![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
- আবু মতি, মতি, অই মইত্তা।
- জে বস ।
- ঘটনা কি, কই থাকস ?
- বস গত মাসে পাবলিকের মাইর খাইয়া মানসম্মান যেইটা হারাইছি, সেইটা ফিরাইয়া আনবার চাই।
- ক্যামতে ?
- ইলেকশনে দাঁড়ামু বস।কোটিপতি ছাড়া এখন আর কেও ইলেকশনে দাঁড়ায় না, আগে লাখপতি হইলে বাড়িতে বাঁশের মাথায় লালবাতি জ্বালাইত । আশেপাশের দশ গ্রামের সবাই জানত এই বাড়ি লাখপতির বাড়ি। এখন আর কেও লালবাতি জ্বালায় না, সোজা ইলেকশনে দাঁড়াইয়া জানান দেয় সে কোটিপতি। তাই ঠিক করছি ইলেকশনে দাঁড়ামু, সবাই ভাবব আমিও কোটিপতি ।কিন্তু মার্কা কি নিমু সেইটাই বুঝতে পারতাছি না ?
- ক্যান, বাঁশ মার্কা ল’ ।
- বাঁশ মার্কা ? আচ্ছা সই, তাইলে আমার শ্লোগানটা কি হইব তা কন ।
- ভোট চায় আবু মতি / বাঁশের আগায় কোটিপতি।
- বস, শেষমেস বাঁশই দিয়া দিলেন !
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৪
প্রামানিক বলেছেন: চমৎকার লাগল। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০
হাতুড়ে লেখক বলেছেন: ভাল্লাগছে।