![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার অনুমতি ব্যতীত কেহ আমার গল্প বা গল্পের অংশ এবং নাটক বা নাটকের দৃশ্য বা সংলাপ বা সংলাপের অংশ কোখায়ও ছাপাতে বা ব্যবহার করতে পারবেন না। -- রাজু সিদ্দিক .
: উস্তাদ, কি দিন পড়ল, এসি চালাইলে শীত করে, বন্ধ করলে গরম লাগে ।
: এসি !
: জ্বে উস্তাদ।
: আচ্ছা যারা মধ্যবিত্ত তারা এসির জায়গায় কি কইব ?
: তারা এসির জায়গায় ফ্যান কইব, ফ্যান। ফ্যান চালাইলে শীত করে অফ করলে গরম।
: যারা নিম্নবিত্ত তারা এসির জায়গায় কি কইব?
: তারা পাংখা কইব, পাংখা করলে শীত লাগে, না করলে গরম ।
: আর যারা তোর মত তারা ?
: তারা আর কি কইব ? কাপড় কইব, কাপড় - কাপড় পরলে গরম লাগে, খুইল্লা লাইলে শীত !
২| ০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৪৮
বিচার মানি তালগাছ আমার বলেছেন: lol
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১:০২
সচেতনহ্যাপী বলেছেন: থাক ভাই, আর বললেও আমি খুশী