![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কিছু সুন্দর সময়, আর খুব প্রিয় কিছু মানুষের কথা মনে করতে চাই বার বার...
কমল দা’র সেলুনে চুল কাটাতে যাই তা প্রায় ছয় বছর হয়ে এলো। উনার সাথে সম্পর্কটা এতোই ভালো হয়ে গেছে যে উনি আমাকে দেখলে পরিস্কার বলে দিতে পারেন রুটিন মাফিক এলাম না দেরী করে ফেলেছি, আর সাথে টং এর চা তো আছেই। আমিও উনার সেলুনে যেয়ে দাঁত বের করে একটা হাসি দিয়ে থাই গ্লাসের দরজা ঠেলে সাউন্ডপ্রুফ করবার একটা চেষ্টা করে বলি “আল্লাহর দুনিয়ায় এতো জায়গা থাকতে, আপনে কোন দূঃখে যে এই ওয়ার্কশপের পাশে পজিশন নিলেন। সারাদিন ঘড়র ঘড়র শব্দ আর দুম দাম হাতুড়ির আওয়াজ!!”
কিন্তু সেবার সেলুনে যেয়ে অনেকক্ষণ পরেও কোন শব্দ না পেয়ে আমি কৌতুহলী হয়ে দাদাকে ওয়ার্কশপের দিকে ইঙ্গিত করে জিজ্ঞাসা করলাম, “দাদা ঘটনা কি ?? আইজ কোন আওয়াজ নাই”!! “এক্কেরে পুইড়া কয়লা হইয়া গেছে বুজছেন বাইসাব, চেহারা দেইখখা আর চেনা যায় না, মানুষ পোড়া কি গোন্ধ!! পোলাডা বড়ই শান্তশিষ্ট আছিলো, কয়েক মাস হয় নতুন বিয়া করছে। ঘরে বুইড়া মাও আছে। ভগবানই জানে তাগো কেমনে চলব”?? মূল ঘটনা হলো গতকাল ঐ ওয়ার্কশপের জাহাঙ্গীর নামের এক ওয়েল্ডিং মিস্ত্রী নবনির্মিত এক বহুতল ভবনে কাজ করতে গিয়ে, তার পাশের ইলেক্ট্রিক তারে পুড়ে সাথে সাথেই মারা গেছেন। ওহ!! কি বীভৎস একটা সংবাদ! দোকানের মালিক আর বিল্ডিঙের মালিক মিলে জাহাঙ্গীরের নতুন বউ আর মাকে হাজার বিশেক টাকা ক্ষতিপূরণ দিয়েছে। ব্যাপারটা মিটমাট হয়ে গেছে। বাহ! কি চমৎকার করে বলে গেলাম পুরো ব্যাপারটা মিটমাট হয়ে গেছে!! একটা মানুষের জীবনের মূল্য বিশ হাজার টাকা?? আর ব্যাংকের ভাষায় লিখতে গেলে সাথে মাত্র কথাটাও লিখতে হবে। আর না লিখেই বা কি করব? দুইদিন পর আপনি, আমি আমরা সবাই এই ঘটনা বেমালুম ভুলে যাব। ভুলে যেতে হবে!! নইলে সামনে এগুবো কি করে?? আমিও যাপিত জীবনের নিয়মে ঘটনাটা ভুলে গিয়েছিলাম। দিন কেটে যাচ্ছিল, যেমন যায় আর কি!!
