![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
সেলিম - রং মিস্ত্রি সেলিম। কাল গুলিবিদ্ধ হয়েছিলেন, আজ মারা গেলেন।
অপরাধ ?
সন্ত্রাসিদের সন্ত্রাসি বলা !
সোহেল টেলিকমিনিকেশনের স্বত্বধিকারী সোহেলের কাছে চাঁদা চায়। চাঁদা না পেয়ে শাসিয়ে চলে যাচ্ছে।
কেউ একজন পেছন থেকে তাদের পরিচয় জানতে চায়। সেলিম পরিচয় করিয়ে দেয়,‘ সন্ত্রাসি, সন্ত্রাসি।
ব্যাস - ফিরে এসে সেলিমের বুকে গুলি করে। মুহূর্তে রং মিস্ত্রি সেলিমের বুক লালে লাল হয়ে যায়।
সন্ত্রাসিদের সন্ত্রাসি বলাটা রং মিস্ত্রি সেলিমের বোকামী ছিল কি না ? আমি সে বিতর্কে যাব না।
আমি শুধু বলতে চাই - রং মিস্ত্রি সেলিম, যে রং মিস্ত্রি আমাদের ঘরগুলো রাঙ্গিয়ে দিত, সে আর নেই।
কৃষ্ণচুড়া,হৃদয়ে কতটা ক্ষরণ হলে
তোমার মত লাল হওয়া যায় ?
আজ আমার ক্ষরণের কাল,
বড় ইচ্ছে করছে হয়ে যেতে লাল।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: অবরুদ্ধ স্বাধীন দেশ
গণতন্ত্র আইসিইউতে
এক নায়কের মসনদ
কে রে বলে সত্য? কত বদ!?