![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
: আবুল, আবুল, অই আবুইল্লা ।
: জ্বে উস্তাদ ।
: রাইতে এত হাউকাউ হইছে ক্যান ?
: পাদুর্ভাব আর মহামারি উস্তাদ ।
: পাদুর্ভাব আর মহামারি !
: জ্বে, চিকুনগুনিয়ার পাদুর্ভাব হইছে না মহামারি হইছে এই লইয়া করিম মিয়া আর বাতেন চাচায় লাগছে কাইজ্জা ।
: কছ কী !
: হ । আচ্ছা উস্তাদ, মহামারির মাইনে কী ?
: মহামারি হইল কোন অসুখ ফসুখে বেশুমার মানুষ মইরা যাওন।
: কিন্তু চিকুনগুনিয়ায়তো মানুষ মরে না ? আর পাদুর্ভাব ?
: জানি না, তয় কোন কিছু বাইর হওনরে আবির্ভাব কয় হুনছি। হেই হিসাবে আবির্ভাবের পরের ক্লাসটাই হইব পাদুর্ভাব ।
: কিন্তু উস্তাদ চিকুনগুনিয়া তো এহন আবির্ভাব, পাদুর্ভাব ছাড়াইয়া দূর্বারে আছে। দূর্বার গতিতে হারা দেশে ছড়াইয়া পড়তাছে । না, চিকুনগুনিয়ার লগে দুইটার একটাও খটে না । করিম মিয়া আর বাতেন চাচায় বেহুদা কাইজ্জা করছে !
: পাদুর্ভাব মিয়া আর মহামারি চাচা সাজছে, বেহুব জানি কোনখানের !
: কিন্তু সাইজ্জা লাভ হইছে কি, সকাল থিকা দুইজনে কোকাইতাছে, হারা শইল্লে ব্যথ্যা লইয়া জ্বরে কোকাইতাছে ।
: চল।
: কই উস্তাদ ?
: হেগো জিগাইতে - চিকুনগুনিয়ার মহামারি হইছে না পাদুর্ভাব ?
( বি:দ্র: বাংলা একাডেমির অভিধানে পাদুর্ভাবের অর্থ দেয়া আছে, গ্রকাশ । পত্রিকার খবর অনুসারে চিকুনগুনিয়া তিন মাস আগেই প্রকাশ হয়েছে। সে হিসাবে এখন চিকুনগুনিয়ার অবস্থা কি - তা স্বাস্থ্যমন্ত্রণালয় বলতে পরেবে । )
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪২
বিদ্রোহী ভৃগু বলেছেন: স্বাস্থ্যমন্ত্রণালয়ের কর্মক্ত্তার না হওয়া পর্যন্ত জাতি বেদনা টের পাইবে না!

কায়মনোবাক্যে দোয়া করি- সংশ্লিষ্ট সকলেই যেন অতি শীঘ্র চিকন গুনিয়ার গুন অনুভব করুন।
তাতে যদি আমজনতার ভাগ্যে কিছু মেলে!!!!!