তারপর সেদিন হঠাৎ এক বন্ধু ফোন করে বলল, তাদের বাসায় আমাদের পুরো সার্কেলের দাওয়াত। দুষ্টলোকেরা বলে আমি নাকি আবার দাওয়াতের কথা শুনলে একটু বেশিই উত্তেজিত হয়ে যাই!! এসব আপনাদের বিশ্বাস করতে হবে না। আর দুষ্টলোকের কথা নিজ দায়িত্বে বিশ্বাস করবেন, এর কোন দায়-দায়িত্ব আমি নেব না। তো যথারীতি আমরা সবান্ধবে হাজির হলাম। এটা সেটা দিয়ে একেবারে হাজার পদের খাবার। সেগুলোর সদ্ব্যবহার করতে কোন কসুর করছিলাম না। হাসি গল্প গানে সময় কেটে যাচ্ছিল। সব শেষে পুরো বাসাটা ঘুরে দেখলাম। বেশ বড়। ভাড়া শুনলাম আট হাজার টাকা। এত বড় বাসা তুলনায় ভাড়াটা বেশ কম। তারপর যেটা জানা গেলো সেটা হলো, এই বাসার পাশ দিয়ে ইলেক্ট্রিসিটির খুব মোটা মোটা তার গিয়েছে। ভবন তৈরীর সময় ঠিক এই ফ্ল্যাটের কোণায় জানালার পাশে এক মিস্ত্রী নাকি খুব বাজেভাবে পুড়ে গেছে। তারপর বাসা তৈরী শেষ হলেও তাতে ভাড়া হচ্ছিল না। সবাই খুব ভয় পাচ্ছিলো এই বাসায় উঠতে, বলা তো যায় না অপঘাতে মৃত্যু!! তখন মালিক বাধ্য হয়ে বাসা ভাড়া বেশ কমিয়ে দিলেন, আর তাতেই টপাটপ ভাড়া হয়ে গেলো ফ্ল্যাটগুলো। গরজ যে বড় বালাই !!
বেচারা জাহাঙ্গীর!! কোথায় কীভাবে আছে কে জানে?? তবে আর যাই হোক তার স্টোরিটার একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ আছে। কত জন তার জন্য সস্তায় বাসা ভাড়া পাচ্ছে!! কেউ তার কথা বলে ব্লগে লাইক কমেন্ট কামাচ্ছে!! আর কেউ হয়ত ভুত এফ এমে তার কথা বলে নিজেকে বানিয়ে দেবে সেলিব্রেটি। জাহাঙ্গীরের নতুন বউ আর মায়ের কপালে দু’বেলা দু’মুঠো ভাত জোটে কি না তার খবর কে রাখে ??
১৭ ই মে, ২০১৪ রাত ৯:১৪
মহামহোপাধ্যায় বলেছেন: সত্যি তাই!! সামনে এগুতে হবে নাহ্ ??
আমার ব্লগে স্বাগতম।
ভালো থাকুন। শুভ কামনা রইলো
২| ১৭ ই মে, ২০১৪ রাত ৯:০৩
সপ্নাতুর আহসান বলেছেন: কেউ তার কথা বলে ব্লগে লাইক কমেন্ট কামাচ্ছে!! আর কেউ হয়ত ভুত এফ এমে তার কথা বলে নিজেকে বানিয়ে দেবে সেলিব্রেটি।
নিষ্ঠুর সত্য।
১৭ ই মে, ২০১৪ রাত ৯:১৭
মহামহোপাধ্যায় বলেছেন: হুম ভাইয়া। নিষ্ঠুর সত্য। আশা করি ভালো আছেন।
ভালো থাকুন সতত। শুভেচ্ছা রইলো
৩| ১৭ ই মে, ২০১৪ রাত ১০:০৮
সুমাইয়া আলো বলেছেন: আহারে বেচারা
++++++++++++++
১৭ ই মে, ২০১৪ রাত ১০:২৬
মহামহোপাধ্যায় বলেছেন: কি আর করা যাবে বলুন?? আমাদের সাধ্য যে খুব সীমিত। তার থেকে সীমিত আমাদের বিবেচনাবোধ!!
