![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
: উস্তাদ মাইনসের খারাপ চাইয়া দোয়া করন যায় ?
: ক্যান, তুই কার খারাপ চাস ?
: অস্ট্রেলিয়ানগো, হেরা যেন হারে ।
: অস্ট্রেলিয়ানগো হারার দোয়া করার কাম কী ! ইংলেন্ডের জিতার দোয়া কর ।
: না, ইংলেন্ড আমাগো দুইশ বছর গোলাম বানাইয়া রাখছিল, হেগো জিতার দোয়া করুম না ।
: তাইলে এক কাম কর, বাংলাদেশ যেন সেমিফাইনাল খেলে এই দোয়া কর, বাকিডা আল্লায় বুঝবো ।
১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫০
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।
২| ১০ ই জুন, ২০১৭ দুপুর ২:০৩
মোস্তফা সোহেল বলেছেন: মাত্র পনেরো মিনিটে ২৭৬ বার লেখাটি কে দেখল!!
১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
রাজু সিদ্দিক বলেছেন: তাই না কি ! খেয়াল করিনি তো ।
৩| ১০ ই জুন, ২০১৭ দুপুর ২:১২
বিজন রয় বলেছেন: মাত্র ৩২ মিনিটে ৪৫৮ বার লেখাটি কে দেখল!!
১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
রাজু সিদ্দিক বলেছেন: তাই না কি ি ?
৪| ১০ ই জুন, ২০১৭ দুপুর ২:১৬
ওমেরা বলেছেন: মনে হচ্ছে ভুতে লিখা পড়তেছে ।
১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫২
রাজু সিদ্দিক বলেছেন: হতে পারে ।
৫| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:০০
কাউয়ার জাত বলেছেন: ওয়েল ডান মাই বয়!
আহারে! আপনার মত আরো কিছু পাবলিক যদি প্রতি ঘন্টায় একটি করে দেড় লাইনের ডোজ মেরে হিটাইয়া আলোচিত পাতায় নিত তবে এতদিনে মডুর গণ্ডারিয় চামড়া পাতলা হইত। আমরাও একটু শান্তি পাইতাম!
১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
রাজু সিদ্দিক বলেছেন: দোয়া রাইখেন ব্রাদার ।
৬| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৩:০২
কাউয়ার জাত বলেছেন: লাইকু দিয়ে গেলাম।
১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।
৭| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৩
শাহরিয়ার কবীর বলেছেন: ১২৫৩ বার পঠিত হয়েছে, এর মধ্যে আমি একজন আছি। কি সৌভাগ্য আমার ।
১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
রাজু সিদ্দিক বলেছেন: তাইতো দেখছি । ধন্যবাদ, ভাল থাকবেন ।
৮| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৪:২২
নকীব মুহাম্মদ হাবীবুল্লাহ বলেছেন: বাহ্! দারুণ লাগলো
১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।
৯| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: আল্লাহর কাছে এখন এই দোয়াই করি।
১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৫
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।
১০| ১০ ই জুন, ২০১৭ বিকাল ৫:১৭
জাহিদ হাসান বলেছেন: মীর জাফর সাহেব ওপার থেকে নাকি বলছেন- ‘সেই তো ইংল্যান্ডেরই সাপোর্ট করলি, হ্লার বাঙ্গালী। তাইলে আমি কি দোষ করছিলাম?’
১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮
রাজু সিদ্দিক বলেছেন: ইংলেন্ডের সাপোর্ট করছি অস্টেলিয়ার বিপক্ষে গিয়ে, বাংলাদেশের বিপক্ষে গিয়ে নয়, মীর জাফর যেটা করেছিল ।
১১| ১০ ই জুন, ২০১৭ রাত ৮:৩২
আহমেদ জী এস বলেছেন: রাজু সিদ্দিক ,
লিখেছিলেন ভালোই কিন্তু ............
১১ ই জুন, ২০১৭ দুপুর ২:২২
রাজু সিদ্দিক বলেছেন: কিন্তুটা কী বলবেন ?
১২| ১০ ই জুন, ২০১৭ রাত ৯:১১
করুণাধারা বলেছেন: আলোচিত ব্লগে পোস্ট গেলে।কি পেট ভরে?
দেড় হাজারের বেশিবার পঠিত অথচ মন্তব্য মাত্র একুশটি!
১১ ই জুন, ২০১৭ দুপুর ২:২৩
রাজু সিদ্দিক বলেছেন: তাইতো দেখছি
১৩| ১১ ই জুন, ২০১৭ রাত ৩:১৯
আরিফ শাহরিয়ার জয় বলেছেন: হা হা হা মজার গল্প।
১১ ই জুন, ২০১৭ দুপুর ২:২৩
রাজু সিদ্দিক বলেছেন: ধন্যবাদ, ভাল থাকবেন ।
১৪| ১১ ই জুন, ২০১৭ ভোর ৪:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন গল্পে গল্পে। ভালো লাগলো আপনার টাইগার প্রেম।
আল্লায় বাকিটুকু বুঝে গেছেন ভাই। টাইগার বাহিনী সেমিফাইনাল খেলবে।
অভিনন্দন টাইগার বাহিনীকে।
শুভকামনা আপনার জন্য।
১১ ই জুন, ২০১৭ দুপুর ২:২৪
রাজু সিদ্দিক বলেছেন: হ্যাঁ, এবার সেমিফা্ইনালের অপেক্ষা ।
©somewhere in net ltd.
১|
১০ ই জুন, ২০১৭ দুপুর ১:৫২
বিষাদ সময় বলেছেন: হাঃ হাঃ হাঃ।Very witty joke. দোয়া করার ভাল স্টাইল শেখালেন। আল্লাহর কাছে এখন এই দোয়াই করি।