![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
: উস্তাদ, হালার মার্ক ব্যাংক থিকা বলে চাইর হাজার কুটি টাকা মাইরা দিছে ?
: রাবিসের ছাও চুপ থাক, চাইর হাজার কোটি টাকা কোনো টাকাই না। এইটা নিয়া হাউকাউ করনের কিছু নাই।
: হেছা কথা ! কিন্তুক ঐ চা-ওলা যে ব্যাংকে টাকা জমাইছে ?
: কত ?
: এক লাখ ।
: কছ কি, চা বেইচা বেইচা এত টাকা কামাইছে ?
: হ ।
: হুন, হের থিকা ৮০০ টাকা “আমগো শুল্ক” কাইটা রাখ ।
: কন কি ! যদি জিগায় ক্যান রাখছি ?
: আরে রাবিসের ছাও, ঘরে রাখলেতো পুরাডাই নিতাম, ব্যাংকে রাখনে হুধা ৮০০ নিলাম ??
০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:২৮
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।
২| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:২১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুন লিখেছেন।
০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:২৮
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।
৩| ০২ রা জুন, ২০১৭ দুপুর ২:৩২
আল আরাফাত বলেছেন: Our First Short Film "Light Of Black" By Kh Al Arafat
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
https://youtu.be/99K5BjhJWDI
০২ রা জুন, ২০১৭ বিকাল ৪:২৯
রাজু সিদ্দিক বলেছেন: ওকে, থ্যাঙ্কস ।
৪| ০২ রা জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০২
ঢাকাবাসী বলেছেন: হিরক রাজার দেশেই আছি। চোর ডাকাতের ভরা ব্যাংকগুলোকে ২০০০ কোটি টাকা সাহায্য আর ছক্কুর সেভিংস একাউন্ট থিকা ৮০০ টাকা বছরে গায়েব!
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৭ দুপুর ২:০৭
করুণাধারা বলেছেন: ভাল লাগল। অল্প কথায় অনেক কিছু বলা হয়েছে।