আমার ব্লগে স্বাগতম। ভালো থাকুন। শুভ কামনা রইল
৪| ১৭ ই মে, ২০১৪ রাত ১০:০৯
সুমাইয়া আলো বলেছেন: আহারে বেচারা
++++++++++++++
১৭ ই মে, ২০১৪ রাত ১০:২৭
মহামহোপাধ্যায় বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ
৫| ১৭ ই মে, ২০১৪ রাত ১০:১০
ক্ষুদ্র খাদেম বলেছেন: ভালো একটা যোগাযোগ ঘটিয়েছেন দুটো আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন মনে হওয়া ঘটনার মধ্যে
১৭ ই মে, ২০১৪ রাত ১০:৩১
মহামহোপাধ্যায় বলেছেন: পরের ঘটনাটা ঘটারও প্রায় মাসখানেক পর একদিন রাস্তায় উদ্দ্যেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ মাথায় দুটি ঘটনা জোড়া লেগে গেলো।
আমার ব্লগে স্বাগতম। ভালো থাকুন। শুভেচ্ছা
৬| ১৭ ই মে, ২০১৪ রাত ১০:১৯
নীল-দর্পণ বলেছেন: আমাদের এলাকায় কিছুদিন আগে বিল্ডিং রং করতে গিয়ে ইলেক্ট্রিক তারে শক খেয়ে রাস্তায় পড়ে এক রং মিস্ত্রী মারা গেছে। শুনলাম তার বউকে নাকি ২লাখ টাকা দেয়া হয়েছে !
২লাখ...ঐ বউয়ের জন্যে অনেক তাই না ? হাহ হা......হায় আমাদের কপাল....
১৭ ই মে, ২০১৪ রাত ১০:৪০
মহামহোপাধ্যায় বলেছেন: কপালের আর দোষ কি বলেন?? যে দেশে লাশ নিয়ে ব্যবসা হয়। মুড়ি মুড়কীর মতো মানুষ মারা যায়। সে দেশে দুই লাখ টাকা শুধু অনেক না, অনেকের চেয়েও বেশি!!
আমাদের সুদিন আসুক। শুভ বুদ্ধির উদয় হোক। জাগ্রত হোক মানবতা।
ভালো থাকুন। শুভকামনা রইল
৭| ১৭ ই মে, ২০১৪ রাত ১০:২৫
না পারভীন বলেছেন: দু:খ জনক ঘটনা।
১৭ ই মে, ২০১৪ রাত ১০:৪৪
মহামহোপাধ্যায় বলেছেন: দূঃখজনক কিন্তু আমাদের সমাজের জন্য খুব স্বাভাবিক একটা ঘটনা
অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে আপু। আশা করি অনেক ভালো আছেন। দোয়া করি অনেক ভালো থাকুন। শুভেচ্ছা রইল
৮| ১৭ ই মে, ২০১৪ রাত ১০:৪৩
ইমিনা বলেছেন: কাকতাড়ুয়া !!!
স্বাগতম ... কত দিন পর দেখলাম তোমাকে
আচ্ছা, এখন পোস্ট পড়া শুরু করি এবং জানাচ্ছি
১৭ ই মে, ২০১৪ রাত ১০:৫১
মহামহোপাধ্যায় বলেছেন: হা হা হাঃ আসলেই অনেক দিন পর পোস্ট দিলাম। পড়ে দেখুন কেমন লাগে।
অনেকদিন পর সবাইকে দেখে আসলেই ভালো লাগছে
৯| ১৭ ই মে, ২০১৪ রাত ১০:৪৯
ইমিনা বলেছেন: মন খারাপ হয়ে গেলো। আমরা কত সহজে সব ভুলে যেতে পারি। ভুলে যেতে হয় বলে, এটাই বাস্তবতা। তবুও এর ভেতরই কেমন যেন একটা লুকানো কান্না টের পাই
১৭ ই মে, ২০১৪ রাত ১১:৪৪
মহামহোপাধ্যায় বলেছেন: মাঝে মাঝে না হয় একটু মন খারাপ হলোই বা। তাতেও যদি আমাদের এই গণ্ডারের চামড়া পরা বিবেকে একটু নাড়া পড়ে, দোষের কি ??
লুকনো কান্না সে তো কত অন্তরেই গুমরে মরে। কে রাখে তার খোঁজ??
