![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
এক যুগ আগের ঘটনা, বাবলী নামের এক অত্যন্ত রূপসী মেয়ে ভালবাসত এক বেকার যুবককে। একদিন প্রবাসী এক ছেলে বাবলীর পরিবারের বিয়ের প্রস্তাব পাঠায়।
বাবলী তার বেকার প্রেমিককে চিঠি লেখে,‘এখন সে কী করবে ? বাসা ছেড়ে চলে আসতে বললে তাও আসবে।’ যুবক চিঠি পেয়ে স্তম্ভিত ! বেকার জীবনে বিয়ে ? সে উদ্ভ্রান্তের মত ঘুরে বেড়ায়।
বাবলীর সাথে প্রবাসীর বিয়ে হয়ে যায়। বিয়ের পর দেখা হলে বাবলী তার প্রেমিককে জিজ্ঞেস করে, কেন সে চিঠির উত্তর দেয় নি ?
যুবক অবলীলায় মিথ্যে বলে, সে চিঠি পায় নি ! তারপর যুবক ভিড়ের মাঝে লুকিয়ে যায়।
সেই যুবকের ব্যর্থতা, কাপুরুষতা, কষ্ট, বেদনা আমাকে বহু দিন তাড়িয়ে বেড়ায়।
কী খোঁজ তুমি ঘাসের বনে - সেই সব প্রেমিক-প্রেমিকাদের কাহিনী, যারা বিশ্বাস করে, এক দিন তার প্রিয় মানুষটা তার হবে।
বইটি পাওয়া যাচ্ছে পাঞ্জেরীর স্টলে । স্টল নং - ২১০, ২১১ ও ২১২ ।
©somewhere in net ltd.