাদেশ ।
এখানে রয়েছে এশিয়া, আফ্রিকা আর ইউরোপ,
ভাষায় ভাষায় সেজে তাই পেয়েছে বিশ্বের রূপ।
যেখানে এ ভাষা বিদেশি, সে ভাষাও বিদেশি;
বিদেশ যেনো তাই সকলেরই প্রতিবেশী।
লিপিগুলো এর দেয় ব্যঞ্জনা অন্তরালে তার ভাষা,
বিদেশি সংস্কৃতি তার যোগায় বিশ্বায়নের প্রেরণা।
চোখের সামনে বিশ্ব-মানচিত্র, পাথেয় বিশ্বায়ন;
ভাষায় ভাষা এঁকে দেখায় দেশ-মহাদেশের পথ।
ভাষার আল্পনায় মনে অংকিত হয় বিশ্ব বিস্তৃত ছবি,
বিশ্বাস জাগে তাই আমরা যেনো বিশ্ববাসী।
ভাষাগুলো কেবল ভাষা নয়, যেনো স্বপ্নের সিঁড়ি,
বিশ্বের পথে কল্পনাগুলোকে ভাসিয়ে চলে বিশ্বব্যাপী।
[বি.দ্র.: সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধন চলছে]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.