ভালো থাকুন প্রিয় ব্লগার। অনেক শুভ কামনা রইল
১০| ১৭ ই মে, ২০১৪ রাত ১১:০৩
অদ্বিতীয়া আমি বলেছেন: খুব খারাপ লাগলো । গরীবের থেকেও গরীব ওরা ওদের ক্যানও এত বিপদ । তারপর কত কম টাকায় মিটমাট করা যায় ।
আরেকটা ব্যাপার হল , আমাদের দেশের শ্রমিকরা অনেক রিস্ক নিয়ে কাজ করে , কোন সেফটি ব্যাবস্থা ছাড়াই । শুধু ভাগ্যের জোরেই বেঁচে থাকে ওরা, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে কন্সট্র্যাকসন ফার্ম বা বিল্ডিং মালিকদের কাছ থেকে কিছু "ক্ষতিপূরণ" পায় !!! কিন্তু জীবনের কি কোন ক্ষতিপূরণ হয় !
১৮ ই মে, ২০১৪ রাত ১২:০৮
মহামহোপাধ্যায় বলেছেন: সেটাই তো প্রশ্ন আপু, গরীবের থেকেও গরীব ওরা ওদের কেন এত বিপদ?? আর কম টাকায় মিটমাট?? সেটাতেও তো দূঃখ ছিলো না যদি নিহতের পরিবার পুরো টাকাটা পেতো, এই কম টাকাও কত দফায় ভাগ বাটোয়ারা হয় তার হিসাব কে রাখে??
যেখানে দু'বেলা দু'মুঠো ভাত জোটানোই চ্যালেঞ্জ, সেখানে নিরাপত্তা বজায় রাখার সময় কোথায় বলুন?? মাঝে মাঝে নিজের উপরই ঘেন্না ধরে যায়!! এই ব্যর্থতার দায় তো আমাদের সবারই।
আর জীবনের ক্ষতিপূরণ সে তো কখনোই সম্ভব না।
অনেকদিন পর আমার ব্লগে আপনাদের সবাইকে দেখে খুব ভালো লাগছে। ভালো থাকুন সর্বদা এই কামনা করি।
১১| ১৭ ই মে, ২০১৪ রাত ১১:০৯
নীরব 009 বলেছেন: দুঃখজনক পোস্টে ডিজলাইক...
এইসব ভাবতে ভাল লাগে না। এড়ায় যাওয়াই ভাল। কার এত ঠেকা পড়ছে?
১৮ ই মে, ২০১৪ রাত ১২:২৪
মহামহোপাধ্যায় বলেছেন: সেটাই কথা দাদা কার এতো ঠ্যাকা পড়ছে?? আমিও তো এড়িয়ে যেতে চাই, সব ভুলে যেতে চাই!! কিন্তু মাঝে মাঝেই দূঃস্বপ্নের মত যে এসে হানা দেয়, তা থেকে তো মুক্তি পাই না!!
মেলাদিন পর পোস্ট দিলাম, তোকে কমেন্ট করতে দেখে ভালো লাগলো। আর একটা পোস্ট দিয়ে সেঞ্চুরীটা করে ফেল। ভালো থাকিস, শুভ কামনা রইল
১২| ১৮ ই মে, ২০১৪ রাত ১২:৩৭
মহামহোপাধ্যায় বলেছেন: পোস্ট নির্বাচিত পাতায় মডুকে অনেক অনেক ধন্যবাদ
১৮ ই মে, ২০১৪ বিকাল ৫:১২
মহামহোপাধ্যায় বলেছেন:
১৩| ১৮ ই মে, ২০১৪ রাত ১২:৫৫
মামুন রশিদ বলেছেন: যার যায় সেই বুঝে ।
মন খারাপ করা পোস্ট । অপ্রত্যাশিত মৃত্যু সত্যিই কষ্টের ।
১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৪
মহামহোপাধ্যায় বলেছেন: সেটাই কথা ভাই, যার যায় সে বোঝে..............
