![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
একটা মেয়ে কণ্ঠে ফিরে তাকাই,‘খাবার দেয়া হয়েছে, খেয়ে যান,’ বলে সাদেক সাহেবের কলেজে পড়ুয়া মেয়েটি এসে ঘরে দাঁড়ায়। গুণে গুণে আমার তিনটা হার্ট বিট মিস হয়। এ মেয়ে যদি বিষ দিয়ে বলে, বিষ দেয়া হয়েছে খেয়ে যান, তাই খাব। মানুষ এতো সুন্দর হয় কীভাবে ? তার আশেপাশের সব পুরুষই তো পুড়বে। যে পাবে, সে পেয়ে হারাবার শঙ্কায় পুড়বে। আর যারা পাবে না, তারা না পাওয়ার বেদনায় পুড়বে। কোন মেয়ের এতো সুন্দর হওয়া অন্যায়, খুব অন্যায়।
সাদেক সাহেব কাঁপা কাঁপা গলায় বলেন,‘হ্যাঁ, আসুন একসাথে খাই, আপনি টিবিলে গিয়ে বসুন, আমি হাত-মুখ ধুয়ে আসছি।’ তারপর তিনি দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। কাজের মেয়েটা চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে যায়। আমি সম্মোহিতের মত তোত্লা সন্দিরীর পিছন পিছন টেবিলে গিয়ে বসে জিজ্ঞেস করি,‘অ-আ-আপনার নাম ?’
সে নির্লিপ্ত ভাবে বলে,‘লোনা।’
লোনা ! অবাক হয়ে ভাবি এত সুন্দর মেয়ের নাম লোনা কেন ? তার নাম তো মিষ্টি জাতীয় কিছু হওয়ার কথা-চমচম, সন্দেস এরকম কিছু । একটা দীর্ঘশ্বাস ফেলি, চাঁদেরও কলঙ্ক আছে।
লোনা গ্ল¬াসে পানি ঢালতে ঢালতে বলে,‘বাবা আধা কেজি মুরগির গিলা-কলিজা কিনে এনেছেন, তাতে চোদ্দটা ছিল, আমি চোদ্দটা গিলা-কলিজাই রান্না করেছি। আপনি মিথ্যা বলে তুলিকে মার খাওয়ালেন।’
পানি মুখে নিয়েছিলাম, সেই পানি গলায় আটকে ভিরমি খাবার যোগাড়। এ মেয়ের নাম লোনা না রেখে তিতা রাখা উচিত ছিল। ( অসমাপ্ত
©somewhere in net ltd.