অনেকদিন পর পোস্ট দেয়ার সুবাদে আপনাদের আবার আমার ব্লগে দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে। খুব ইচ্ছে ছিল সিলেট থেকে চলে আসার সময় আপনার সাথে দেখা করে আসবার। কিন্তু এত দ্রুত চলে আসতে হলো যে পরে আর সময় করে উঠতে পারিনি। আশা করি আবার কখনো দেখা হবে। অন্নেক ভালো থাকবেন ভাইয়া
১৪| ১৮ ই মে, ২০১৪ রাত ১:০২
কবি কালিদাশ বলেছেন: সত্যিই দুঃখজনক ঘটনা
১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৮
মহামহোপাধ্যায় বলেছেন: দূঃখজনক কিন্তু আমাদের সমাজের জন্য খুব স্বাভাবিক একটা ঘটনা
আমার ব্লগে স্বাগতম। ভালো থাকবেন। অনেক শুভ কামনা রইল
১৫| ১৮ ই মে, ২০১৪ রাত ১:১৫
*কুনোব্যাঙ* বলেছেন: তবে আর যাই হোক তার স্টোরিটার একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ আছে। কত জন তার জন্য সস্তায় বাসা ভাড়া পাচ্ছে!! কেউ তার কথা বলে ব্লগে লাইক কমেন্ট কামাচ্ছে!! আর কেউ হয়ত ভুত এফ এমে তার কথা বলে নিজেকে বানিয়ে দেবে সেলিব্রেটি।
সুপার লাইক
১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:০৩
মহামহোপাধ্যায় বলেছেন: সম্পূর্ণ সত্য কথা, আমরা সব কিছুই বেচি। কবীর সুমন বলেছেনঃ
আশাটাও পণ্য এখন বাজার দরে
বিকোতে পারলে টাকা আসবে ঘরে
অনেকদিন পর পোস্ট দেয়ার সুবাদে আপনাদের আবার আমার ব্লগে দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে। ভালো থাকবেন। অনেক শুভ কামনা রইল
১৬| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৭
ক্যাপস্টেন বলেছেন: তবে আর যাই হোক তার স্টোরিটার একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ আছে। কত জন তার জন্য সস্তায় বাসা ভাড়া পাচ্ছে!! কেউ তার কথা বলে ব্লগে লাইক কমেন্ট কামাচ্ছে!! আর কেউ হয়ত ভুত এফ এমে তার কথা বলে নিজেকে বানিয়ে দেবে সেলিব্রেটি।
অতি সত্য কথা।
১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:০৮
মহামহোপাধ্যায় বলেছেন: হুম। আমাদের সমাজের জন্য প্রযোজ্য খুব খাঁটি একটা কথা। কি করবেন সিস্টেমটাই যে এমন!!
আমার ব্লগে স্বাগতম। ভালো থাকুন। অনেক শুভ কামনা রইল
১৭| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৩৭
মাহমুদ০০৭ বলেছেন: জাহাঙ্গীরের নতুন বউ আর মায়ের কপালে দু’বেলা দু’মুঠো ভাত জোটে কি না তার খবর কে রাখে ?
মন খারাপ হয়ে গেল পোস্ট পড়ে । অনেক খারাপ ।
১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:১২
মহামহোপাধ্যায় বলেছেন: সত্যই ভাই সেই খবর কেউ রাখে না। কারও রাখার প্রয়োজন নেই। কোন লাভও নেই।
মন খারাপ হয়ে গেলে আর কি করবেন আমারে একটা কইস্যা মাইনাস দিয়া যান!!
ব্লগে আপনাদের দেখে খুব ভালো লাগছে। খুব মিস করি ব্লগের সব্বাইকে। ভালো থাকবেন। আপনার জন্য আমার ভাঁড়ারে শুভকামনার কখনো ঘাটতি হবে না।
১৮| ১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকদিন পর ব্লগে পোষ্ট দিলেন। আমি এমনও দেখেছি ধর্ষনের পর জরিমানা হিসেবে টাকা দেয়া হয়েছে, সেই টাকায় ঘর সংসার নতুন করে হচ্ছে। সাবলম্বী হচ্ছে। যা নেই, তা হলো, অভিযোগ।
১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:২১
মহামহোপাধ্যায় বলেছেন: জ্বী ভাইয়া, অনেকদিন পর পোস্ট দিলাম। ইদানীং টানা সময় বের করা একটু কষ্টের ব্যাপার হয়ে যাচ্ছে
সেটাই কথা ভাইয়া। যা নেই তা হলো অভিযোগ। আর আমাদের বিবেক আর সমাজ ব্যবস্থা যতদিন না বদলাবে ততদিন এর কোন সমাধান নেই।
আপনাদের আমার ব্লগে দেখে অনেক ভালো লাগছে ভাইয়া। ভালো থাকুন। অনেক শুভকামনা রইল
১৯| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৫৮
শরৎ চৌধুরী বলেছেন: ভীষণ জরুরী প্রশ্ন। অনবদ্য।+।
১৮ ই মে, ২০১৪ বিকাল ৪:২৫
মহামহোপাধ্যায় বলেছেন: সমস্যা হলো এই ভীষণ জরুরী প্রশ্নের কোন উত্তর নেই
ধন্যবাদ ভাইয়া। প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন। শুভ কামনা রইল
২০| ১৮ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
আদনান শাহ্িরয়ার বলেছেন: এসব ঘটনা আমরা ভুলে থাকতে পছন্দ করি , এর চেয়ে বানানো গল্প শুনে ন্যাকা ন্যাকা ভয় পাওয়া অনেক ভালো ! আফসোস !
১৮ ই মে, ২০১৪ রাত ১১:১৭
মহামহোপাধ্যায় বলেছেন: আমি আর কি বলবো ভাইয়া!! আপনি তো সব বলে দিলেন। হুম, আমাদের চরিত্র এরকমই। বাস্তবতা এড়িয়ে চলতে পছন্দ করি।
অনেকদিন পর আপনার দেখা পেলাম। আশা করি ভালো আছেন। সর্বদা ভালো থাকুন এই কামনা করি
২১| ১৮ ই মে, ২০১৪ রাত ৯:০৩
সাইলেন্স বলেছেন: অনেক দিন পরে ব্লগে দেখলাম আপনাকে।
জাহাঙ্গীররা অভাগা তাদের খোজ কে রাখে ?
মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ গুলোই হালে বাজার মাতাচ্ছে।
ধন্যবাদ।
১৮ ই মে, ২০১৪ রাত ১১:২২
মহামহোপাধ্যায় বলেছেন: হুম, বেশ কয়েকমাস পর পোস্ট দিলাম, আসলে ব্লগে দেয়ার মত লম্বা সময় জুটিয়ে উঠতে পারছিনা
সেটাই ভাই!! জাহাঙ্গীররা অভাগা তাদের খোঁজ কে রাখে?? কেউ রাখে না। কারও রাখার প্রয়োজন নেই। কোন লাভও নেই।
ভাল থাকুন। অনেক শুভেচ্ছা রইল
২২| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! বাস্তবতা এমন নির্লজ্জ্ব হয় মাঝে মাঝেই !
১৮ ই মে, ২০১৪ রাত ১১:৪১
মহামহোপাধ্যায় বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া, বাস্তবতা এমন নির্লজ্জ হয় মাঝে মাঝে। আর এটা দেখে আমরাই লজ্জা পেয়ে যাই।
অভি ভাই অনেকদিন পর দেখা হলো ব্লগে। আশা করি ভালো আছেন। সবসময় ভালো থাকুন এই কামনা করি
২৩| ১৮ ই মে, ২০১৪ রাত ১১:৪৯
আমার আমিত্ব বলেছেন: খুবই দুঃখজনক ঘটনা, আমরা এই রকম কত জাহাঙ্গীরের খোঁজ রাখি না, আমাদের সুবিধার জন্য আমরা র্নিমম ঘটনা গুলোকে পাশ কাটিয়ে চলি।
জাহাঙ্গীরদের জন্য প্রার্থনা।
১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:০৮
মহামহোপাধ্যায় বলেছেন: সেটাই ভাইয়া, আমরা আমাদের সুবিধার জন্য এইসব নির্মম ঘটনা গুলোকে ভুলে থাকি বা পাশ কাটিয়ে চলি। কিন্তু আমরা ভুলে গেলেই কি ভিক্টিম সেই ঘটনা থেকে মুক্তি পায়??
আমাদের আর সামর্থ্য কতটুকু?? জাহাঙ্গীরদের জন্য আমরা শুধু প্রার্থনাই করতে পারি।
আমার ব্লগে স্বাগতম। ভালো থাকুন। শুভেচ্ছা রইল।
২৪| ১৯ শে মে, ২০১৪ রাত ১২:৫১
সুমন কর বলেছেন: আমিও যাপিত জীবনের নিয়মে ঘটনাটা ভুলে গিয়েছিলাম। দিন কেটে যাচ্ছিল, যেমন যায় আর কি!!
ভালো বলেছেন। বাস্তব বড়ই কঠিন।
১৯ শে মে, ২০১৪ বিকাল ৩:১৬
মহামহোপাধ্যায় বলেছেন: ঠিক বলেছেন ভাইয়া। বাস্তবতা অনেক কঠিন। কতোটা কঠিন তা যদি সে নিজেও জানতো!!
ভালো থাকুন। অনেক অনেক শুভ কামনা রইল
২৫| ২০ শে মে, ২০১৪ রাত ১২:২৮
এহসান সাবির বলেছেন: শেষ মেশ পোস্ট একটা পেলাম!! একটু নিয়মিত হোন।
শুভেচ্ছা।
পোস্ট +++
২০ শে মে, ২০১৪ বিকাল ৪:১১
মহামহোপাধ্যায় বলেছেন: প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আশা করি ভালো আছেন। হুম, এখন থেকে চেষ্টা করব নিয়মিত হতে।
ভালো থাকবেন। অনেক শুভ কামনা রইল
২৬| ২০ শে মে, ২০১৪ বিকাল ৫:৩৯
হাসান মাহবুব বলেছেন: চিন্তার খোরাক যোগানো লেখা।
২০ শে মে, ২০১৪ রাত ১০:৩৬
মহামহোপাধ্যায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। খুব খুশি হলাম আপনাকে দেখে।
ভালো থাকুন। শুভ কামনা রইল
২৭| ২১ শে মে, ২০১৪ রাত ১১:০৮
মোঃ ইসহাক খান বলেছেন: ছুঁয়ে যাবার মত লেখা।
শুভেচ্ছা রইলো, সুধী।
২১ শে মে, ২০১৪ রাত ১১:২৫
মহামহোপাধ্যায় বলেছেন: ধন্যবাদ জানবেন।
২৮| ২১ শে মে, ২০১৪ রাত ১১:০৯
মোঃ ইসহাক খান বলেছেন: ছুঁয়ে যাবার মত লেখা।
শুভেচ্ছা রইলো, সুধী।
২১ শে মে, ২০১৪ রাত ১১:১৯
মহামহোপাধ্যায় বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার। আপনাকে পোস্টে দেখে আপ্লুত হলাম।
ভালো থাকুন। শুভকামনা রইল।
২৯| ২২ শে মে, ২০১৪ বিকাল ৪:০৬
বৃত্তবন্দী শুভ্র বলেছেন: প্যাথেটিক
২২ শে মে, ২০১৪ বিকাল ৪:২১
মহামহোপাধ্যায় বলেছেন: হুম। প্যাথেটিক।
আপনাকে দেখে ভালো লাগলো। আশা করি ভালো আছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থাকুন সতত
৩০| ২২ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯
আসফি আজাদ বলেছেন: ডাইমেনশনবিহীন হলেই ভালো হত...কিন্তু তা বোধকরি হবার নয়।
+++
০৩ রা জুন, ২০১৪ বিকাল ৫:৫০
মহামহোপাধ্যায় বলেছেন: ডাইমেনশন বিহীন হলে আসলেই ভাল হতো!! কিন্তু তা আর হলো কই ??
প্লাসের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন শুভেচ্ছা ।
৩১| ২৩ শে মে, ২০১৪ দুপুর ২:২৩
শান্তির দেবদূত বলেছেন: অনেক দিন পর সকাল সকাল প্রফুল্ল মনে ব্লগে ঢুকলাম। লেখাটা পড়ে মনটাই খারাপ হয়ে গেল! ট্যাগের কথাটাই সত্য, বিবেক আজ প্রেতাত্মা
০৩ রা জুন, ২০১৪ বিকাল ৫:৫৮
মহামহোপাধ্যায় বলেছেন: খুব দূঃখিত ভাইয়া আপনার মনটা খারাপ করে দেবার জন্য। কিন্তু আমাদের চাওয়া পাওয়ায় সমাজের কতটুকুই বা বদলায় ?? আমারও এভাবে লিখতে খারাপ লাগে প্রচন্ড। হয়তো এমনদিন আসবে যেখানে জাহাংগীরদের নিয়ে এভাবে লিখতে হবে না। সেই সুদিনের প্রত্যাশায় রইলাম।
অনেক ভালো থাকুন। শুভেচ্ছা রইল।
৩২| ২৫ শে মে, ২০১৪ রাত ১২:৪৪
আমি তুমি আমরা বলেছেন: বেচারা জাহাঙ্গীর!! কোথায় কীভাবে আছে কে জানে?? তবে আর যাই হোক তার স্টোরিটার একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ আছে। কত জন তার জন্য সস্তায় বাসা ভাড়া পাচ্ছে!! কেউ তার কথা বলে ব্লগে লাইক কমেন্ট কামাচ্ছে!! আর কেউ হয়ত ভুত এফ এমে তার কথা বলে নিজেকে বানিয়ে দেবে সেলিব্রেটি। জাহাঙ্গীরের নতুন বউ আর মায়ের কপালে দু’বেলা দু’মুঠো ভাত জোটে কি না তার খবর কে রাখে ??
মন খারাপ হয়ে গেল পোস্ট পড়ে ।
০৩ রা জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৯
মহামহোপাধ্যায় বলেছেন: পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
সবার জীবনে সুদিন আসুক সেই কামনা করি।
ভালো থাকুন। অনেক শুভেচ্ছা রইল।
৩৩| ২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৩১
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো , একই সাথে খারাপ ও লাগলো ভ্রাতা । কেমন আছেন ?
পোস্টে +++++
২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৪০
মহামহোপাধ্যায় বলেছেন: কি করা যাবে বলুন এটাই তো বাস্তবতা!!
প্লাসের জন্য অনেক ধন্যবাদ ভ্রাতা। আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন।
শুভকামনা রইল।
৩৪| ২৩ শে আগস্ট, ২০১৪ ভোর ৪:০১
আরমিন বলেছেন: লেখাটা ভালো হয়েছে, যদিও ঘটনাটা দুঃখজনক!
++++++++
৩০ শে আগস্ট, ২০১৪ রাত ১:৪৩
মহামহোপাধ্যায় বলেছেন: মাঝে মাঝে সত্য যখন সামনে এসে দাঁড়ায় তখন মুখ লুকোনোর জায়গা থাকে না
আপু অনেকদিন পর আপনার দেখা পেলাম। আশা করি ভালো আছেন। এতগুলো প্লাসের জন্য অনেক কৃতজ্ঞতা রইল
৩৫| ১৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১:১৭
মনিরা সুলতানা বলেছেন: কোণ এক সিনেমায় একটা ডায়লগ মনে পরল
" এটা কালজুগ এখানে এক জনের দুঃখ
আরেক জনের জন্য বিনোদন ।"
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৩
মহামহোপাধ্যায় বলেছেন: হুম সেটাই আপু। একদম সত্য কথা
অনেকদিন পর আপনাদের পোস্টে দেখে খুব ভালো লাগছে।
ভাল থাকুন সতত। শুভ কামনা রইল
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৪ রাত ৯:০১
ভাইটামিন বদি বলেছেন: অাহারে.....
...তারপর দু' দিন পর আমিও ভূলে যাব.....সামনে এগুতে হবে নাহ্।